‘খালিলজাদ শান্তি প্রতিষ্ঠায় অনেক সহযোগিতা করেছেন’: তালেবান
https://parstoday.ir/bn/news/world-i98858-খালিলজাদ_শান্তি_প্রতিষ্ঠায়_অনেক_সহযোগিতা_করেছেন’_তালেবান
আফগান শান্তি আলোচনায় আমেরিকার বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ পদত্যাগ করার পর তালেবান বলেছে, তিনি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট সহযোগিতা করেছেন। খালিলজাদ সোমবার এমন সময় পদত্যাগ করেন যখন দুই মাস আগে মার্কিন সেনারা অত্যন্ত অপমানকর পরিস্থিতিতে আফগানিস্তান ত্যাগ করে এবং তালেবান দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২০, ২০২১ ০৬:৪৭ Asia/Dhaka
  • ‘খালিলজাদ শান্তি প্রতিষ্ঠায় অনেক সহযোগিতা করেছেন’: তালেবান

আফগান শান্তি আলোচনায় আমেরিকার বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ পদত্যাগ করার পর তালেবান বলেছে, তিনি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট সহযোগিতা করেছেন। খালিলজাদ সোমবার এমন সময় পদত্যাগ করেন যখন দুই মাস আগে মার্কিন সেনারা অত্যন্ত অপমানকর পরিস্থিতিতে আফগানিস্তান ত্যাগ করে এবং তালেবান দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়।

আফগান বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে পাঠানো পদত্যাগপত্রে লিখেছেন, “আফগান সরকার ও তালেবানের মধ্যে যে আলোচনার আয়োজন করা হয়েছিল তা পরিকল্পনা অনুযায়ী এগোয়নি।” তিনি আরো লিখেছেন, “এর কারণগুলো অত্যন্ত জটিল। তবে আমি শিগগিরই এ সম্পর্কে আমার মূল্যায়ন আপনাকে জানাব।” খালিলজাদ বলেন, সার্বিকভাবে আফগানিস্তানে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশটির জনগণের জন্য হতাশাজনক।

তালেবান নেতা মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে শান্তি চুক্তি সই করেন খালিলজাদ

দীর্ঘ আলোচনা শেষে ২০২০ সালের গোড়ার দিকে কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি সই করে তালেবান ও আমেরিকা। আফগানিস্তানের তৎকালীন সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে ওই আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খালিলজাদ।

এদিকে তিনি পদত্যাগ করার পর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহহার বালখি এক টুইটার বার্তায় লিখেছেন, “জালমাই খালিলজাদের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে।” আমেরিকা দোহায় স্বাক্ষরিত চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করবে এবং ওয়াশিংটন ও কাবুলের মধ্যে সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।