একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৫ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকা:
নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক বেশ ভালো: প্রধান বিচারপতি–ইত্তেফাক
নাটোরে খ্রিষ্টান মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা-প্রথম আলো
খালেদা কোনো সিম নিবন্ধন করেননি: তারানা- সমকাল
উত্তরার বাসা থেকে সেনা কর্মকর্তার মায়ের গলাকাটা লাশ উদ্ধার- মানবজমিন
শেষ ধাপেও সংঘাত সহিংসতা: ছয় ধাপে গেল ১৩২ প্রাণ-বাংলাদেশ প্রতিদিন
দেশে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট চালু করা হবে: এলজিআরডি মন্ত্রী -নয়া দিগন্ত
‘নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে’-সুজন- যুগান্তর
কোলকাতা:
দাউদ ঘনিষ্ঠতার অভিযোগেই ইস্তফা মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রীর-বর্তমান
ফেডারেল ফ্রন্ট ব্যর্থ ধারণা এটি পরীক্ষিত-জেটলি -আজকাল
মোদীর রাজ্যে সব বিধানসভা আসনে লড়বে আম আদমি পার্টি– আনন্দবাজার
জয়েন্টের মেধা তালিকায় কলকাতার জয়জয়কার-সংবাদ প্রতিদিন
মুম্বাই পুনে মহাসড়কে দুর্ঘটনায় শিশুসহ মৃত ১৭ -এইসময় অনলাইন
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান খবর হিসেবে ছাপা হয়েছে-এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের বিষয়টি।
এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা-ইত্তেফাক
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তার নিহত হয়েছেন। জানা গেছে, রবিবার সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে বাসার সামনে মোটরসাইকেলে করে আসা তিন জন দুর্বৃত্ত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। মাহমুদার শরীরে ছুরির আটটি আঘাত, একটি গুলি চিহ্ন পাওয়া গেছে। মাত্র একমিনিটের কম সময়ে তাকে খুন করা হয়েছে বলে প্রথম আলোর একটি খবরে বলা হয়েছে। তাছাড়া পুত্রবধূ খুনের ঘটনায় মাগুরার বাড়িতে শোকের মাতম চলছে বলেও দৈনিকটি জানিয়েছে।
নিহতের ছেলে আক্তার মাহমুদ মায়ের নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিল এইভাবে, ‘ওই যে গুণ্ডা, আম্মুকে মারসে। ওরা হোন্ডা করে ওখানে দাঁড়ায়সিল। ওখানে তিনজন ছিল। তারপর একজন দৌড়ায়ে আইসা আম্মুকে নিচে ফালাই দিয়ে চাকু ঢুকাই দিসিল। আরেকজন গুলি মেরে মেরে ফেলসে। তারপর আম্মুর মুখের থেকে রক্ত বের হচ্ছিল।’
এসপি বাবুল আক্তারের আশঙ্কাই সত্য হলো-প্রথম আলো
জঙ্গি দমনে সাহসিকতার পরিচয় দেয়া চৌকস পুলিশ কর্মকর্তা মো. বাবুল আক্তার। পেয়েছেন একাধিক রাষ্ট্রীয় পদক। তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার থাকাকালে গত বছরের অক্টোবরে নগরের কর্ণফুলীর খোয়াজ নগর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত হাটহাজারীর আমানবাজারে টানা অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ জঙ্গিদের গ্রেপ্তার করেন। খোয়াজ নগরে অভিযান চালানোর সময় জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লেও তিনি বেঁচে যান। ওই অভিযানেই চট্টগ্রামে জঙ্গিদের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। এরপর থেকে বাবুল আক্তার নিজের জীবন নিয়ে শঙ্কায় থাকলেও পিছু হটেননি অভিযান থেকে। কিন্তু পরিবার-পরিজন নিয়ে তিনি সব সময় শঙ্কায় থাকতেন।সেই শঙ্কায় আজ সকালে সত্য হলো।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গি দমনে ভূমিকা রাখায় এসপির স্ত্রীকে হত্যা
পুলিশের সাবেক উপ-কমিশনার বাবুল আক্তার জঙ্গি দমনে ভূমিকা রাখায় তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে জঙ্গিরা হত্যা করে থাকতে পারে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এ ধারণা সত্য নাও হতে পারে।
‘সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের মূল কারণ গণতন্ত্র সংকোচিত-বিপন্ন’-মানবকন্ঠ
দেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ পরিচালনায় সকলকে ঐক্যবদ্ধভাবে সমঝোতায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরো বলেন, দেশে সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের মূল কারণ গণতন্ত্রকে সংকোচিত করা, গণতন্ত্র বিপন্ন করা এবং বিরোধী মতকে সহ্য করতে না পারা। তিনি আরো অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন শুন্য হয়ে গেছে। স্বৈরতন্ত্র পাকা ও এক দলীয় শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করতে যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে সরকার। এই ইউপি নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রমাণিত করেছে যে, বিরোধী দলকে নির্বাচনে যেতে দিতে চায় না।
ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ-তবে এ নিয়ে দুটি দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরছি।
৬ ধাপে নিহত ১২১: শেষ হলো রক্তঝরা নির্বাচন- মানবজমিন
প্রাণঘাতী নির্বাচন কেড়ে নিয়েছে আরো চারজনের প্রাণ। দেশের ইতিহাসে সংঘাত-সংঘর্ষের রেকর্ড সৃষ্টি করা ইউপি নির্বাচন সমাপ্ত হলো গতকাল। ৬ ধাপে প্রথম দলীয় প্রতীকে হওয়া এ নির্বাচন গোটা নির্বাচনী ব্যবস্থায় কলঙ্কের দাগ টেনে দিয়েছে। রক্ত ঝরেছে প্রতি ধাপেই। গত পাঁচ ধাপের ধারাবাহিকতা বজায় ছিল শেষ ধাপেও। পুরনো দৃশ্যই দেখেছেন ভোটাররা। কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল মারা, সংঘাত, সংঘর্ষ হয়েছে সমানতালে। ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, গুলির ঘটনাও ঘটেছে। অনিয়মের অভিযোগে ভোট বর্জনও করেছেন অনেক প্রার্থী। সব মিলিয়ে ৬ ধাপে নিহত হয়েছে ১২১ জন।
আর নির্বাচন য়ে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম- শেষ ধাপেও সংঘাত সহিংসতা: জাল ভোট কেন্দ্র দখল নিহত আরও ৫। ছয় ধাপে গেল ১৩২ প্রাণ-বাংলাদেশ প্রতিদিন
শেষ ধাপটাও ভালো হলো না ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। সংঘাত-সংঘর্ষ আর প্রাণহানিসহ নানা অনিয়মের মধ্য দিয়ে গতকাল সম্পন্ন হলো ষষ্ঠ ধাপে ৬৯৮টি ইউপিতে ভোট গ্রহণ। ষষ্ঠ ধাপ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ১৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পঞ্চম ধাপের মতো এবারও অধিকাংশ জেলায় ভোটকেন্দ্র দখলের মহোৎসব হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। বেশ কিছু ইউনিয়নে আগের রাতেই বাক্স ভর্তি করেছেন আওয়ামী লীগের সমর্থকরা। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, ইউপি নির্বাচন ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা’ ছাড়া সুষ্ঠু হয়েছে। বিএনপি এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এতে অংশ নিয়েছে।
নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে’-যুগান্তর
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন দুইভাবে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচন না করা ও নিজের দোষ অন্যের ওপর চাপানোর জন্য
ইত্তেফাকের দুটি খবর তুলে ধরছি।
বাংলাদেশে বিনিয়োগ করুন : সৌদি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী
বাংলাদেশ এখন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পের দিকে যাচ্ছে জানিয়ে এদেশে বিনিয়োগের জন্য সৌদি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।
নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক বেশ ভালো: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি বলেন রাষ্ট্রের এই দুটি অংশের মধ্যে কোনো বিদ্বেষপূর্ণ সম্পর্ক নেই।
মোবাইল গ্রাহকের মাথায় বোঝা ৪৫০ কোটি টাকা-মানবজমিন
চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর মোবাইল গ্রাহকদের মাথার ওপরে করের বোঝা এখন ৪৫০ কোটি টাকা। এক বছরে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর এ টাকা আদায় করবে সরকার। মোবাইল অপারেটররা জানিয়েছেন, প্রতিদিন ৭০ কোটি মিনিটের বেশি কথা বলেন গ্রাহকরা। পাশাপাশি প্রায় ৬ কোটি গ্রাহক ব্যবহার করেন ইন্টারনেট সেবা। গুরুত্বপূর্ণ এ দুই খাতে বাড়তি করের বোঝা চাপানোয় হতাশ গ্রাহক ও অপারেটররা। গ্রাহকরা জানিয়েছেন, কথা বলার জন্য বাড়তি টাকা আদায়ের পরিকল্পনা করাটা সঠিক সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে অপারেটররা জানিয়েছে, সরাসরি গ্রাহকের ওপর কর বাড়ানোর কারণে কথা বলার পরিমাণ কমবে। এমনকি ইন্টারনেট ব্যবহারও উল্লেখযোগ্য হারে কমে আসবে। এতে মোবাইল সেক্টরে নেতিবাচক প্রভাব দেখা দেবে। সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় ১১ কোটি মোবাইল গ্রাহক তাদের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেছেন। প্রতিদিন গড়ে ৭ মিনিট করে কথা বললে ৭০ কোটি মিনিটের বেশি হয়। অন্যদিকে বিটিআরসির সর্বশেষ হিসাবে দেশে মোট ৬ কোটি ২০ লাখ ৪ হাজার ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার। অর্থাৎ, মোট ইন্টারনেট গ্রাহকের ৯৫ শতাংশই মোবাইল ইন্টারনেট গ্রাহক। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিমকার্ড ও রিম ব্যবহারের মাধ্যমে দেয়া সেবার ওপরে সম্পূরক শুল্ক তিন শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।
পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্কব অংশ তুলে ধরছি।
জোট রাখতে হাইকমাণ্ডের উপর চাপ, দিল্লির দরবারে প্রদেশ নেতারা-সংবাদ প্রতিদিন
সিপিএম-এর সঙ্গ ছাড়লে দলের সংগঠন টিকিয়ে রাখাই কষ্টকর হবে প্রদেশ কংগ্রেস নেতাদের৷ বছর দুয়েকের মধ্যে পঞ্চায়েত নির্বাচন৷ তারপরেই লোকসভার ভোট৷ ফলে যে কোনওভাবে সিপিএমকে সঙ্গে নিয়েই চলতে চায় প্রদেশ কংগ্রেস৷ তাই বারবার দিল্লিতে গিয়ে হাইকমান্ডকে রাজ্য কংগ্রেস নেতৃত্ব বোঝানোর চেষ্টা করছে, বামেদের সঙ্গে জোট গড়ে লাভই হয়েছে৷ একা লড়লে ৪৪টি আসনে জেতা যেত না৷
মোদীর রাজ্যে সব বিধানসভা আসনে লড়বে আম আদমি পার্টি-আনন্দবাজার
আসছে বছরের দ্বিতীয়ার্ধেই গুজরাতে বিধানসভা ভোট। রাজ্যের ১৮২ আসনের সবকটাতেই প্রার্থী দেবে আম আদমি পার্টি। আমদাবাদে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন দিল্লির আপ বিধায়ক গুলাব সিংহ যাদব। সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরীবালের একটি ভিডিও ক্লিপিংও চালানো হয়।
আপের দাবি, গুজরাতে তাদের সদস্য সংখ্যা এখন এক লক্ষ। এর মধ্যে ২৫ হাজার সদস্য এসেছেন বিদ্যুতের দাম নিয়ে আপের অবস্থানকে সমর্থন করে। আপ প্রতিশ্রুতি দিয়েছে, গুজরাতে ক্ষমতায় এলে বিদ্যুতের ইউনিট-প্রতি দাম অর্ধেক করে দেবে।
সাংবাদিক সম্মেলনে গুলাব সিংহ যাদব জানান, ইতিমধ্যেই তাঁরা বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ক্যাডারদের ছড়িয়ে দেওয়া হচ্ছে ১৮২টা বিধানসভা কেন্দ্রে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫