আফগানিস্তানের পাঞ্জশিরে এখনও সংঘর্ষ চলছে বলে দাবি প্রতিরোধ ফ্রন্টের
https://parstoday.ir/bn/news/world-i97060-আফগানিস্তানের_পাঞ্জশিরে_এখনও_সংঘর্ষ_চলছে_বলে_দাবি_প্রতিরোধ_ফ্রন্টের
আফগানিস্তানের পাঞ্জশির থেকে এখনও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তালেবান বিরোধী প্রতিরোধ ফ্রন্টের একটি সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে তাদের যোদ্ধাদের এখনও সংঘর্ষ চলছে। কোনো কোনো স্থানে গতকাল থেকে সংঘর্ষ বেড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৮:৩২ Asia/Dhaka
  • আফগানিস্তানের পাঞ্জশিরে এখনও সংঘর্ষ চলছে বলে দাবি প্রতিরোধ ফ্রন্টের

আফগানিস্তানের পাঞ্জশির থেকে এখনও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তালেবান বিরোধী প্রতিরোধ ফ্রন্টের একটি সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে তাদের যোদ্ধাদের এখনও সংঘর্ষ চলছে। কোনো কোনো স্থানে গতকাল থেকে সংঘর্ষ বেড়েছে।

গতরাত থেকে তালেবান বিরোধী যোদ্ধাদের ওপর ড্রোনের সাহায্যে হামলা করা হচ্ছে বলেও সূত্রটি জানিয়েছে। এ কারণে প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা এখন পাহাড়ি এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে।

এ ছাড়া বাগলান প্রদেশের আনদারাব জেলাতেও সংঘর্ষ চলছে। যুদ্ধ পরিস্থিতিতে পাঞ্জশিরের বেশিরভাগ অধিবাসীও ঘরবাড়ি ছেড়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিয়েছে।

প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি আলী মেইসাম নাজারি বলেছেন, গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করা হচ্ছে।

এদিকে,তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গতকাল ঘোষণা করেছেন, পাঞ্জশির পুরোপুরি এখন তাদের নিয়ন্ত্রণে। এর মধ্যদিয়ে আফগানিস্তানে যুদ্ধের অবসান হয়েছে বলে তিনি দাবি করেন।

এর আগে পাঞ্জশিরের প্রতিরোধ ফ্রন্টের প্রধান আহমাদ মাসুদ বলেছেন, তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। তিনি গণঅভ্যুত্থানের জন্য সব আফগান নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন।#  

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।