প্রিয়জন: 'রেডিও তেহরান সগৌরবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে'
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী ইবনে মূসা রেজা (আ.) বলেছেন, "শ্রেষ্ঠতম সম্মানিত স্বভাব হলো সৎকাজ করা, অসহায়কে সাহায্য করা এবং আশাবাদীর আশা পূরণ করা।"
আকতার জাহান: আমরা সবাই এই তিনটি স্বভাব অর্জন করার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সের দিকে। আসরের প্রথম মেইলটি পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সভাপতি যুবরাজ চৌধুরী। তিনি বেশ বড়সড় একটি লেখা পাঠিয়েছেন। আমি তার লেখার চুম্বক অংশ পড়ে শোনাচ্ছি। যুবরাজ ভাই লিখেছেন, "বর্তমানে যখন একটার পর একটা আন্তর্জাতিক বেতার বন্ধ হয়ে যাচ্ছে, তখন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আমাদের প্রাণ-প্রিয় রেডিও তেহরান। গণমাধ্যম হিসেবে নিজের স্বকীয়তা বজায় রেখে এগিয়ে চলছে শুভ সুন্দর আগামীর পথে। আজ রেডিও তেহরান সগৌরবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে; সেই সঙ্গে আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে রেডিও তেহরান।"
নাসির মাহমুদ: রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ায় এবং এই বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধিতে আন্তরিক ভূমিকা রাখার জন্য যুবরাজ চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আসরের পরের মেইলটি এসেছে কুয়েত সিটি থেকে। আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা শাহজালাল হাজারী।
তিনি লিখেছেন, বিশেষ দিবস উপলক্ষ্যে রেডিও তেহরান ইসলামী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে ইসলামের চির সত্য সুন্দর বাণী পৌঁছে দিচ্ছে পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগরের তীর পর্যন্ত। রেডিও তেহরানের দাওয়াতের এই মিশন আর ভিশনে প্রতিটি শ্রোতা পরিবারে জান্নাতি পরিবেশ সৃষ্টি হোক- এই প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আশরাফুর রহমান: চমৎকার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহজালাল হাজারী ভাই। চিঠি লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ- 'মজলুম জনগোষ্ঠীর পাশে ইসলামি প্রজাতন্ত্র ইরান' শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর বন্ধু মাহমুদুল হাসান। প্রিয়জনের আজকের আসরে তার লেখার কিছু অংশ তুলে ধরছি। তিনি লিখেছেন-
"ইসলাম সর্বদা ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ইসলামে অন্যতম ইবাদাত। ইরান ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার পর হতেই এ দৃষ্টিকোণ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের বিপদে-আপদে সহায়তা করে আসছে।" এক্ষেত্রে তিনি আফগানিস্তান, লেবানন ও কাতারে ইরানের মানবিক সহায়তা প্রদান এবং ফিলিস্তিনে খাদ্য, চিকিৎসা-সামগ্রী, অস্ত্র, সামরিকপ্রযুক্তি ও অর্থ সহায়তার কথা উল্লেখ করেন।
আকতার জাহান: মাহমুদুল হাসান ভাইকে অভিনন্দন আইআরআইবি ফ্যান ক্লাবের প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার জন্য।
ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "বিশ্বের সকল গণমাধ্যম বড়দের পাশাপাশি ছোটদেরকেও বিনোদন দেবার চেষ্টা করে থাকে। সেই ধারাবাহিকতায় রেডিও তেহরান শিশু থেকে সর্বস্তরের মানুষকে মনোরঞ্জন ও বিনোদনের জন্য প্রচার করছে 'রংধনু আসর' অনুষ্ঠানটি। এতে যে শুধু ছোটরাই মনোরঞ্জনের খোরাক পাচ্ছে- তা নয়; বড়রাও পাচ্ছে বিমল আনন্দ, উপদেশ এবং শিক্ষা। পাচ্ছে নীতি-নৈতিকতার পাঠ যা জীবনের পথ চলায় সহায়তা করছে। প্রতি সপ্তাহে গল্প, কাহিনী, মহৎ লোকের জীবন আদর্শ, কোরআন-হাদিসের আলোকে আলোকিত জীবন গড়ার মহড়া চালানো হচ্ছে যা সুস্থ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।"
নাসির মাহমুদ: আসরের পরের মেইলটিও রংধনু আসর সম্পর্কে কিশোরঞ্জের খড়ম পট্টি থেকে এটি পাঠিয়েছেন শরিফা আক্তার পান্না। তিনি লিখেছেন, "৩১ মার্চ রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে রংধনু আসর। এতে আজ প্রখ্যাত ইরানি কবি জালাল উদ্দিন মোহাম্মদ রুমী’র মসনবি থেকে একটি গল্প প্রচারিত হয়। খুব ভালো লেগেছে গল্পটি। চমৎকার অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।"
আশরাফুর রহমান: রংধনু আসর সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানানোয় আব্দুস সালাম সিদ্দিক ও শরীফা আক্তার পান্না আপনাদের দুজনকেই ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষে পাঠানো একটি অডিও ফাইল বাজিয়ে শোনাব। এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শ্রোতা এস এম নাজিম উদ্দিন।

আকতার জাহান: রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বেতারকে মূল্যায়ন করে ভয়েজ মেইল পাঠানোয় নাজিমউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে। আর লিখেছেন মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত ‘আত্মশুদ্ধির মহোৎসব’ অনুষ্ঠানটির প্রশংসা করে তিনি লিখেছেন, "আমরা জানি 'রোজা' শব্দটি ফার্সি 'রুজে' শব্দ থেকে এসেছে। আরবিতে 'সাওম' অর্থ সংযম। রোজা শব্দটি ফার্সি শব্দ হলেও বাংলা ভাষার সাথে মিশে বাংলাদেশেসহ বিশ্বের বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছেই 'রোজা' নামেই সমধিক পরিচিত। আমার জানতে ইচ্ছে করছে- ইরানিরা রোজাকে কি নামে ডাকে?"
নাসির মাহমুদ: ভাই আব্দুল হাকিম মিঞা, ইরানে রোজাকে রুজে উচ্চারণেই ডাকে। এটি ব্যাকরণগত ব্যাপার। আর রমজানকে ফার্সিতে বলে রামাজন। তো, চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রমজান উপলক্ষে প্রচারিত ধারাবাহিক অনুষ্ঠানের প্রশংসা করে আরও অনেকেই চিঠি লিখেছেন। তাদের কয়েকজন হলেন-
- কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন
- বিধান চন্দ্র টিকাদার গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে
- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল
- এবং জয়ন্ত চক্রবর্তী নয়াদিল্লি থেকে
আশরাফুর রহমান: কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাদির চর থেকে মোঃ সাগর মিয়া পাঠিয়েছেন এই মেইলটি।
তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন ভক্ত শ্রোতা। সবসময় চিঠি না লিখলেও নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকি। আজ মতামত দিচ্ছি স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি সম্পর্কে। স্বাস্থ্যকথা অনুষ্ঠানটির মাধ্যমে রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। গত ৩০ মার্চ স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি পরিবেশনা করেন গাজী আবদুর রশিদ ভাই আর অতিথি হিসেবে ছিলেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার এম মইনুল হাফিজ। অনুষ্ঠানে গলা ও মুখের ক্যান্সারের লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় যা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি।
সবশেষে এ শ্রোতাবন্ধু নিয়মিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি শুনতে শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আকতার জাহান: স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোয় সাগর ভাই আপানকে অনেক অনেক ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, "রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ প্রলম্বিত হবার কারণে সমগ্র বিশ্ব এক হুমকির সম্মুখীন। বিশেষ করে খাদ্য সংকট প্রবল আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই গত চার বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮ কোটি থেকে বেড়ে ২৭ কোটি ৭৬ লাখে দাঁড়িয়েছে। নানা স্থানে যুদ্ধ সংঘাত, জলবায়ুর পরিবর্তন এবং করোনা মহামারী ইত্যাদি নানা কারণে এমনিতেই একটি ভয়ঙ্কর দুর্যোগ তৈরি হয়েছে। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমস্যার মাত্রাকে বাড়িয়ে তুলেছে।"
নাসির মাহমুদ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট বৃদ্ধি সম্পর্কে মতামতটির জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের আসরের শেষ মেইলটি এসেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বন্ধন অ্যান্ড লাকী শ্রোতা সংঘ থেকে আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি নজরুল ইসলাম।
তিনি লিখেছেন, "গত ২৪ মার্চ তারিখের রংধনু অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে। মনের গহীনে ওটা প্রবেশ করে মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে নওরোজের শুভেচ্ছা বার্তাও চমৎকার ছিল। জানতে পারলাম বসন্ত ও নওরোজ উৎসব একই সাথে পালিত হয়। বিশেষ করে ফার্সি গানটি আমার হৃদয় ও মনকে দারুণভাবে নাড়া দিয়েছে। প্রথমে বাজনা আর গানের ভাব ভঙ্গি দেখে মনে হলো এটা বাংলা গান কিন্তু পরে মনে হল বাংলার মতই ফার্সি গান। গানটির বাংলায় অনুবাদ শুনে সত্যি সত্যিই আবেগাপ্লুত হয়েছি। ব্যবসায়ী ও গাধার গল্পসহ লোভী ইদুরের গল্পটি চমৎকার ও প্রাণবন্ত ছিল। সবশেষে শিশুশিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গানটি অনুষ্ঠানকে আরো পরিপূর্ণতায় ভরিয়ে দিয়েছে।"
আশরাফুর রহমান: রংধনু আসর সম্পর্কে চমৎকার মতামতের জন্য নজরুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে যারা ইমেইল করেছেন তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।
- ঢাকার এলিফ্যান্ট রোড থেকে কার্নিজ ফাতেমা ছানু ও নুসরাত নুসিন নেলী
- নারায়ণগঞ্জের আলী সাহারদি থেকে সেলিনা আক্তার, বিশাখা আক্তার, উপমা খাতুন, ইসরাত জাহান ঐশী ও অমণি আহমেদ
- চাঁদপুরের কালীপুর বাজার থেকে ওয়াসিফ আহমেদ
- মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে উর্বি ইসলাম, জুলি শার্মীলি ও অধরা অথৈ
- এবং গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরী থেকে আমিয়া খন্দকার ও পায়েল আহমেদ পিলু
আকতার জাহান: ঈদের শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে প্রিয়জন অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে রয়েছে একটি গান। 'আরোগ্য শিল্পী' শিরোনামের গানটি লিখেছেন ডা. মুহিব্বুর রহমান রাফে, সুর করেছেন আকবর হোসাইন ইন্না আর গেয়েছেন সাব্বির জামান।
নাসির মাহমুদ: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
পার্সটুডে/আশরাফুর রহমান/মো.আবুসাঈদ/০৬