প্রিয়জন: 'রেডিও তেহরান জগতকে শাশ্বত সত্যের সন্ধান দিচ্ছে'
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেছেন, 'তুমি যা জানো না তা জানার চেয়েও বেশি দরকার হলো যা জানো তার ওপর আমল করা।'
আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা যা জানি তা মানার চেষ্টা করব- এ প্রত্যাশা রেখে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি।
বাংলাদেশের গোপালগঞ্জের জলিরপাড় থেকে বিধান চন্দ্র টিকাদার পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি।
তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতাদের কাছে খুবই নন্দিত হয়ে উঠেছে। দেশের প্রায় সমগ্র গ্রামে 'বাংলাদেশ বেতার ঢাকা'র শ্রোতা রয়েছে। এসব শ্রোতার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। তাদের মধ্যে বেশিরভাগ শ্রোতাই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন। এটি রেডিও তেহরানের জন্যই শুধু নয়, আমাদের কাছেও খুব আনন্দের খবর।"
এর পর এ শ্রোতাবন্ধু খানিকটা অভিযোগের সুরে লিখেছেন, "নিয়মিত প্রতি সপ্তাহে রেডিও তেহরান শুনে মতামত জানিয়ে মেইল করি কিন্তু আমার মেইল নিয়মিত পড়া হয় না। কিন্তু কয়েকজন শ্রোতার মেইল প্রতি সপ্তাহে পড়া হচ্ছে। সকল শ্রোতাকে সমভাবে মূল্যায়ন করার অনুরোধ রাখছি।"
নাসির মাহমুদ: বাংলাদেশ বেতারের শ্রোতারা রেডিও তেহরান শুনছেন জেনে ভালো লাগছে। আর বিধান দা- আপনার অভিযোগের জবাবে বলছি, আপনিসহ সকল শ্রোতার চিঠি আমরা সমান গুরুত্ব দিয়ে প্রচার করে থাকি। চিঠিতে গুরুত্বপূর্ণ কিছু না থাকলে অবশ্যই তার প্রাপ্তিস্বীকার করা হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, চলতি ফার্সি বছরের প্রথম প্রিয়জনে আপনার সাক্ষাৎকার প্রচার হয়েছে। এর পর আজ নিয়ে প্রিয়জনের চারটি পর্বেই আপনার অথবা স্ত্রীর চিঠির জবাব দেওয়া হয়েছে।
আশরাফুর রহমান: এখানে শ্রোতাবন্ধুদেরকে একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া জরুরি মনে করছি। আর তা হলো- প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে অসংখ্য চিঠি আসে। কিন্তু প্রিয়জনে স্থান পায় ১০/১২ টির মতো চিঠি। সে কারণে চিঠির জবাব পেতে খানিকটা দেরি হয়। আশা করি শ্রোতাবন্ধুরা বরাবরের মতোই ধৈর্য ধরে অপেক্ষা করবেন উত্তরের জন্য।
আকতার জাহান: আসরের পরের মেইলটি এসেছে ভারত থেকে। আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে এটি পাঠিয়েছেন আব্দুস সালাম সিদ্দিক।
তিনি লিখেছেন, "ইরানের ফার্সি নওরোজের প্রথম মাস ফারভারদিনের প্রথম চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠানটি বিগত বছরের তুলনায় ভিন্ন আঙ্গিকে সাজানো ও পরিবেশিত হয়েছে। নতুন বছরেই প্রিয়জন আসরে একটি নতুনত্ব ও বৈচিত্র্য লক্ষ্য করলাম। এটি একটি অনুষ্ঠানের জন্য শুভ লক্ষণ। অনুষ্ঠানটি ভিন্ন স্বাদের ১০টি চিঠি, ফার্সি নওরোজের ১৪টি শুভেচ্ছাবার্তা, শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদারের সাক্ষাৎকার ও কয়েকজন শিল্পীর সমবেত সঙ্গীত দিয়ে সাজানো হয়েছিল। অনুষ্ঠান নির্মাণকৌশল ও উপস্থাপনাও ছিল চমৎকার। ওইদিনের প্রিয়জন অনুষ্ঠানটি শুনে আমার মতো অনেক শ্রোতাই মুগ্ধতায় আচ্ছন্ন হয়েছেন- একথা আমি দৃঢ়ভাবে বলতে পারি।"
নাসির মাহমুদ: চলতি ফার্সি বছরের প্রথম প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগল। চিঠি ও মতামতের জন্য আব্দুস সালাম সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।
রেডিও তেহরানের বাংলা বিভাগের ধারাবাহিক পরিবেশনা আসমাউল হুসনা সম্পর্কে অভিমত জানাতে গিয়ে তিনি লিখেছেন, "আসমাউল হুসনা যেন কোনো বেতার অনুষ্ঠান নয়, বরং আল্লাহকে পাওয়ার, সওয়াব অর্জন করার, নিজের চিন্তা-চেতনাকে সঠিক পথে চালিত করার দিকনির্দেশনা এটি। মহান আল্লাহর সুন্দর ও গুণবাচক নামগুলো নিয়ে কোন অনুষ্ঠানের কথা বিশ্বের আর কোন বেতার কেন্দ্রই ভাবেনি। মহান আল্লাহর নাম ও মাহাত্ম্য নিয়ে আলোচনার কথা কোন ইসলামিক স্কলারও কখনো ভাবেনি। অথচ ইসলামের এ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করছে রেডিও তেহরান। আর সে কারণেই রেডিও তেহরান বাংলা ভাষা-ভাষী মানুষের হৃদয় জয় করে নিতে সক্ষম হয়েছে।"
আশরাফুর রহমান: মহান আল্লাহর গুণবাচক নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত ধারাবাহিক আলোচনা 'আসমাউল হুসনা' সম্পর্কে মূল্যায়ন জেনে ভালো লাগল। চমৎকার মতামতের জন্য শাহাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে। আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল।
'রেডিও তেহরান জগতকে শাশ্বত সত্যের সন্ধান দিচ্ছে' মন্তব্য করে তিনি লিখেছেন, "রেডিও তেহরান থেকে জেনেছি ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম ধর্মের মূল কথা হলো প্রীতি। মানুষের প্রতি, প্রতিবেশীদের প্রতি- প্রীতি ও প্রেম, লোভহীনতা, সংযম, স্বার্থত্যাগ প্রভৃতি ইসলাম ধর্মের শিক্ষা। রেডিও তেহরান যে সত্যের উপর দাঁড়িয়ে- সেই সত্য হলো প্রেম এবং ভালোবাসা বিতরণ এবং হিংসা-বিদ্বেষ বিভেদ ভুলে সৌভ্রাতৃত্ব ও মিলনের মেলবন্ধন গড়ে তোলা।"
আকতার জাহান: শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যাল, ইসলাম ও রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়ন করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষে পাঠানো একটি অডিও ফাইল বাজিয়ে শোনাব। এটি পাঠিয়েছেন বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ীর রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন।

(ছবি ও সাক্ষাৎকারের অডিও)
নাসির মাহমুদ: রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বেতারকে মূল্যায়ন করে ভয়েজ মেইল পাঠানোয় শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ- 'মজলুম জনগোষ্ঠীর পাশে ইসলামি প্রজাতন্ত্র ইরান' শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রাজশাহী জেলায় বোয়ালিয়া থানার ঘোড়ামারার প্রতিযোগী মোঃ মোস্তাফিজুর রহমান। প্রিয়জনের আজকের আসরে তার লেখার কিছু অংশ তুলে ধরছি। তিনি লিখেছেন-
আশরাফুর রহমান: "ইরানে ইসলামি বিপ্লবের পর সাম্রাজ্যবাদী শক্তির নিষ্পেষণ থেকে নিপীড়িত ইরানি জাতিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি প্রদানের পাশাপাশি বিশ্বব্যাপী মজলুম জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিশ্বের যে প্রান্তেই সাধারণ মানুষ নির্যাতনের স্বীকার হয়েছে, সেখানেই ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পক্ষাবলম্বন করেছে। সাম্প্রতিক সময়ে ইরাক-সিরিয়ায় চলমান মানবতার সংকটে, আফগানিস্তান ও লেবাননে জরুরি সহায়তা প্রদানে, আফ্রিকার বিভিন্ন দেশ, ইয়েমেন ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টায় কিংবা কয়েক দশক থেকে চলমান ফিলিস্তিনের সমস্যা নিয়েও সদা সরব ভূমিকা পালন করে আসছে ইরান। মজলুম জনগোষ্ঠীকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করছে তারা। এভাবে ক্রমাগত মজলুম জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম মানবিক রাষ্ট্রে পরিণত হয়েছে ইরান।"
আকতার জাহান: মোস্তাফিজুর রহমান ভাইয়ের তথ্যবহুল প্রবন্ধের কিছু অংশ শুনলাম। চমৎকার লেখাটির জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ।
তেহরানের ঠিকানায় ডাকযোগে আসা একটি চিঠি আমার হাতে রয়েছে। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে এটি পাঠিয়েছেন আনন্দ মোহন বাইন।
প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, "রেডিও তেহরানের চিঠিপত্রের আসর প্রিয়জন সবাই পছন্দ করেন। প্রত্যেক আসরের শুরুতে মূল্যবান বাণী পাঠের বিষয়টি খুব ভালো লাগে। কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবর জানতে পারি। এই অনুষ্ঠানে ইরানের পত্রপত্রিকায় বাংলাদেশ ও ভারতের কোনো সংবাদ থাকলে তা যোগ করার অনুরোধ করছি।"
নাসির মাহমুদ: প্রিয়জন ও কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার অনুরোধের বিষয়টি আমাদের বিবেচনায় থাকল।
আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার সান্তাহার থানার সোর্স অফ নলেজ ক্লাব থেকে আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম।
তিনি লিখেছেন, "রেডিও তেহরান আছে বলেই আমরা শ্রোতারা সত্য, টাটকা ও নিরপেক্ষ খবর জানতে পারছি। বেতার যে এখনও গণমানুষের বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম- তা মর্মে মর্মে আমরা আজও উপলব্ধি করতে পারি- রেডিও তেহরানের সুন্দর ও নিটোল অনুষ্ঠানগুলোর মাঝে। প্রিয়জন অনুষ্ঠানে আপনারা প্রতি অনুষ্ঠানেই বেশ কয়েকজন শ্রোতা বন্ধুর চিঠির জবাব দিয়ে থাকেন। এতে আমরা সহজেই বুঝতে পারি- আপনারা শ্রোতাবন্ধুদের কতটা আপন ভাবেন, কতটা মূল্যায়ন করেন, কতটা গুরুত্ব দেন। এটা উদার মানসিকতার ব্যাপারও বটে। আর তাই বলি, আপনারা বার বার শ্রোতা বন্ধুদের প্রশংসা কুড়াচ্ছেন, আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।"
আশরাফুর রহমান: শ্রোতাদের প্রশংসা, সমালোচনা ও পরামর্শ আমরা সবসময় প্রত্যাশা করি। আমাদের শ্রোতাবন্ধুরাও তা উজাড় করেই দিয়ে যাচ্ছেন। তো চমৎকার চিঠিটির জন্য খোন্দকার রফিকুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে। আর পাঠিয়েছেন মনীষা রায়।
তিনি লিখেছেন, "ইরানের প্রকৃতি দিবস উপলক্ষে শ্রদ্ধেয় গাজী আব্দুর রশীদ এবং রেজওয়ান হোসেনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী লেগেছে। অনুষ্ঠানটি থেকে প্রকৃতির প্রতি ইরানের মানুষের ভালোলাগা ও ভালোবাসার নিবিড় বন্ধুত্ব বা সখ্যতাসহ অনেক অজানা তথ্য পেয়ে ভালো লেগেছে। আর ইরানের সংস্কৃতি বিষয়ে আমার কিছুটা কৌতুহল নিবৃত্তি হয়েছে। সুন্দর এবং মনোমুগ্ধকর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমার পক্ষ থেকেও জানাই সবুজ এবং সতেজ একরাশ শুভেচ্ছা ও শুভ কামনা।"
আকতার জাহান: ইরানের প্রকৃতি দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লিখায় মনীষা রায় আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার ইমেইলের প্রাপ্তিস্বীকার করছি।
- বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
- আতাউর রহমান রঞ্জু রংপুরের পীরগাছা থেকে
- চাঁদপুরের মতলব উত্তর থানার কালীপুর বাজার থেকে রোজিনা আক্তার রোজি
- বগুড়ার শিবগঞ্জ থানার আটমূল থেকে এম শামসুল ইসলাম
- সৌদি আরবের তাবুক থেকে জাফুরুল ইসলাম জাফর
- এবং দেশমাতৃকা প্রসাদ রায় ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থেকে
নাসির মাহমুদ: ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে রয়েছে একটি গান। 'আাল্লাহু আল্লাহু' শিরোনামের গানটিতে নতুন করে সুরের সঞ্চার করেছেন জনপ্রিয় সংগীত তারকা আরফিন রুমি।
আশরাফুর রহমান: আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/মো.আবুসাঈদ/২৯