চলে গেলেন পাকিস্তানের পরমাণু বোমার জনক; ইমরান খানের গভীর শোক
-
আবদুল কাদের খান
পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান মারা গেছেন। গত এক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। রেডিও পাকিস্তান বলেছে. আবদুল কাদের খান ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ ভোরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে মৃত্যু হয়। তিনি ৮৫ বছর বয়সে মারা গেলেন।
আবদুল কাদের খানের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ শীর্ষ নেতা ও কর্মকর্তারা। রাষ্ট্রীয় মর্যাদায় এই বিজ্ঞানীর জানাজা ও দাফন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, ড. খান হচ্ছেন পাকিস্তানিদের আদর্শ। তার ভূমিকায় পাকিস্তান নিরাপত্তা পেয়েছে।
এই মৃত্যুকে পাকিস্তানের জন্য বড় ক্ষতি বলে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের জন্য তার অবদানকে পাকিস্তান চিরকাল সম্মান করবে। আমাদের সামরিক সক্ষমতাকে সমৃদ্ধ করার জন্য আবদুল কাদের খানের কাছে আমরা ঋণী।’
পাকিস্তানে দলমত-নির্বিশেষে তিনি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। আব্দুল কাদের খান পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় পাকিস্তান।
নিরাপত্তাগত কারণে ২০০৪ সাল থেকে তিনি বিশেষ নজরদারিতে ছিলেন। এ কারণে এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যেত না। #
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।