এসএসসির সুপারিশ ছাড়া একটি চাকরিও হয়নি
https://parstoday.ir/bn/radio/event-i140270
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপারিশ ছাড়া নিয়োগ হয়নি বলে জানাল পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০৪, ২০২৪ ১৯:১২ Asia/Dhaka
  • এসএসসির সুপারিশ ছাড়া একটি চাকরিও হয়নি

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপারিশ ছাড়া নিয়োগ হয়নি বলে জানাল পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ।

গতকাল সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে পর্ষদ জানিয়েছে, এসএসসির সুপারিশ ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি। সঠিক পদ্ধতিতেই ২৫ হাজার ৮৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছে। শীর্ষ আদালতে পর্ষদ কলকাতা হাই কোর্টের রায় বাতিল করার আর্জি জানিয়েছে।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও পর্ষদ তার লিখিত বক্তব্যে সে বিষয়ে কোনও উল্লেখ করেনি। এমনকি, ওএমআর শিট বিকৃতি নিয়েও তারা কোনও তথ্য জানায়নি।

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছিল হাই কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তা স্থগিত রয়েছে। সব পক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। সেই মতো বক্তব্য জমা দিয়েছে পর্ষদও।#

পার্সটুডে/জিএআর/৪