সুচির বিরুদ্ধে আরো দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে
(last modified Thu, 18 Mar 2021 15:40:14 GMT )
মার্চ ১৮, ২০২১ ২১:৪০ Asia/Dhaka
  • অং সান সুচি
    অং সান সুচি

মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি নেত্রী অং সান সুচির বিরুদ্ধে আরো দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। দেশটিতে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত থাকার মধ্যেই এই অভিযোগ আনা হচ্ছে।

গতকাল (বুধবার) রাতে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত কয়েক বছর ধরে সুচি একজন বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ ডলার ঘুষ নিয়েছেন বলে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। 

খবরে বলা হয়েছে, “সুচি দুর্নীতি করেছেন এবং দুর্নীতি-বিরোধী আইন অনুসারে তার বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি চলছে।”

মিয়ানমারের মং ইউক নামে এক হাউজিং ব্যবসায়ী দাবি করেছেন, তিনি তার ব্যবসা চালিয়ে নিতে সরকারের শীর্ষ পর্যায়ের লোকজনকে ঘুষ দিয়েছেন। মং উইকের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর ঘনিষ্ঠতা রয়েছে।

তিনি দাবি করেন, সুচিকে ও তার মায়ের নামে প্রতিষ্ঠিত চ্যারিটি ফাউন্ডেশনে চার দফায় সাড়ে পাঁচ লাখ টাকা ডলার দিয়েছেন তিনি। 

এদিকে, সুচির আইনজীবী খিন মং জাও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সুচির দোষ থাকতে পারে তবে তিনি ঘুষ খাওয়া ও দুর্নীতি করা লোক নন। এই অভিযোগ মিয়ানমারের কেউ বিশ্বাস করবেন না।# 

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ