রাশিয়া থেকে ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র কিনছে বেলারুশ
https://parstoday.ir/bn/news/world-i97338-রাশিয়া_থেকে_১০০_কোটি_ডলার_মূল্যের_অস্ত্র_কিনছে_বেলারুশ
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ রাশিয়ার কাছ থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে। এরমধ্যে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১৭:৩৮ Asia/Dhaka
  • রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ রাশিয়ার কাছ থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে। এরমধ্যে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

লুকাশেঙ্কো গত বৃহস্পতিবার মস্কো সফর করেন। এসময় করে তার দেশের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।

আলোচনা সম্পর্কে লেকোশেঙ্কো বলেন, “আমি রাশিয়ার নেতৃত্ব, সামরিক এবং প্রতিরক্ষা শিল্পের প্রতি কৃতজ্ঞ এইজন্য যে, তারা আমাকে অস্ত্র বিক্রির ব্যাপারে একটি পরিপূর্ণ তালিকা দিতে সম্মত হয়েছে। ২০২৫ সালের মধ্যে এসব অস্ত্র কেনা হবে।

লুকাশেঙ্কো (বামে) ও পুতিন

এর মধ্যে থাকবে কয়েক ডজন বিমান যার মধ্যে কয়েকটি বেলারুশে পৌঁছে গেছে। এছাড়া, থাকবে কয়েক ডজন হেলিকপ্টার, টিওআর-এমটু। তবে আমি সবগুলোর নাম ও পরিমাণ বলবো না, এটি খুব বড় গোপনীয় কিছু নয়। রাশিয়ার কাছ থেবেশি অর্থের অস্ত্র কিনব।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।