একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৬ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- অতি অল্প সময়ের মধ্যে’ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন: ফখরুল- প্রথম আলো
- আন্দোলনের জন্য প্রবাসীদের থেকে আর্থিক সহায়তা চাইলেন ইমরান–ইত্তেফাক
- আল-আকসায় ইসরাইলি অভিযানের তীব্র নিন্দা ইরানের, আরব দেশগুলোকে দোষারোপ-মানবজমিন
- রোহিঙ্গা গণহত্যার কথা স্বীকার করলেন মিয়ানমারের সেনা কর্মকর্তা–যুগান্তর
-
প্রেস টিভির প্রতিবেদন-নিষেধাজ্ঞার জের, রাশিয়ায় পাশ্চাত্যের ব্র্যান্ডের স্থান দখল করবে ইরানি পণ্য-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- প্রতিদিন ভর্তি হচ্ছে হাজারো রোগী, ডায়রিয়া ঠেকাতে তিন প্রতিষ্ঠানের ঠেলাঠেলি-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- নোংরা ও কুৎসার রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ! দিদিকে জয় উৎসর্গ বাবুলের-আনন্দবাজার
- দলের চাপে আফরোজের ‘ইউ টার্ন’! নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্যবাসীর কাছে -আজকাল
- সোনিয়া-রাহুল-সহ শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের, বাড়ছে যোগদানের সম্ভাবনা-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
অতি অল্প সময়ের মধ্যে’ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন: ফখরুল- প্রথম আলো
অতি অল্প সময়ের মধ্যে’ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘উনি যেটা চাচ্ছেন দেখতে, অতি অল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন।’ আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি শক্তিশালী বিরোধী দল নেই বলে আক্ষেপ প্রকাশ করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এর উত্তর দেওয়ার মতো রুচি আমাদের থাকে না। এগুলো মূল বিষয়গুলোকে এড়িয়ে এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো এখন পর্যন্ত কথাগুলো আমরা বলছি।’
প্রতিদিন ভর্তি হচ্ছে হাজারো রোগী, ডায়রিয়া ঠেকাতে তিন প্রতিষ্ঠানের ঠেলাঠেলি-কালের কণ্ঠ
দেশে ডায়রিয়া পরিস্থিতির তেমন উন্নতি নেই। গত ১ মার্চ থেকে গতকাল ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৮ হাজার ডায়রিয়া ও কলেরা রোগী চিকিৎসা নিয়েছে রাজধানীর ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালে। হাসপাতালটিতে ৮ এপ্রিলের পর থেকে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমলেও কোনো দিনই তা হাজারের নিচে নামেনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন ও ওয়াসা—এই তিন প্রতিষ্ঠান দায়িত্ব নিতে চাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সিটি করপোরেশন এ বিষয়ে আমাদের কাছে সহায়তা চাইলে সহায়তা দেওয়া হবে। সিটি করপোরেশন বলছে, বিশুদ্ধ পানি সরবরাহ বা পানি বিশুদ্ধ করার দায়িত্ব ওয়াসার। আর ওয়াসা বলছে, আমরা আমাদের পানিতে ডায়রিয়া বা কলেরার কোনো জীবাণু পাচ্ছি না।
আইসিডিডিআরবির কর্মকর্তারা বলছেন, দেশে এত ডায়রিয়া ও কলেরা রোগী আগে আর কখনো দেখা যায়নি। ভর্তি রোগীদের ২৩ শতাংশই কলেরায় আক্রান্ত। ঢাকার অন্যান্য হাসপাতাল ও ঢাকার বাইরের হাসপাতালেও ডায়রিয়া রোগীর ভর্তি হওয়ার সংখ্যা কমার কোনো লক্ষণ নেই। হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যুর ঘটনাও ঘটেছে।
রোহিঙ্গা গণহত্যার কথা স্বীকার করলেন মিয়ানমারের সেনা কর্মকর্তা–যুগান্তর
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা তথা গণহত্যার কথা স্বীকার করলেন দেশটির সেনাবাহিনীর এক দলত্যাগী ক্যাপ্টেন। দলত্যাগীর নাম নায় মিয়ো থেট। গত ৬ বছর ধরে রাখাইনে দায়িত্ব পালন করেছেন। তবে গত বছরের ডিসেম্বর মাসে তিনি পালিয়ে যান এবং জান্তা-বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে আশ্রয় নেন। সেখানে এসেই তিনি গণহত্যার বিষয়টি স্বীকার করেন। একইসঙ্গে এ নিয়ে সাক্ষ্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে মার্কিন সরকারের অর্থায়নে চালিত গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)। মিয়ো থেট বলেন, রাখাইনে যা হয়েছে, তা হওয়া উচিৎ ছিল না। এগুলো ছিল অগ্রহণযোগ্য। আমি আমার সহকর্মীদের এ কথা বলেছিলাম। কিন্তু তারা বিশ্বাস করতো, রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে হবে। কারণ যারা সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে সমর্থন দেয় এ রোহিঙ্গারা। তাই তাদেরকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত শান্তি আসবে না।
আন্দোলনের জন্য প্রবাসীদের থেকে আর্থিক সহায়তা চাইলেন ইমরান–ইত্তেফাক
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খান ইতোমধ্যে দেশজুড়ে সরকার পতন আন্দোলনের ডাক দিয়েছেন। সে লক্ষ্যে এবার প্রবাসী পাকিস্তানীদেরও যুক্ত করার উদ্যোগ নিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ এপ্রিল) সামাজিক যাগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওবার্তা টুইট করেছেন ইমরান খান। সেখানে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে যে সরকার ক্ষমতাসীন রয়েছে, তার নেতৃত্বে রয়েছে কিছু ‘চিহ্নিত দুর্নীতিবাজ’। এই সরকারের পতন ও অবিলম্বে একটি সাধারণ নির্বাচনের দাবিতে দেশের জনগণ আন্দোলন করছে। ভিডিওতে আন্দোলনকে আরও শক্তিশালী করতে প্রবাসী পাকিস্তানিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন ইমরান। তিনি বলেন, পিটিআইয়ের উদ্যোগে ‘নামঞ্জুর ডটকম’ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। যেসব প্রবাসী পাকিস্তানি চলমান সরকার আন্দোলন সমর্থন করেন, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন।
প্রেস টিভির প্রতিবেদন-নিষেধাজ্ঞার জের, রাশিয়ায় পাশ্চাত্যের ব্র্যান্ডের স্থান দখল করবে ইরানি পণ্য-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে মস্কোর ওপর কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো।
এদিকে, মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ফলে পাশ্চাত্যের কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ইরানের পোশাক শিল্প রাশিয়ার বাজার দখলের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী তিন বছরের মধ্যে রাশিয়ার বাজারে ইরানের তৈরি পোশাকের ব্র্যান্ডগুলো একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। রাশিয়ান কাউন্সিল অব শপিং সেন্টার্সের (আরসিএসসি) এক প্রস্তাবনা মতে- ইরানের যেসব কোম্পানি চামড়ার পোশাক, জুতা ও ব্যাগ তৈরি করে তাদেরকে পশ্চিমা কোম্পানিগুলোর জায়গায় পণ্য বিক্রির সুযোগ দেওয়া হবে।
আল-আকসায় ইসরাইলি অভিযানের তীব্র নিন্দা ইরানের, আরব দেশগুলোকে দোষারোপ-মানবজমিন
পশ্চিম তীরের আল-আকসা মসজিদ এলাকায় ইসরাইলি পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইসরাইলের এমন পদক্ষেপের পেছনে আরব দেশগুলোর বিশ্বাসঘাতকতা রয়েছে বলেও দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু আরব ও মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি যে বিশ্বাসঘাতকতা দেখিয়েছে তার কারণেই ইসরাইল মুসলমানদের বিরুদ্ধে এমন আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখাতে পেরেছে। পার্সটুডের খবরে জানানো হয়েছে, অখণ্ড ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইরানের পূর্ণ সমর্থন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।এর আগে শুক্রবার সকালে আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘাত হয় ফিলিস্তিনিদের। ইসরাইলের দাবি, মসজিদের মধ্যে সহিংসতার পূর্ব প্রস্তুতি হিসেবে পাথর জমা করেছিল কিছু ফিলিস্তিনি। সেই পাথর সরাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। তবে এটি করতে গিয়েই ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে পড়েন তারা। দ্রুতই সংঘাত গুরুতর রূপ ধারণ করে।#
নোংরা ও কুৎসার রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ! দিদিকে জয় উৎসর্গ বাবুলের-আনন্দবাজার
ভোট পড়েছে ৪০ শতাংশের সামান্য বেশি। জয়ের ব্যবধান প্রায় কুড়ি হাজার। আপাতত এই পুঁজি নিয়েই সুব্রতের বালিগঞ্জে নতুন বিধায়ক হয়ে গেলেন আসানসোল ও বিজেপি ছেড়ে বালিগঞ্জে ঘাসফুলের প্রার্থী হওয়া বাবুল সুপ্রিয়। ভোটে জিতে বাবুল বললেন, ‘‘এই জয় দিদিকে উৎসর্গ করছি। সিপিএম, বিজেপি যে ভাবে নোংরা ও কুৎসা মিশ্রিত প্রচার করে একটা মিথ্যাচারের আবহ তৈরি করতে চেয়েছিল, মানুষ তার সমুচিত জবাব দিয়েছে। মা-মাটি-মানুষকে প্রণাম জানাই।’’বালিগঞ্জে বাবুলই ‘সিকন্দর’ বটে। কিন্তু উপনির্বাচনের ফলপ্রকাশের পর ভেসে উঠেছে একাধিক প্রশ্ন। যেমন, বালিগঞ্জের দু’টি ওয়ার্ডে হেরেছেন বাবুল। একুশের নীলবাড়ির লড়াইয়ে যে সিপিএম সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল, সেখানে ফের লাল নিশানের উকিঝুঁকি টের পাওয়া যাচ্ছে। কিন্তু বাবুল সে সবে পরোয়ায় নারাজ। তিনি বলেন, ‘‘সিপিএম ও বিজেপি যে ভাবে নোংরা ও কুৎসার প্রচার চালিয়ে এলাকায় একটা মিথ্যাচারের আবহ তৈরি করতে চেয়েছিল, মানুষ তার জবাব দিয়েছেন। দিদি, অভিষেক’ভাই, সব দিক থেকে আমাকে সমস্ত রকম সাহায্য করেছেন। নিম্নমানের রাজনীতির বিরুদ্ধে আজকের মানুষের রায় দেখে আশা করি বিরোধীরা শিক্ষা নেবে।’’
দলের চাপে আফরোজের ‘ইউ টার্ন’! নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্যবাসীর কাছে -আজকাল
মমতা ব্যানার্জির ব্যাপারে উল্টোপাল্টা কথা বললে রাস্তায় নামব আর ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব'- এমন মন্তব্য করে শুক্রবার বিতর্কে জড়িয়েছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলা-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আফরোজ সরকার।
গতকালও তিনি নিজের বক্তব্যের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ 'ইউ টার্ন’ নিতে বাধ্য হলেন তিনি। স্পষ্টতই, দলের শীর্ষ নেতৃত্ব এই ধরনের মন্তব্য অনুমোদন না করায় নিঃশর্তভাবে রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়েছেন আফরোজ সরকার। প্রসঙ্গত,রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্প্রতি ঘটে যাওয়া কিছু খুন, সন্ত্রাস ও ধর্ষণের ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক মিছিল ও পথসভা করে শাসক দলকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিঁধতে ছাড়ছে না।সম্প্রতি বামফ্রন্টের কর্মীরা ভগবানগোলা-১ ব্লকে রাজ্য সরকারকে আক্রমণ করে একটি মিছিল করার পর নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি ভগবানগোলা-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। নিজেই একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে হুঙ্কার ছেড়েছেন, ‘ধর্ষণের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জির নামে মিথ্যে অভিযোগ করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব।’
সোনিয়া-রাহুল-সহ শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের, বাড়ছে যোগদানের সম্ভাবনা-সংবাদ প্রতিদিন
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে দেখা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী-সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও। গুজরাট বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে পিকে-সোনিয়ার বৈঠকে একাধিক সম্ভাবনা উজ্বল হচ্ছে। ক্রমশ বাড়ছে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের সম্ভাবনাও।
সূত্রের দাবি, শনিবার ১০ জনপথে সোনিয়ার বাসভবনে গিয়েই তাঁর সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। শুধু সোনিয়া নন, কংগ্রেসের প্রথম সারির একগুচ্ছ নেতা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং, মল্লিকার্জুন খাড়গে, অজয় মাকেন, কে সি বেণুগোপালরাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। বস্তুত এর আগে বেশ কয়েকবার গান্ধী পরিবারের (Gandhi Family) সদস্যদের সঙ্গে বৈঠক করলেও কংগ্রেসের অন্য নেতাদের সঙ্গে এই প্রথম আলোচনায় বসলেন পিকে। সেটাই তাঁর কংগ্রেস যোগের জল্পনা আরও বাড়াচ্ছে। সূত্রের দাবি, প্রথম সারির এই নেতাদের সামনে কংগ্রেসকে নিয়ে নিজের ‘ভিশন’ তুলে ধরছেন পিকে। তারপরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের বৃহত্তম বিরোধী দল।
পার্সটুডে/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।