আমেরিকার সহযোগীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i96208-আমেরিকার_সহযোগীদের_ধরতে_ঘরে_ঘরে_তল্লাশি_চালাচ্ছে_তালেবান
আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান তাদের বিরোধীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ২১, ২০২১ ০৫:৩৬ Asia/Dhaka
  • আমেরিকার সহযোগীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তালেবান

আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান তাদের বিরোধীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান তাদের বিরোধীদের একটি কালো তালিকা তৈরি করে সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। ওই প্রতিবেদনের একটি কপি এএফপির হাতে এসেছে। এতে আরো বলা হয়েছে, যাদেরকে তল্লাশি চালিয়ে বাড়িতে পাওয়া যাচ্ছে না তাদের নিকটাত্মীয়দের আটক করার হুমকি দিয়েছে তালেবান।

জাতিসংঘ বলেছে, যেসব আফগান নাগরিক আমেরিকা ও ন্যাটো জোটের পক্ষে কাজ করেছে মূলত তাদেরকে টার্গেট করে ওই কালো তালিকা তৈরি করেছে তালেবান।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ

এমন সময় এই গোষ্ঠীর পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হচ্ছে যখন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গত মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্য জনসমক্ষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, তারা আফগান জনগণের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কাউকে তার অতীত কর্মকাণ্ডের জন্য শাস্তি পেতে হবে না।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে গোটা দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। এর পরপরই সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করার পাশাপাশি জনগণের ব্যক্তি স্বাধীনতা, নারীর শিক্ষা ও চাকুরি করার স্বাধীনতা, দেশের জনগণ ও প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় তালেবান। #

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।