খালিলজাদ ছিলেন এক ‘মহা ধোকাবাজির পরিকল্পক’: আমরুল্লাহ সালেহ
https://parstoday.ir/bn/news/world-i99278
আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আফগানিস্তান বিষয়ক সাবেক মার্কিন বিশেষ প্রতিনিধিধ জালমাই খালিলজাদকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, খালিলজাদ ‘একটি মহা ধোঁকাবাজির’ পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৯, ২০২১ ০৯:৪১ Asia/Dhaka
  • আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ
    আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আফগানিস্তান বিষয়ক সাবেক মার্কিন বিশেষ প্রতিনিধিধ জালমাই খালিলজাদকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, খালিলজাদ ‘একটি মহা ধোঁকাবাজির’ পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।

সালেহ এক টুইটার বার্তায় লিখেছেন, “খালিলজাদ কার্যত একটি মহা ধোঁকাবাজির পরিকল্পনাকারী ছিলেন। তিনি কৌশলগতভাবে ‘প্রজাতন্ত্র’কে বলির পাঠা মনে করেছিলেন এবং আফগান প্রজাতন্ত্রকে বলিদানের সময় তিনি সতর্কভাবে তা পর্যবেক্ষণ করেন। তার বর্তমান সাক্ষাৎকারগুলো সেই ব্যর্থতার দুর্গন্ধ ঢেকে রাখতে পারবে না।”

সালেহ তার বার্তায় খালিলজাদের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রতি ইঙ্গিত করেছেন যেখানে এই আফগান-বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক আফগানিস্তানের রাজনীতিবিদদের ‘স্বার্থপর’ অভিহিত করেন। তিনি বলেন, তালেবানের অগ্রাভিযানের মুখে আশরাফ গনি সরকারের পতনের জন্য রাজনীতিবিদরাই দায়ী।

 আফগানিস্তান বিষয়ক সাবেক মার্কিন বিশেষ প্রতিনিধিধ জালমাই খালিলজাদ

জালমাই খালিলজাদ প্রায় ১০ দিন আগে তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং এরপর একাধিক সাক্ষাৎকারে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দেশটির রাজনীতিবিদদের দায়ী করেছেন। তিনি সম্প্রতি ওয়াশিংটনে এক অনলাইন বৈঠকে দাবি করেছে, আফগানিস্তানে মার্কিন উপস্থিতি ছিল একটি ‘মহা সুযোগ’ যার সঠিক ব্যবহার করা যায়নি।

খালিলজাদ আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ক্ষমতায় টিকে থাকতে নাছোড়বান্দা ছিলেন বলে তালেবানের সঙ্গে কাবুলের একটি সমঝোতার আশা ত্যাগ করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। তিনি আরেক সাক্ষাৎকারে বলেচেন, যদি তালেবানের নেতৃত্বাধীন নয়া সরকারেরও পতন ঘটে তাহলে আফগানিস্তানে ‘ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে, সন্ত্রাসবাদ বিস্তারের সুযোগ সৃষ্টি হবে এবং আফগানিস্তান থেকে বহির্বিশ্বে লাখ লাখ শরণার্থীর ঢল নামবে। ”

খালিলজাদের এসব বক্তব্যের তীব্র সমালোচনা করে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট সালেহ তার টুইটার বার্তায় আরো লিখেছেন, “খালিলজাদ নিজের ব্যর্থতা ধামাচাপা দিয়ে এখনও আফগানদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের ক্ষতস্থানে লবণ দিচ্ছেন এবং তাদের অসহায়ত্বের অপব্যবহার করছেন।”#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।