সাবেক আফগান ভাইস-প্রেসিডেন্টের ভাইকে হত্যা করেছে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i97230-সাবেক_আফগান_ভাইস_প্রেসিডেন্টের_ভাইকে_হত্যা_করেছে_তালেবান
আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ভাই রুহুল্লাহ আজিজ সালেহকে হত্যা করেছে তালেবান। রাজধানী কাবুল দখলের পর তালেবানের সঙ্গে পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী জোটের লড়াইয়ের সময় তিনি নিহত হন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২১ ১৪:৩৩ Asia/Dhaka
  • রুহুল্লাহ আজিজ
    রুহুল্লাহ আজিজ

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ভাই রুহুল্লাহ আজিজ সালেহকে হত্যা করেছে তালেবান। রাজধানী কাবুল দখলের পর তালেবানের সঙ্গে পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী জোটের লড়াইয়ের সময় তিনি নিহত হন।

আফগানিস্তানে নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই গোষ্ঠীর সঙ্গে পাঞ্জশির উপত্যকার যোদ্ধাদের লড়াই চলছিল এবং তার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন রুহুল আজিজ।

বার্তা সংস্থা রয়টার্সকে এই মৃত্যুর কথা নিশ্চিত করেন তার ভাইপো এবাদুল্লাহ সালেহ। তিনি গতকাল (শুক্রবার) জানান, "তারা আমার চাচাকে বৃহস্পতিবার হত্যা করেছে। তারা তার লাশ দাফন করতে দিচ্ছে না। তারা জানিয়েছে আমার চাচার মৃতদেহ পচিয়ে ফেলবে।” 

তালেবানের একটি সূত্র জানিয়েছে, পাঞ্জশিরের লড়াইয়ের সময় রুহুল্লাহ সালেহ নিহত হন। আফগানিস্তানের সাবেক ন্যাশনাল ডাইরেক্টরেট অফ সিকিউরিটির প্রধান ছিলেন রুহুল্লাহ আজিজ সালেহ। 

পাঞ্জশিরভিত্তিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অঙ্গীকার ব্যক্ত করেছে যে, প্রাদেশিক রাজধানী বাজারাকের পতন হলেও তারা তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখবে। এই জোটের নেতৃত্ব দিচ্ছেন আহমদ মাসুদ।#

পার্সটুডে/এসআইবি/১১