মে ১৮, ২০২২ ১৬:১১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • সম্রাটের জামিন বাতিল হাইকোর্টের-প্রথম আলো
  • মারিউপোলে আত্মসমর্পণ করা সেনাদের গুলি করে হত্যার দাবি রুশ সাংসদের-মানবজমিন
  • বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ-যুগান্তর
  • ন্যাটোতে যোগদানের আবেদন ফিনিল্যান্ড, সুইডেনের: স্টলটেনবার্গ–ইত্তেফাক
  • শেখ হাসিনাকে সরিয়ে তারেককে চাই না : কাদের সিদ্দিকী-বাংলাদেশ এনটিভিবিডি অনলাইন
  • কক্সবাজারের পরিবেশ রক্ষা করে পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে হবে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ‘আমি নয় আমরা, কেউকেটা হলে ঘ্যাচাং ফু!’ মেদিনীপুরে হুঁশিয়ারি তৃণমূল নেত্রী মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

  • আত্মনির্ভর ভারত, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ করল নৌসেনা-সংবাদ প্রতিদিন

  • আজই সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ পার্থকে, না গেলে হেফাজতে নেওয়া যাবে, বলল হাইকোর্ট- আজকাল

সম্রাটের জামিন বাতিল হাইকোর্টের-প্রথম আলো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ সম্রাটের জামিন বাতিল করেন। একই সঙ্গে সম্রাটকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলায় সম্রাটের জামিন বাতিল চেয়ে গত সোমবার হাইকোর্টে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এই মামলায় ১১ মে জামিন পেয়েছিলেন সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই জামিন দিয়েছিলেন।

দুদকের করা এই মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার আগে সম্রাট তাঁর বিরুদ্ধে থাকা আরও তিনটি মামলায় জামিন পান। চার মামলার সব কটিতেই জামিন পাওয়ায় ১১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে কারামুক্তি পান সম্রাট। তিনি এখনো এই হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজারের পরিবেশ রক্ষা করে পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে হবে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক মানের বিমানবন্দর কক্সবাজারের সঙ্গে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। সেই সঙ্গে কক্সবাজারের পরিবেশ রক্ষা করে পর্যটনশিল্পের বিকাশ করতে হবে। দ্বীপাঞ্চলগুলোর পাশাপাশি জীববৈচিত্র্যও রক্ষা করতে হবে।

আজ বুধবার বেলা সোয়া ১১টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আইকনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আষাঢ় মাসে কক্সবাজার সমুদ্রসৈকতের উপকূলজুড়ে ঝাউগাছ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঝাউগাছ সমুদ্রসৈকতের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, পাশাপাশি ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় রক্ষাকবচের ভূমিকা পালন করবে।

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ-যুগান্তর

বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি টিম।

বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। এর বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম।

পাইকারি রেটে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম।

বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি রেটে ইউনিট প্রতি বিক্রি করছে ৫ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও ৩ টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবো। বিপরীতে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি।

ন্যাটোতে যোগদানের আবেদন ফিনিল্যান্ড, সুইডেনের: স্টলটেনবার্গ–ইত্তেফাক

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেন বিশ্বের বৃহত্তম সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

স্টলটেনবার্গ বলেন, আমি ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড ও সুইডেনের অনুরোধকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার। দুই নর্ডিক দেশের রাষ্ট্রদূতদের কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পর স্টলটেনবার্গ সাংবাদিকদের এ কথা বলেন।

আল জাজিরা জানায়, এই আবেদন এখন ন্যাটোর ৩০ সদস্য পর্যালোচনা করবে। এদের মধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তির বিষয়টি শুরু থেকেই বিরোধিরা করে আসছেন।

শেখ হাসিনাকে সরিয়ে তারেককে চাই না : কাদের সিদ্দিকী- এনটিভিবিডি অনলাইন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, অব্যবস্থাপনা ও কথা না রাখার জন্য আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ চাই। তবে শেখ হাসিনাকে সরিয়ে আমরা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে চাই না। আমরা এমন একটি সরকার চাই, যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী এবং ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ক্ষমতাসীনদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকলে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হোক। তবে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না- এটা কোনোভাবেই মানতে পারি না।

মারিউপোলে আত্মসমর্পণ করা সেনাদের গুলি করে হত্যার দাবি রুশ সাংসদের-মানবজমিন

ইউক্রেনের মারিউপোলে আত্মসমর্পণ করা সেনাদের গুলি করে হত্যার দাবি জানিয়েছেন রুশ পার্লামেন্টের সদস্য লিওনিদ স্লাতস্কি। মারিউপোল বহু আগে দখল করলেও আজভস্টাল ইস্পাত প্ল্যান্ট দখল নিতে পারছিল না রাশিয়া। সেখানে লুকিয়ে ছিল উগ্র জাতীয়তাবাদী আজভ মিলিশিয়ার সদস্যরা। তাদেরকে বহুবার নাৎসিপন্থী বলে ঘোষণা করেছে রাশিয়া। একইসঙ্গে ডনবাস অঞ্চলে এই আজভ মিলিশিয়ারা ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলেও অভিযোগ মস্কোর। তাই এই বাহিনীর সদস্যদের মুক্তি না দিয়ে হত্যার আহ্বান জানিয়েছেন রুশ সাংসদ। স্লাতস্কির ভাষায়, এই আজভ সেনারা মানবতার বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধ করেছে তারপরেও তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। 

ইউক্রেন বলছে, রুশ যুদ্ধ বন্দীদের বিনিময়ে তাদেরকে ইউক্রেনে ফিরিয়ে আনা হবে। ইউক্রেনের সংসদ সদস্য ওলেক্সি গনচারেঙ্কো বিবিসিকে বলেছেন, তার বিশ্বাস রাশিয়া তাদের সঙ্গে করা চুক্তির প্রতি সম্মান দেখাবে। ইউক্রেনের এই সংসদ সদস্য বলেন, আসল বিষয় হলো আমাদের নায়কদের (হিরো) জীবন রক্ষা করা। কারণ, তারা সমগ্র স্বাধীন বিশ্বের ‘প্রকৃত হিরো’।

‘আমি নয় আমরা, কেউকেটা হলে ঘ্যাচাং ফু!’ মেদিনীপুরে হুঁশিয়ারি তৃণমূল নেত্রী মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আগেও দলের নেতাদের সাবধান করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলাদলি না করে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে বলেছেন। বুধবার মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকে আবারও দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন দলনেত্রী। জানিয়ে দিলেন, ‘আমি’ ‘আমি’ করে দলে নেতৃত্ব দিলে চলবে না। কাজ করতে হবে মানুষের জন্য। এর অন্যথা হলে ওই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে এক বারও ভাববে না দল।বুধবার মেদিনীপুর কলেজ মাঠে পঞ্চায়েত বিকাশ ও পুরসভার উন্নয়নে গতি আনতে, বুথ স্তরের কর্মীদের নিয়ে তৃণমূলের মহা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বার বার জোর দেন নেতা ও কর্মীদের সম্পর্কের বিষয়ে। মমতা বলেন, ‘‘এখন থেকে আর ‘আমি’ ‘আমি’ করে দলে নেতৃত্ব চলবে না। আমি নয়, আমরা হয়ে চলতে হবে। দলে কেউ কেউকেটা নয়। ঘ্যাচাং ফু হবে। এক সেকেন্ডে কেটে দেব।’’ এর পর দলের একাংশকে তোপ দেগে দলনেত্রী বলেন, ‘‘অনেক হয়েছে, ঘরে বসে যান। নিয়ম মেনে চললে তৃণমূল করা যাবে।’’

আজই সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ পার্থকে, না গেলে হেফাজতে নেওয়া যাবে, বলল হাইকোর্ট- আজকাল

এসএসসি দুর্নীতি মামলায় আজই সিবিআই দপ্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বুধবার বিকেল ৪টেয় নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সঙ্গে উপদেষ্টা কমিটির ৫ জনকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আজ। সন্ধে ৬টার মধ্যে হাজিরা না দিলে সিবিআই পার্থ চ্যাটার্জিকে হেফাজতে নিতে পারে বলেই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

বিচারপতি আরও জানিয়েছেন, স্বচ্ছ সমাজ গঠনের লক্ষ্যে দুর্নীতিকে কখনই প্রশয় দেওয়া উচিত নয়। তাই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে পার্থ চ্যাটার্জিকে পদ থেকে সরানোর আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আশা করছেন, মন্ত্রী পদ থেকে পার্থ চ্যাটার্জি নিজেই সরে দাঁড়াবেন। 

উল্লেখ্য, এদিনই এসএসসি নিয়োগে দুর্নীতি মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারপরই পার্থ চ্যাটার্জিকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। 

আত্মনির্ভর ভারত, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ করল নৌসেনা-সংবাদ প্রতিদিন

প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। বুধবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। 

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এদিন ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। নৌসেনার একটি সি-কিং ৪২বি হেলিকপ্টার থেকে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্রটি। নৌসেনা ও ডিআরডিও-র যৌথ উদ্যোগে এই পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষায় বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে দেশের প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইলের উৎক্ষেপণ বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক।

পার্সটুডে/বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।