ফিলিস্তিনের প্রধান দুই নেতার চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/world-i92106-ফিলিস্তিনের_প্রধান_দুই_নেতার_চিঠির_জবাব_দিলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক ব্যুরো’র প্রধান এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিবের চিঠির জবাবে বলেছেন, আমাদের অন্তর আপনাদের সংগ্রামের সঙ্গেই আছে; চূড়ান্ত বিজয় আসবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৪, ২০২১ ১৮:৩৭ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক ব্যুরো’র প্রধান এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিবের চিঠির জবাবে বলেছেন, আমাদের অন্তর আপনাদের সংগ্রামের সঙ্গেই আছে; চূড়ান্ত বিজয় আসবে।

আজ (সোমবার) হামাস নেতা ইসমাইল হানিয়া ও জিহাদ নেতা জিয়াদ আন নাখালার কাছে লেখা আলাদা চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ফিলিস্তিন দখলদারদের বিরুদ্ধে লড়াই মানেই জুলুম, কুফরি শক্তি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। তিনি বলেন, আপনাদের বিজয়ের ধারাবাহিকতার জন্য অন্তহীন দোয়া রইল।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো’র প্রধান ইসমাইল হানিয়াকে লেখা চিঠিতে সর্বোচ্চ নেতা বলেছেন, “আপনাদের লড়াই হচ্ছে জুলুম,কুফরি শক্তি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ। আল্লাহর শক্তি ও ইচ্ছাতে আপনারা বিজয়ী হবেন এবং আপনারা পবিত্র ভূমিকে দখলদারদের উপস্থিতির দূষণ ও অপবিত্রতা থেকে মুক্ত করতে সক্ষম হবেন।”

ইরানের সর্বোচ্চ নেতা ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালাকে লেখা চিঠিতে বলেছেন, "ফিলিস্তিনি ভাইদের মহান জিহাদ ও বিজয় সারা বিশ্বে তাদের সুহৃদদেরকে আনন্দিত করেছে। আমাদের অন্তর ও হৃদয় আপনাদের সংগ্রামের ময়দানে উপস্থিত আছে এবং আপনাদের বিজয়ের ধারাবাহিকতার জন্য নিরবচ্ছিন্ন দোয়া রয়েছে।”#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।