পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
সুইস ব্যাংকে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থ বেশি বেড়েছে বাংলাদেশের
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশীদ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান।
২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- সুইস ব্যাংকে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থ বেশি বেড়েছে বাংলাদেশের: যুগান্তর
- ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না: ইত্তেফাক
- সৌদির কাছে ফের ধারে তেল চাইল বাংলাদেশ: দৈনিক বাংলা
- ৩ আসনে নৌকা জয়ী বাকি ৩টিতে অন্যরা: ভোরের কাগজ
- আমার বিজয় ছিনতাই হয়েছে, আদালতে রিট করব: হিরো আলম: প্রথম আলো
- কুরআন পোড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় ওআইসি: ওআইসি
কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- আদানিকে নিয়ে আলোচনা করতে হবে, বিরোধীরা দাবি তুলতেই মুলতুবি লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন: আনন্দবাজার
- মোদিকে চিঠি লেখার হুঁশিয়ারি মমতার, ‘মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন’, পালটা বিবৃতি বিশ্বভারতীর: সংবাদ প্রতিদিন
- ফের জেল হেফাজতে নওশাদ সিদ্দিকী, খারিজ হয়ে গেল জামিনের আবেদন: আজকাল
বিশ্লেষণের বিষয়:
১. গতকাল বাংলাদেশের ছয়টি সংসদীয় আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার উপস্থিতি যেমন কম, তেমনি নানা ঘটনা ঘটেছে। কিভাবে দেখছেন বিষয়টিকে?
২. ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনে আয়রোন ডোম পাঠানোর ইচ্ছা ব্যক্ত করেছেন। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আপনার কি মনে হয় ইসরাইল ইউক্রেনে অস্ত্র পাঠাবে? আর যদি অস্ত্র পাঠায় তাহলে পরিস্থিতি কী হতে পারে?
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
সুইস ব্যাংকে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থ বেশি বেড়েছে বাংলাদেশের: যুগান্তর
জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেছেন, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ব্যাংকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অর্থ জমা বেড়েছে বাংলাদেশের। সুইস ব্যাংকের ২০২২ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে এক বছরে বেড়েছে ৫৫ শতাংশ অর্থ জমা। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশের অর্থ। ২০২১ সালে ছিল ৮৩৪৫ কোটি টাকা ২০২০ সালে জমা হয় ৫ হাজার ২০৩ কোটি টাকা।
তিনি আরও বলেন, আমাদের টাকা বিদেশে যায়। কানাডায় যায় সেখানে বেগমপাড়া হয়। সেখানে শুধু রাজনীতিবিদদের টাকা পাচার হয় তা নয়, সেখানে সরকারি-বেসরকারি কর্মকর্তারা আছেন, তারাও বেগমপাড়া বানায়।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে পীর ফজলুর রহমান আরও বলেন, খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা বলে প্রতিবেদনে বলা হয়েছে। যা সত্যিকার অর্থে ৪ লাখ কোটি বলে অনেকে মনে করছেন। মুষ্টিমেয় মানুষের হাতে এত কোটি কোটি টাকা চলে যাচ্ছে। এসব অর্থ আদায় করতে হবে। প্রয়োজনে আরও কঠোর হতে হবে। দুর্নীতির আখড়া এই সামান্য কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে।
ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না: ইত্তেফাক
বাংলাদেশে গত বছর থেকে যে ডলার-সংকট শুরু হয়েছিল, নতুন বছরেও সে সংকট কাটেনি। ব্যবসায়ীরা বলছেন, ডলারের অভাবে তারা ব্যাংকে এলসি খুলতে পারছেন না। আমদানি মূল্য মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যদিও এর আগে একাধিকবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন বছরে ডলার-সংকট কাটতে শুরু করবে। কিন্তু সংকটের কোনো সমাধান দেখা যাচ্ছে না।
শুধু বিলাসী পণ্যই নয়, প্রয়োজনীয় পণ্যের এলসিও খোলা যাচ্ছে না। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক পণ্যের আমদানি আটকে আছে।
সৌদির কাছে ফের ধারে তেল চাইল বাংলাদেশ: দৈনিক বাংলা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে সৌদি আরবের কাছে আবারও ধারে জ্বালানি তেল চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সৌদি রাষ্ট্রদূত তার দেশের যথাযথ কর্তৃপক্ষ বরাবর বাংলাদেশের প্রস্তাবটি পৌঁছে দেয়ার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো থেকে অপরিশোধিত বা পরিশোধিত তেল নেয়ার প্রস্তাবটি বিবেচনার জন্য অনুরোধ করেন। তবে এই তেলের দাম পরে পরিশোধ করার কথা বলেন তিনি।
৩ আসনে নৌকা জয়ী বাকি ৩টিতে অন্যরা: ভোরের কাগজ
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে শেষ হওয়া ৬টি উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ৩ জন প্রার্থী। বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওয়াদুদ জয়ী হয়েছেন। বাকি ৩টি আসনে ব্রাহ্মণবাড়িয়ার সদ্য পদত্যাগী বিএনপির আবদুস সাত্তার, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন ও ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আমার বিজয় ছিনতাই হয়েছে, আদালতে রিট করব: হিরো আলম: প্রথম আলো
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ফল পাল্টানোর অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, ১০টি কেন্দ্রের ফল ছিনতাই করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় বগুড়া শহরতলির এরুলিয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
হিরো আলম বলেন, ‘সারা বাংলাদেশ তাকিয়ে ছিল, হিরো আলমের আজ কী হবে? গর্বে আমার বুকটা ভরে গেছে, এই নির্বাচন নিয়ে গোটা বিশ্বের মানুষের আগ্রহ দেখে মনে হয়েছে, আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম। মানুষ তাকিয়ে ছিল আমার বিজয় হবে। কিন্তু সেই বিজয় ছিনতাই হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার বিজয় ছিনতাই হয়েছে। এই ফলাফল প্রত্যাখ্যান করছি। এই ফলাফল বয়কট করছি। এই ফল মানি না। ফলাফল বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করব।’
কুরআন পোড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় ওআইসি
সুইডেন, নেদারল্যান্ডস ও ডেনমার্কে সাম্প্রতিক কুরআনের কপি পোড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সৌদি আরবের জেদ্দায় একটি বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে এক বিবৃতিতে মুসলিম সংগঠনটি পবিত্র কুরআনের সাম্প্রতিক অপবিত্রতার বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়েছে। আনাদোলু এজেন্সি।
গতকাল বুধবার সদস্য দেশগুলো বলেছে, ‘তারা ঘৃণ্য ইসলামবিদ্বেষী হামলার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ওআইসির নেয়া সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।’ ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সেক্রেটারি-জেনারেল হিসেন ইব্রাহিম ত্বহা উগ্রপন্থী (খ্রিষ্টান) কর্মীদের দ্বারা সংঘটিত উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে তার হতাশার কথা পুনর্ব্যক্ত করেছেন।
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
আদানিকে নিয়ে আলোচনা করতে হবে, বিরোধীরা দাবি তুলতেই মুলতুবি লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন: আনন্দবাজার
শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। সেই দাবি নিয়ে সংসদের দুই কক্ষে হট্টগোল শুরু হতেই ২টো পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা এবং রাজ্যসভার বাজেট অধিবেশন।
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে হয় বৈঠক। তাতে যোগ দিয়েছিল, তৃণমূল, কংগ্রেস, আপ, ডিএমকে, শিবসেনা, সমাজবাদী পার্টি, এনসিপি, কেরালা কংগ্রেস, জেডিইউ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-সহ বামদলগুলিও। সেই বৈঠকেই আদানিকে নিয়ে লোকসভায় বিশদ আলোচনার ব্যাপারে সহমত হন বিরোধীরা। সংসদের অধিবেশন শুরু হতেই সেই দাবিতে সরব হন বিরোধীরা। এর পরই আদানিকাণ্ড নিয়ে হইচই শুরু হয় লোকসভা এবং রাজ্যসভায়। তার কিছু ক্ষণের মধ্যেই বাজেট অধিবেশন মুলতবি হয়ে যায় বৃহস্পতিবার দুপুর ২টো পর্যন্ত।
মোদিকে চিঠি লেখার হুঁশিয়ারি মমতার, ‘মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন’, পালটা বিবৃতি বিশ্বভারতীর: সংবাদ প্রতিদিন
বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর হুঁশিয়ারির জবাবে পালটা বিবৃতি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিবৃতির ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করা হয়েছে। “মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন”, বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। বিশ্বভারতীর বিবৃতির সমালোচনায় সরব সব মহল।
মঙ্গলবারই আন্দোলনরত বিশ্বভারতীর পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বুধবার বোলপুরে জনসভার মঞ্চ থেকে আরও একবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একহাত নেন তিনি। বলেন, “এখন বিশ্বভারতীর অবস্থা দেখুন। আমরা একসময় যাকে নিয়ে গর্ব করতাম। রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি গর্বের এই হাল। শিক্ষক-শিক্ষিকারা কাঁদছে। ছাত্রছাত্রীরা কাঁদছে। লজ্জা লাগছে। শান্তিনিকেতনে মুক্ত পরিবেশে যারা শিক্ষা নিতে এসেছে তারা আজ কষ্টে আছে। লজ্জা লাগে। পড়ুয়াদের কাউকে সাসপেন্ড করে দিচ্ছে, অধ্যাপকদের কাউকে বসিয়ে দিচ্ছে। শুনে রাখুন আমি কিন্তু ছেড়ে রাখার জন্য ওদের সঙ্গে কথা বলিনি। আমি ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের ব্যবস্থা যেমন করে দিতে পারি তেমনই যারা পড়তে চান তাদের ব্যবস্থাও করে দেওয়ার ক্ষমতা রাখি। কোর্টের অর্ডার ওরা মানেনি। আমরা সেই ব্যাপারটা একটু দেখে নিই তারপর আপনাদের জানিয়ে দেব।”
ফের জেল হেফাজতে নওশাদ সিদ্দিকী, খারিজ হয়ে গেল জামিনের আবেদন: আজকাল
জামিন হল না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ১৫ জন আইএসএফ কর্মীর। ফের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি ফের আদালতে তোলা হবে নওশাদকে। পুলিশ হেফাজতের পর এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় আইএসএফ বিধায়ককে। সওয়াল জবাব চলাকালীন তারঁ আইনজীবী জানান, নওশাদ সরকারি সম্পত্তি ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। আন্দোলন করার অধিকার সবার রয়েছে। এই বলে তিনি নওশাদের জামিনের আবেদন করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২