মার্চ ১২, ২০২২ ১৬:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন-যুদ্ধে বিজয়ের পথে ইউক্রেন: জেলেনস্কি যুগান্তর 
  • রুশ গোয়েন্দা প্রধানদের গৃহবন্দী করলেন পুতিন-মানবজমিন
  • গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  •  ১৫ মার্চ থেকে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী-প্রথম আলো
  • অবশেষে দেশে আসছে হাদিসুরের লাশ, অপেক্ষায় স্বজনরা-কালের কণ্ঠ
  • ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচি অভিযোগ, জাতিসংঘ বলল-প্রমাণ নেই-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • মণিপুরেও নিরঙ্কুশ বিজেপি, উত্তর-পূর্বেও ভরাডুবি কংগ্রেসের, ‘হাত’ছাড়া হচ্ছে দেশ?আনন্দবাজার পত্রিকা
  • রাহুলে আর আস্থা নয়, সাফ জানালেন জি২৩-এর বেশ কিছু কংগ্রেস নেতা - আজকাল
  • পাঞ্জাবের পর কেজরির নজর এবার গুজরাটে, জোরকদমে শুরু প্রস্তুতি-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটানা ১৩ বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই আজ আপনারা গত ১৩ বছরে পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাচ্ছেন।’গতকাল সংযুক্ত আরব আমিরাতে এক  ভার্চুযাল নাগরিক সংবর্ধনায় তিনি আরও বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের পর একটি কালো অধ্যায় ছিল, কিন্তু কালো মেঘ চলে গেছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।'

কোভিড -১৯ কালে একটি সমস্যা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন আরেকটি নতুন সমস্যা তৈরি হচ্ছে।’ তিনি বলেন, ‘সুতরাং, আমরা আরেকটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। জ্বালানির দাম বাড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা সমস্যা দেখা যাচ্ছে। আমরাও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে, আমি বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে এটি মোকাবেলা করতে সক্ষম হব।’

সামাজিক যোগাযোগ মাধ্যম, ওটিটি নীতিমালা নিবর্তনমূলক: ফখরুল-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব ফখরুল বলেছেন, সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ ও ওটিটি কনটেন্ট নিয়ন্ত্রণে যে দু'টি নতুন আইনের খসড়া করেছে সরকার তা নিবর্তনমূলক। এ দু'টি নীতিমালা কার্যকর করা হলে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারকে বাধাগ্রস্ত করবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেন সম্পর্কিত খবর:

পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। লুহানস্ক ওব্লাস্টের গভর্নর সের্হি হাইদাই বলছেন, রুশ সেনারা প্রায় ৭০ শতাংশ এলাকা দখল করেছে।এক ফেসবুক পোস্টে সের্হি হাইদাই বলেছেন, অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এখানে কোনো মানবিক করিডোর নেই।

এদিকে, ইউক্রেনের বেশিরভাগ শহর জুড়ে বিমান হামলার সাইরেন শোনা গেছে।

জেলেনস্কি-পুতিন

অন্যদিকে, ড্রোন ব্যবহার করে পেট্রলবোমা ছুড়ছে ইউক্রেন। তাছাড়া, হেজহগ গার্ডরেল রাশিয়ান ট্যাংকের বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিরোধের বড় ‘অস্ত্র’ হয়ে উঠেছে। আর মানবজমিনে লেখা হয়েছে, যুদ্ধে ইউক্রেন বিজয়ের পথে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।  শুক্রবার রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন একটি ‘বাঁকবদলের সন্ধিক্ষণে’ পৌঁছে গেছে এবং ‘বিজয়ের পথে’ রয়েছে। বিবিসি লাইভের খবরে এ তথ্য জানানো হয়।

টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘আমাদের ইউক্রেনীয় ভূমিকে মুক্ত করতে কত দিন লাগবে, তা এখন বলা সম্ভব নয়। তবে এটা বলা সম্ভব যে আমরা তা করতে পারব। কারণ, আমরা ইতিমধ্যে কৌশলগতভাবে বাঁকবদলের সন্ধিক্ষণ পৌঁছে গেছি। আমরা বিজয়ের পথে আছি।’

জেলেনস্কি বলেন, এই যুদ্ধে ‘শক্তিশালী এবং একরোখা শত্রুর’ বিরুদ্ধে ‘দেশপ্রেমের যুদ্ধ’, যে শত্রুর নিজেদের হাজার হাজার সেনার মৃত্যুর বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই।’

আর  আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকোচ করে দিলেন। তিনি বললেন, ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি সরাসরি সংঘাত মানেই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা।

এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুল গোয়েন্দা তথ্য দেয়ায় রাশিয়ার গোয়েন্দা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাকে গৃহবন্দী করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ গোয়েন্দারা পুতিনকে জানিয়েছিলেন, রাশিয়া আক্রমণ করলে ইউক্রেন কোনো প্রতিরোধ করতে পারবে না। তার ভরসাতেই গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে রাশিয়া। কিন্তু ইউক্রেনে ঢুকেই কঠিন বাধার মুখে পড়ে রুশ বাহিনী। বিব্রতকর কিছু পরাজয়ও দেখতে হয়েছে পুতিনকে। আর এ নিয়েই চটেছেন তিনি। ভুল তথ্য দেয়ায় সার্জেই বেসেডাকে গৃহবন্দী করেছেন।

ল্যানসেটে প্রকাশিত গবেষণার তথ্য-কোভিডে বাংলাদেশে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মানবজমিনে প্রকাশিত এ খবরে কোভিড-১৯ মহামারিতে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমনটাই বলছে স্বাস্থ্য বিষয়ক প্রখ্যাত জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা। বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী করোনায় মারা গেছে ২৯ হাজার ১০৫ জন। কিন্তু গবেষণা অনুযায়ী মৃত্যুর আসল সংখ্যা এর ১৫ গুণ। মহামারির দুই বছরে সরকারি হিসেবের থেকেও অতিরিক্ত ৪ লাখ ১৩ হাজার লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গবেষকরা।

বৃহস্পতিবার ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে ল্যানসেট। এতে অবশ্য জানানো হয়েছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই কোভিডে মৃত্যুর ভুল হিসাব প্রচার করা হয়েছে। বিশ্বের সরকারগুলো যে তথ্য দিয়েছে তাতে এই মহামারিতে বিশ্বজুড়ে ৫৯ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে গবেষকরা বলছেন, প্রকৃতপক্ষে এ মৃত্যুর সংখ্যা আরও বেশি।

দেশে ৫ কোটি থাইরয়েড রোগীর ৩ কোটি নারী-শহরের ২০ থেকে ৩০ শতাংশ গর্ভবতী নারী এই রোগে আক্রান্ত-ইত্তেফাক

হরমোন সংক্রান্ত রোগগুলো নারীদের মধ্যেই বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, অজ্ঞতা, কুসংস্কার ও সংকোচের কারণে নারীরা স্বাস্থ্যসেবা কম নেন। ফলে জটিলতা বাড়ে। আবার ডায়াবেটিস বা ওবেসিটিও বেশি হয় নারীদের। কিন্তু এসব রোগের চিকিৎসাও তারা নিতে আসেন কম। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) তথ্য মতে, দেশে হরমোনজনিত রোগী প্রায় ৫ কোটি। এর মধ্যে ৩ কোটি নারী। বিশ্বব্যাপী এ রোগে ভুগছেন ৭৫ কোটি মানুষ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন সাকিব-ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবর

অনেক জল্পনা-কল্পনার পর সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু পরবর্তীতে মানসিক কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। এখন আবার সিদ্ধান্ত বদল করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য তিনি অ্যাভইলেবল।একই কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপানও। তার আগে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সিদ্ধান্ত মোতাবেক, আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন সাকিব। সেখানে গিয়ে দলের সঙ্গে দেবেন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

 ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কিছু খবর: আনন্দবাজার পত্রিকা লিখেছে, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর এবং উত্তরাখণ্ড বিজেপি দখল করেছে। গোয়াতেও বিজেপি সরকার গঠনের পথে। কিন্তু পঞ্জাবে সকলকে সাফ করে ঐতিহাসিকভাবে ক্ষমতা দখল করেছে ঝাড়ু প্রতীক নিয়ে আপ । সেই ঘটনাকে সামনে রেখেই এ রাজ্যের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহে নেমেছেন আপ নেতারা। পাশাপাশি নানা রাজনৈতিক কর্মসূচি চালানো হচ্ছে। দৈনিকটি লিখেছে, বিজেপি-র আসন কিছু কমল। এটুকুই যা সান্ত্বনা। বাকিটা হলুদবপু বুলডোজারের গেরুয়া হাওয়া! টানা দ্বিতীয় বার লখনউয়ের মুখ্যমন্ত্রী আবাসের বাসিন্দা থাকছেন যোগী আদিত্যনাথই।

মণিপুরেও নিরঙ্কুশ বিজেপি, উত্তর-পূর্বেও ভরাডুবি কংগ্রেসের, ‘হাত’ছাড়া হচ্ছে দেশ? ত্রিশঙ্কু নয়, এ বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই দেশের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে ক্ষমতায় ফিরল বিজেপি। আগের বারের চেয়ে আরও ১০টি আসন বাড়িয়ে একক ভাবে সরকার গঠন করতে চলেছে তারা।এ বারের ভোটের ফল নিয়ে অনেক আশাবাদী ছিল কংগ্রেস। কিন্তু দেশের বাকি রাজ্যগুলির মতোই মণিপুরেও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনতা। ২০১৭-তে যে ভাবে ঝুলি ভরে দিয়েছিল এ বার তার ঠিক উল্টো ছবি ধরা পড়ল সেখানে। কংগ্রেসকে যে আর ভরসা করা যায় না, ভোটবাক্সেই তার প্রমাণ দিলেন মণিপুরবাসী। আরো লেখা হয়েছে, পাঁচ বছর আগে রাহুল দিয়েছিলেন সাতটি আসন, এ বার প্রিয়ঙ্কার ‘হাত’ প্রায় খালি।

পাঁচ রাজ্যে ভরাডুবির পর ফের সক্রিয় কংগ্রেসের ‘G-23’ নেতারা, উঠছে নেতৃত্ব বদলের দাবি- সংবাদ প্রতিদিন ও আজকালের এ খবরে লেখা হয়েছে, পালটাতে হবে সংগঠনের খোলনলচে। তার জন্য দ্রুত ডাকা হোক কর্মসমিতির বৈঠক। দলনেত্রী সোনিয়া গান্ধীর কাছে এই দাবি করলেন কংগ্রেসের ‘বিক্ষুব্ধ’ নেতারা। ২০১৪ লোকসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত ৪৫টি নির্বাচনে হেরেছে কংগ্রেস। নয় থেকে কমে রাজস্থান ও ছত্তিশগড়ে এসে ঠেকেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। পাঁচ রাজ্যে সর্বশেষ ধাক্কা খাওয়ার পর রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বাড়িতে বৈঠক করলেন ‘জি-২৩ গ্রুপে’র (Congress G-23) তিন নেতা আনন্দ শর্মা, কপিল সিবল ও মণীশ তিওয়ারি।বৈঠকেই ঠিক হয় জাতীয় রাজনীতিতে দলকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে দ্রুত সংগঠনকে ঢেলে সাজানো ও কয়েকদিনের মধ্যেই কর্মসমিতির বৈঠক ডাকার দাবি করা হবে।বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও গুলাম নবি আজাদ জানিয়েছেন, “এই শোচনীয় পরাজয়ের ফলে ভিতর ভিতর আমি রক্তাক্ত হচ্ছি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২