সংগঠিত হচ্ছে সিরিয়ায় পরাজিত জঙ্গি গোষ্ঠী
আফগানিস্তানের উরুজগান প্রদেশে পতাকা উড়াল আইএস
আফগানিস্তানের উরুজগান প্রদেশের দেহরাউদ জেলায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) তাদের কালো পতাকা উড়িয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। দাহরাউদ শহরের স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে আফগানিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘তোলো’ এবং ‘এত্তেলায়াত রোজ’ পত্রিকা রোববার এ খবর জানিয়েছে।
সূত্রগুলো বলছে, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) চারদিন আগে থেকে দাহরাউদ শহরে নিজেদের পতাকা উড়িয়েছে। এ সংক্রান্ত খবরে আরো বলা হয়েছে, দায়েশ জঙ্গিরা তাদের দলে ভিড়তে এই জেলার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
উগ্র জঙ্গিরা জেলার জোরতালি ও মোরচি গ্রাম এবং জেলা-সদর দাহরাউদের মসজিদগুলোতে লিখিত চিঠি পাঠিয়ে আফগান জনগণকে দায়েশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, যে কেউ দায়েশে যোগ দিলে তাকে ৩০ হাজার আফগানি দেয়া হবে।
আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার এই খবরের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। অবশ্য তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তার দেশে দায়েশ জঙ্গিদের উপস্থিতিকে ‘উপেক্ষাযোগ্য’ হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, শিগগিরই আফগানিস্তান থেকে এই গোষ্ঠীর মূলোৎপাটন করা হবে।
আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে অন্তত দু’টি শিয়া মসজিদে দায়েশের ভয়াবহ বোমা হামলায় কয়েকশ মুসল্লি হতাহত হয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।