৩ বার অস্ত্রোপচারের পরও ভালো নেই মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের শরীরে আজ শুক্রবার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানা গেছে।
তিনি এখন আইসিইউতে রয়েছেন। এর আগে গতকাল এক বোমা হামলায় আহত হন নাশিদ। তাকে হত্যা করতেই এই হামলা বলে মালদ্বীপের বিভিন্ন সূত্র দাবি করেছে।
দেশটির নেতারা নাশিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার পর দ্রুত নাশিদকে দেশটির এডিকে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে তিনবার অস্ত্রোপচার করতে হয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, নাশিদের ওপর হামলা দেশটির গণতন্ত্রের ওপর আঘাত। তিনি এ ঘটনায় দোষীদের আইনের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।