বাহরাইনিদের ওপর আলে-খলিফা'র দমন-পীড়নের বিরুদ্ধে বিক্ষোভ
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১৬:২৪ Asia/Dhaka
১৪ ফেব্রুয়ারির গণ-অভ্যুত্থান-বার্ষিকীর প্রাক্কালে বাহরাইনে প্রতিবাদী জনগণের ওপর রাজতান্ত্রিক আলে-খলিফা সরকারের দমন-পীড়ন জোরদার হয়েছে।
বাহরাইনের স্বৈরতান্ত্রিক রাজ-সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি। একই ধরনের গণ-অভ্যুত্থানে সে সময় তিউনিসিয়ায় বেন আলি সরকার ও মিশরে হোসনি মোবারক সরকারের পতন ঘটেছিল। কিন্তু দুঃখজনকভাবে বাহরাইনের সঙ্গে সৌদি-সীমান্ত থাকায় সৌদি সরকার সেনা পাঠিয়ে বাহরাইনের গণ-অভ্যুত্থান দমন করে এবং সৌদি সরকার আরব বিপ্লবগুলোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ