আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের কারণে সন্ত্রাস বেড়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i96812-আফগানিস্তানে_মার্কিন_দখলদারিত্বের_কারণে_সন্ত্রাস_বেড়েছে_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের দুই দশকের দখলদারিত্বের কারণে দেশটিতে দুঃখ-দুর্দশা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২১ ০৯:৪৭ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের দুই দশকের দখলদারিত্বের কারণে দেশটিতে দুঃখ-দুর্দশা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একথা বলেন।

তিনি বলেন, আফগানিস্তানের সন্ত্রাসবাদের সমস্যা, মাদক চোরাচালান এবং মানুষের দারিদ্রসীমার নিচে বসবাস করা- এগুলোর কোনোটিই কমে নি বরং বেড়েছে।

মার্কিন যুদ্ধ ফিরিয়ে দিতে পারে নি আফগান জনগণের স্বাভাবিক জীবনমান

মারিয়া জাখারোভা আরো বলেন, “সর্বশেষ পর্যায়ে যখন মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনারা আফগানিস্তান থেকে চলে যাচ্ছিল তখন আমেরিকা ড্রোন হামলা চালিয়ে বেসামরিক লোকজন হত্যা করেছে। এ ধরনের নির্বিচারে হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানায় রাশিয়া।”

আফগানিস্তানের সম্ভাব্য মানবিক সংকট ঠেকানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রুশ মুখপাত্র। পাশাপাশি আফগানিস্তানের সমস্ত জাতি-গোষ্ঠীর সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনেরও আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/এসআইবি/৩