কথাবার্তা
'পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা হয়েছে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৪ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই থাকছে: ওবায়দুল কাদের-প্রথম আলো
- সম্রাটের জামিন বাতিল, ফের কারাগারে-মানবজমিন
- অধরা প্রশ্ন ফাঁসের গডফাদাররা-যুগান্তর
- বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে বিএনপি-ইত্তেফাক
- ডলারের বিপরীতে টাকা-কম ক্ষতিগ্রস্ত হিসেবে বিশ্বে বাংলাদেশের মুদ্রা দ্বিতীয়-কালের কণ্ঠ
- ইউক্রেনে আরও উন্নত অস্ত্র পাঠানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- কুতুব মিনারে পুজোর অনুমতি দেওয়া যায় না, দিল্লি আদালতে জানাল ASI-সংবাদ প্রতিদিন
- ভেড়ার গুঁতোয় মৃত্যু এক মহিলার, খুনের দায়ে ৩ বছর কারাদণ্ডের নির্দেশ আদালতের -আজকাল
- স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার, চাকরির দাবিতে বিক্ষোভকারী নার্সদের তুলে নিয়ে গেল পুলিশ- আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
‘কিছুটা স্মৃতিভ্রমের কারণে’ ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা এসেছে: সিইসি-প্রথম আলো
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভুলত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাকে উদ্ভট বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি দাবি করেন, সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না। তবে তাঁর সহকর্মী নির্বাচন কমিশনার আনিছুর রহমান ‘কিছুটা স্মৃতিভ্রমের কারণে’ এই বক্তব্য দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
গত শনিবার মাদারীপুরে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছেন। তাঁদেরও আমরা আমাদের মেশিন দেখাব। ইভিএম তাঁদের হাতে ছেড়ে দেব, দেখান কোথায় ভুল আছে? আর কোন মেশিন কোথায় যাচ্ছে, কেউ জানে না। ইভিএমের কোনো ভুলত্রুটি যদি কেউ ধরতে পারেন, তাঁর জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছেন। ’এই বক্তব্যের বিষয়ে আজ নিজের ও কমিশনের অবস্থান তুলে ধরেন সিইসি হাবিবুল আউয়াল। এ সময় তাঁর সঙ্গে আনিছুর রহমানসহ অন্য কমিশনারেরা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ইভিএম নিয়ে ইসি এখনো শতভাগ আস্থাভাজন হতে পারেনি। তারা কয়েকটি বৈঠক করেছে। আরও বৈঠক হবে, সেখানে পর্যালোচনা করা হবে। আগামীকালও কারিগরি দলের সঙ্গে বৈঠক হবে। ইসি ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চায়। তিনি বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছা তাঁদের নেই। দিনের ভোট দিনেই হবে।
সিইসি আরও বলেন, তাঁর বাসায় এখন টিভি নেই, টিভি দেখার সময়ও পান না। ইউটিউবে তিনি দেখতে পেয়েছেন, সেখানে বলা হচ্ছে সিইসি ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু গত ছয় মাসে তিনি ‘টেন মিলিয়ন ডলার’ এই তিনটি শব্দ উচ্চারণই করেননি।
পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই থাকছে: ওবায়দুল কাদের-প্রথম আলো
পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই থাকছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার গণভবনের সামনে সেতু উদ্বোধনের তারিখ জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সেতুর নাম পদ্মা নদীর নামেই থাকছে।’
ওবায়দুল কাদের বলেন, আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। সেতুর উদ্বোধনের দিনক্ষণ জানানোর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন। তিনি পদ্মা সেতুর উদ্বোধনের সামারি প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। এরপরই তিনি সেতু উদ্বোধনের সময় জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন। আরেকটি ছিল পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামের হবে। এটি কারও নামে করার দরকার নেই।
ঢাবির হলের ড্রেনে ফেলে পেটানো হলো ছাত্রদলের দুজনকে
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। হামলার পর শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। হামলা ও ধাওয়ার একপর্যায়ে শহীদুল্লাহ হলের ড্রেনে ফেলে ছাত্রদলের দুই নেতা–কর্মীকে পেটাতে দেখা গেছে। এমনকি হাসপাতালে নেওয়ার পথে আহত ওই দুজনের একজনকে রিকশা থেকে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে।
ঢাবিতে ছাত্রলীগের ছেলেরা তাণ্ডব শুরু করেছে: ফখরুল-প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেছেন,জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৪ মে) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন দলের স্থায়ী কমিটির এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্রাটের জামিন বাতিল, ফের কারাগারে-মানবজমিন
অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ মে) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা হয়েছে’-মানবজমিন
ইউক্রেনে অভিযান শুরুর কয়েক দিন পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়। তবে তিনি তাতে বেঁচে যান। এমনটাই দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান। ইউক্রেনীয় গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদাকে দেয়া এক সাক্ষাৎকারে কিরিলো বুদানভ বলেন, পুতিনকে হত্যায় চেষ্টা চালানো হয়েছে। গণমাধ্যমটির ইংরেজি সংস্করণে তার এই মন্তব্য প্রকাশিত হয়েছে। তবে এ চেষ্টার পেছনে ইউক্রেন ছিল না বলেও জানিয়েছেন বুদানভ। এ খবর দিয়েছে বিজনেস ইনসাইডার।
বুদানভের ভাষায়, পুতিনকে হত্যায় শুধু চেষ্টাই চলেনি, তাকে টার্গেট করে আক্রমণও হয়েছে। ককেশাস অঞ্চলে সক্রিয়রা এ তথ্য জানিয়েছেন। যদিও এটি কোনো প্রকাশ্য তথ্য নয়। তাকে হত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু চেষ্টা হয়েছে তা নিশ্চিত
এটি প্রায় ২ মাস আগের কথা। ককেশাস অঞ্চল বলতে মূলত পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া ও রাশিয়ার দক্ষিণাঞ্চলের কিছু অংশের সম্মিলিত ভূখ-কে বুঝানো হয়। ঠিক কারা এই আক্রমণ করেছে তা স্পষ্ট করেননি বুদানভ।
প্রাভদা জানিয়েছে, এটি একটি বড় সাক্ষাৎকারের ক্ষুদ্র অংশ। শিগগিরই পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করা হবে। যদিও বুদানভ প্রায়ই পুতিনের বিষয়ে বিভিন্ন গুজব নিয়ে কথা বলেন। সর্বশেষ দাবির পক্ষেও তিনি কোনো প্রমাণ দেননি। এক সপ্তাহ আগেই তিনি দাবি করেছিলেন, পুতিনের স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে এবং ক্রেমলিনে তার বিরুদ্ধে একটি অভ্যুত্থান হতে চলেছে। এক বছরের মধ্যেই রাশিয়ায় সরকার পরিবর্তন হবে বলেও জানিয়েছিলেন তিনি। পুতিনকে হত্যাচেষ্টা নিয়ে বুদানভের দাবিটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছেন ইউক্রেন সরকারের এক শীর্ষ কর্মকর্তা অ্যান্টন গেরেশচেঙ্কো।
বাংলাদেশ প্রতিদিনের খবর- ইউক্রেনে আরও উন্নত অস্ত্র পাঠানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। এদিকে,পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়া এখন চীনের সঙ্গে সম্পর্কে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডনবাসে রাশিয়ার সেনারা গণহত্যা সংঘটিত করেছে এবং তারা ওই অঞ্চলের জীবিত সবকিছুকেই ধ্বংস করার চেষ্টা করছে। জেলেনস্কির দাবি, ডনবাসে রাশিয়ার সেনারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা আর কেউ কখনো করতে পারেনি।
অধরা প্রশ্ন ফাঁসের গডফাদাররা-যুগান্তর
নিয়োগ পরীক্ষা ও মেডিকেল-বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায়ই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে অনেককেও গ্রেফতার করা হচ্ছে। রিমান্ডে কেউ কেউ নিজের দোষ স্বীকার করছে ও জবানবন্দিও দিচ্ছে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস বন্ধ হচ্ছে না। কারণ নেপথ্য নায়ক বা গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। আড়াল থেকে তারা গ্রেফতার ব্যক্তিদের জামিনের ব্যবস্থা করছেন। জামিনের পর নতুন উদ্যমে আবারও তাদের সংগঠিত করা হচ্ছে। সম্প্রতি প্রশ্ন ফাঁসের একাধিক ঘটনায় নেপথ্য নায়ক হিসাবে শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টন, বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধর এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আলমাস আলীসহ কয়েকজনের নাম এসেছে। কিন্তু তাদের গ্রেফতার করা হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, তিন মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রথমত ছাপাখানা বা প্রেস থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। ছাপার সময় সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীরা প্রশ্ন চুরি করে। এরপর অর্থের বিনিময়ে তা বাইরে বিক্রি করে দেওয়া হয়। দ্বিতীয়ত বিতরণের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা প্রশ্ন ফাঁস করে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার, চাকরির দাবিতে বিক্ষোভকারী নার্সদের তুলে নিয়ে গেল পুলিশ -আজকাল, সংবাদ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকের খবর, সোমবারের পর মঙ্গলবারও মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সরা। পুলিশের সঙ্গে তাঁদের গণ্ডগোল বাধে।
নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে নার্সদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাঁদের। এক সময় বিক্ষোভকারীরা স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকে পড়েন। বিশাল পুলিশ বাহিনী তাঁদের বের করে নিয়ে আসে। পরিস্থিতি লাগালের বাইরে গেলে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় এক নার্স অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, চিকিৎসার জন্য তাঁকে স্বাস্থ্য ভবনের ভিতরে নিয়ে যাওয়া হয়।
সোমবারের পর মঙ্গলবারেও একই দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান নার্সরা। বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে তাঁদের। রাজ্যে প্রায় তিন হাজার নার্স নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে স্বাস্থ্য ভবন। কিন্তু সেই তালিকায় অনেক গরমিল রয়েছে বলেই বিক্ষোভরত নার্সদের দাবি।
কুতুব মিনারে পুজোর অনুমতি দেওয়া যায় না, দিল্লি আদালতে জানাল ASI-সংবাদ প্রতিদিন
হিন্দু এবং জৈন মন্দির ধ্বংস করে বানানো হয়েছিল কুতুব মিনার, সে সব আবার ফিরিয়ে আনা হোক এই দাবিতে মামলা চলছে দিল্লির সাকেত আদালতে। কুতুব মিনার চত্বরে দেবদেবীদের পুজো করতে দেওয়া হোক, আবেদন ছিল এমনও। এদিন মামলার শুনানিতে বিচারক সাফ জানিয়ে দিলেন, কোনও পুজো ছাড়াই ৮০০ বছর ধরে টিকে আছে দেবতারা, ওইভাবেই চলতে থাকুক।
সাফ জানিয়ে দেওয়া হল, “সংরক্ষিত স্মৃতিস্তম্ভে পুজোপাঠ শুরুর অনুমতি দেওয়া যায় না। কারণ যবে থেকে এই স্মৃতিস্তম্ভটি সংরক্ষিত হচ্ছে, সেখানে পুজোপাঠ হত না। ফলে কোনও সংরক্ষিত এলাকার গঠন বদলানো সম্ভব নয়।”
চব্বিশের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন সোনিয়ার, ‘সারপ্রাইজ এন্ট্রি’ পিকের প্রাক্তন সহযোগীর-সংবাদ প্রতিদিন
উদয়পুরের চিন্তন শিবির একেবারে নিস্ফলা নয়, প্রমাণ করতে সক্রিয় হয়ে উঠলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। ২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তিনটি বিশেষ কমিটি গড়ে দিলেন কংগ্রেস সভানেত্রী। উদয়পুরের ‘চিন্তন শিবিরে’ নেওয়া সিদ্ধান্তগুলি কার্যকর করার জন্য তৈরি হয়েছে একটি পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এবং ২০২৪ লোকসভা ভোটে দলের কার্যপদ্ধতি ঠিক করতে তৈরি হয়েছে ‘টাস্ক ফোর্স ২০২৪’ (Congress Task Force 2024)। দু’টি কমিটিই কাজ করবে সোনিয়ার অধীনেই। এছাড়া আরেকটি কমিটি গড়া হয়েছে কংগ্রেসের ঘোষণা করা ‘ভারত জোড়ো’ কর্মসূচি সফল করার জন্যও।
কংগ্রেসের (Congress) পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়্গে, গুলাম নবি আজাদ, অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং, আনন্দ শর্মা, কে সি বেণুগোপাল, জিতেন্দ্র সিং। তাৎপর্যপূর্ণভাবে সোনিয়ার গড়ে দেওয়া এই কমিটিতে জায়গা পেয়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধ শিবিরের দুই প্রধান মুখ গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা (Anand Sharma)। আবার একই সঙ্গে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ একাধিক নেতা রয়েছেন এই কমিটিতে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪