অপহৃত ছাত্রীদের মুক্তি দিয়েছে নাইজেরিয়ার সন্ত্রাসীরা
https://parstoday.ir/bn/news/world-i88130-অপহৃত_ছাত্রীদের_মুক্তি_দিয়েছে_নাইজেরিয়ার_সন্ত্রাসীরা
নাইজেরিয়ার সন্ত্রাসীরা অপহৃত ২৭৯ ছাত্রীকে মুক্তি দিয়েছে। সেদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি বোর্ডিং স্কুল থেকে গত শুক্রবার রাতে ঐসব ছাত্রীকে অপহরণ করেছিল একদল সন্ত্রাসী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০২, ২০২১ ১৮:০৬ Asia/Dhaka

নাইজেরিয়ার সন্ত্রাসীরা অপহৃত ২৭৯ ছাত্রীকে মুক্তি দিয়েছে। সেদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি বোর্ডিং স্কুল থেকে গত শুক্রবার রাতে ঐসব ছাত্রীকে অপহরণ করেছিল একদল সন্ত্রাসী।

জামফারা রাজ্যের মুখপাত্র সুলাইমান তানাউ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলার সময় নিখোঁজ ছাত্রীদের কয়েকজন দৌঁড়ে গিয়ে পাশের ঝোপঝাড়ে লুকিয়ে পড়েছিল আর অপহৃত হয়েছিল ২৭৯ জন।  এখন তাদের সবাই মুক্ত বলে তিনি জানিয়েছেন।

জামফারা রাজ্যের রাজধানী গুসাউ এ সরকারি একটি ভবনের হলরুমে বোরখা পরা কয়েক ডজন বালিকাকে বসে থাকতে দেখেছেন সাংবাদিকেরা। তাদের অধিকাংশই খালি পায়ে ছিল এবং কারও কারও পায়ে ক্ষত ছিল।

পরে কয়েকজনের বাবা-মা সেখানে আসেন। এক বাবা তার মেয়েকে দেখে আনন্দে কাঁদতে থাকেন।

অপহৃত এ ছাত্রীদের মুক্তির খবরকে অপ্রতিরোধ্য আনন্দের বলে বর্ণনা করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

সোমবার জামফারা রাজ্যের কর্মকর্তারা জানিয়েছিলেন, অপরহরণকারীদের সঙ্গে কথা বলছেন তারা। শেষ পর্যন্ত পণের বিনিময়ে ছাত্রীদের মুক্ত করা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তারা।

নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাঝেমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপহরণ করে থাকে। এসব সন্ত্রাসী সেদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরোধী।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।