আসাদের বিজয়ে রাশিয়া, চীন, ইরানের অভিনন্দন
(last modified Sat, 29 May 2021 07:31:00 GMT )
মে ২৯, ২০২১ ১৩:৩১ Asia/Dhaka
  • আসাদের বিজয়ে রাশিয়া, চীন, ইরানের অভিনন্দন

সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদের বিশাল বিজয়ে অভিনন্দন জানিয়েছে রাশিয়া, চীন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট আসাদ শতকরা ৯৫ ভাগ ভোট পেয়ে চতুর্থবারের মতো সাত বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠান এবং সিরিয়ার জনগণের ব্যাপক অংশগ্রহণ দেশটিতে শান্তি এবং ঐক্য ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গতকাল অন্য এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাশার আল-আসাদের বিজয় তাকে অভিনন্দন জানায়। বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে মস্কো সিরিয়ার স্থিতিশীলতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করে।

রুশ বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে পশ্চিমা কোনো কোনো দেশ যে প্রশ্ন তুলছে তা সিরিয়ার ওপর মারাত্মক চাপ সৃষি।টর প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, প্রেসিডেন্ট বাশার আসাদকে অভিনন্দন জানাচ্ছে বেইজিং এবং সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানায়। চীন ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকীর কথাও উল্লেখ করেন তিনি। ঝাও লিজিয়ান বলেন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবংসার্বভৌমত্ব রক্ষার যে প্রচেষ্টা চালাচ্ছে সিরিয়ার সরকার তার প্রতি চীন সমর্থন জানায়।# 

পার্সটুডে/এসআইবি/২৯