অন্য দেশের ওপর উন্নয়ন মডেল চাপিয়ে দেয়া বন্ধ করুন
https://parstoday.ir/bn/news/world-i97886-অন্য_দেশের_ওপর_উন্নয়ন_মডেল_চাপিয়ে_দেয়া_বন্ধ_করুন
অন্য দেশের ওপর কথিত উন্নয়ন মডেল চাপিয়ে দেয়া বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২১ ২১:৩৭ Asia/Dhaka
  • ল্যাভরভ
    ল্যাভরভ

অন্য দেশের ওপর কথিত উন্নয়ন মডেল চাপিয়ে দেয়া বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

অন্য দেশগুলো গড়ে তোলার জন্য আমেরিকা আফগানিস্তানে দু দশকের যুদ্ধের অবসান ঘটিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করার পর এই আহ্বান জানালো রাশিয়া

গতকাল (শনিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রসিডেন্ট বাইডেন  ঘোষণা করেছেন যে, অন্য দেশগুলোকে গড়ে তোলার জন্য তারা বড় ধরনের সামরিক অভিযানের আমল শেষ করতে চাচ্ছে ন। আমরা আশা করি তারা শুধুমাত্র বলপ্রয়োগের ঘটনা বন্ধ করবে না বরং অন্যদের উপর নিজের প্রকৃত উন্নয়ন মডেল চাপিয়ে দেওয়া বন্ধ করবে

রুশ পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা গণতন্ত্রের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যবস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা চাপিয়ে এবং এর মাধ্যমে জোট বদ্ধ মানসিকতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

ল্যাাভরভ বলেছেন, এর অর্থ এই নয় যে, সাধারণভাবে নিয়ম-কানুনের কোনো প্রয়োজন নেই কিন্তু অল্প কয়েকটি দেশ এই নিয়ম-কানুন অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছে

সের্গেই ল্যাভরভ আরো বলেন, যেকোনো নিয়ম-কানুন চালু করতে হলে আন্তর্জাতিক কোনো প্লাটফর্মে ঐকমত্য হতে হবে আর জাতিসংঘ হতে পারে প্রাথমিক সেই প্লাটফর্ম।#

পার্সটুডে/এসআইবি/২৬