ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ১৭:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৪ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ছাত্রলীগ নেতার হুমকি ‘আনন্দবাজারে ব্যবসা করে আপনি কত বড় কুতুব হইছেন, দেখব ভাই’-প্রথম আলো
  • নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া- যুগান্তর 
  • ব্যর্থ এ সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে : নুর-বাংলাদেশ প্রতিদিন 
  • ঢাকায় জমির কাঠা সর্বোচ্চ ৭ কোটি ৭৫, নিচে ৬০ লাখ!-কালের কণ্ঠ
  • অপরাধ ও বিচার ‘ছোঁ মেরে ছিনতাই করতেন তারা’-ডেইলি স্টার
  • ধর্মঘটের কবলে বৃটেন, বিড়ম্বনায় মানুষ-মানবজমিন
  • জানুয়ারিতে সড়কে ঝরলো ৬৪২ প্রাণ-ইত্তেফাক
  • ডলারের জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন বিদেশগামী যাত্রীরা-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • রিমোট ভোটিংয়ের ব্যবস্থা এখনই চালু হচ্ছে না দেশে-কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু-আনন্দবাজার পত্রিকা
  • তালিবান হামলার টার্গেট মুম্বই! -সংবাদ প্রতিদিন
  • সল্টলেকে তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ-আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

মতামত-হিরো আলম বনাম ‘এলিট’ সমাজ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তার মতামতে লিখেছেন, হিরো আলম উপনির্বাচনের ফলাফল মেনে নেননি। তিনি উচ্চ আদালতে নির্বাচনী কারচুপির কাগজপত্র নিয়ে যাবেন বলেছেন। যদি তিনি সুবিচার পান সেখানে, আমাদের কথিত ভদ্রসমাজ আর জেলা প্রশাসন বা নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত শিক্ষা হবে তা। দেশের সংসদে যোগ্যতাহীন ও দায়িত্বহীন যে সংসদ সদস্যরা আছেন, তাঁদের জন্য উপযুক্ত অস্বস্তি তৈরি করতে পারবেন তিনি। তাঁকে নির্মম অপমান করা পুলিশ কর্মকর্তাদের জন্য অসামান্য এক পোয়েটিক জাস্টিসের উদাহরণও হতে পারে এটি।

হিরো আলমের প্রতি সমাজের এলিট, পাতি–এলিট, স্বকল্পিত এলিটদের এমন মনোভাবের কারণ কী? আমার ধারণা, এটা সমাজের কণ্ঠহীন, অবয়বহীন আর ক্ষমতাহীন মানুষদের প্রতি আমাদের তুচ্ছতাচ্ছিল্য ছাড়া আর কিছু নয়। হিরো আলম এমন সুবিধাবঞ্চিত সমাজ থেকে উঠে এসে তাঁর কণ্ঠ, চেহারা, এমনকি ক্ষমতা আমাদের দেখাতে পারছেন সদর্পে, এটা সহ্য হয় না আমাদের অনেকের।আমরা বরং অভিযোগ করি, হিরো আলম রুচিহীন ও নিম্নমানের, তাঁর গান ও অভিনয় সহ্য করা যন্ত্রণাদায়ক।হিরো আলম দেশের ইমেজের বারোটা বাজাচ্ছেন, এমন কথাও বলা হয়। তাঁকে দেখে নাকি বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারণা হবে আন্তর্জাতিক বিশ্বের। এসব যাঁরা বলেন, তাঁরা কি ভেবে দেখেছেন যে দেশের ইমেজের ক্ষতি হয় আসলে কী কারণে? এটি হয় গুম-খুন-নির্যাতন, কেন্দ্রীয় ব্যাক থেকে রিজার্ভ চুরি, নির্বাচনে কারচুপি, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার আর জীবিকার খোঁজে গিয়ে অসহায় মানুষের ভূমধ্যসাগর আর বনে–জঙ্গলে করুণ মৃত্যুর সংবাদে। দেশের ইমেজের এসব ক্ষতির জন্য যাঁরা দায়ী, তাঁদের সঙ্গে ফেসবুকে সগৌরবে ছবি দিয়ে হিরো আলমকে গালমন্দ করেন, এমন মানুষ অনেকে আছেন এ সমাজে। অথচ তাঁর সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব সংবাদ রয়েছে, সেখানে কৌতূহল, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ ছাড়া অন্য কিছু দেখা যাবে না অধিকাংশ ক্ষেত্রে।হিরো আলমের স্বতঃস্ফূর্ততা আর সাহসকে কেউ কেউ ঔদ্ধত্যও ভাবেন। আরও অনেকে অনেক কিছু ভাবেন তাঁকে নিয়ে। বছর তিনেক আগে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে হিরো আলম একটি বই লিখেছিলেন। সেখানে সম্ভবত এসব লোকের উদ্দেশেই তিনি লিখেছেন, ‘সার্টিফিকেটধারী শিক্ষিত লোক হইল ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কাউকে করতে দেখলেও গা জ্বলে।’ তিনি লিখেছেন, ‘আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্য সংস্থা করে যেতে চাই, যাতে আমার মায়ের মতো কারও মায়ের যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে!’

এমন মহৎ স্বপ্ন কজন দেখি আমরা, কজনের আছে এমন মানবিক বিবেচনাবোধ?  হিরো আলমের আয়নায় আমাদের অনেকের নেতিবাচক মানসিকতা ও আচরণের প্রতিবিম্ব ফুটে উঠেছে। নিজের ক্রমাগত উত্থানের মধ্য দিয়ে তিনি ইতিমধ্যে তাঁদের বহুভাবে প্রত্যুত্তর দিয়েছেন। তিনি উচ্চ আদালতে মামলা করার সুযোগ পেলে, সেখানে প্রতিকার পেলে, এর ষোলোকলা পূর্ণ হবে।

সেটি যদি না–ও হয়, হিরো আলম এ দেশের প্রান্তিক মানুষের জন্য অদম্য আইকন হয়েই থাকবেন। আমাদের সবার মনে রাখা উচিত, আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম এই মানুষদের বিকশিত হওয়ার সমান সুযোগ দেওয়ার জন্য। তাঁদের নিগৃহীত, অপমানিত করার জন্য বা বঙ্গবন্ধুর ভাষায় ‘দাবায়া’ রাখার জন্য নয়।

জানুয়ারিতে সড়কে ঝরলো ৬৪২ প্রাণ-ইত্তেফাকের সড়ক দুর্ঘটনা বিষয়ক এ খবরে লেখা হয়েছে, নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সারাদেশে দুর্ঘটনায় ৬৪২ জন প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন ৯৭৮ জন।শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।প্রতিবেদনে আরও দেখা গেছে, বিগত ২০২২ সালের জানুয়ারি মাসের চেয়ে বিদায়ী ২০২৩ সালের জানুয়ারি মাসে সড়কে দুর্ঘটনা ৫.৩ শতাংশ বেড়েছে।

ডলারের জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন বিদেশগামী যাত্রীরা-নয়া দিগন্ত

বাংলাদেশে ডলার সঙ্কটের কারণে বিদেশ যাত্রায় নানা ধরণের ভোগান্তির মুখে পড়েছেন বিদেশগামীরা। বিশেষ করে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী, চিকিৎসা বা হজযাত্রী কিংবা সাধারণ পর্যটক হিসেবে যারা বিদেশে যেতে আগ্রহী ডলার সংগ্রহে তাদের বেগ পেতে হচ্ছে।ব্যাংক সূত্রে জানা যাচ্ছে, পাসপোর্টে নগদ ডলার এনডোর্সমেন্টে বেসরকারি ব্যাংক থেকে ৫০০ ডলারের বেশি না দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশ দেয়া হয়েছে।অভিযোগ রয়েছে, পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টের ক্ষেত্রেও নানা ধরণের ঝক্কি পোহাতে হচ্ছে বিদেশগামী শিক্ষার্থীদের। বর্তমানে পাসপোর্টে বেসরকারি ব্যাংকগুলো থেকে একসাথে ৫০০ ডলারের বেশি নগদ এনডোর্স করা হচ্ছে না।

সরকারি ব্যাংকগুলোতে এই হার আরো কম। সরকারি ব্যাংকগুলোতে বর্তমানে অ্যাকাউন্ট না থাকলে প্রতি পাসপোর্টের বিপরীতে ১৫০-২০০ ডলার পর্যন্ত এনডোর্স করা যাচ্ছে।

পর্যটনসহ বিদেশ সফর নিয়ে কাজ করেন এমন সংশ্লিষ্টরা বলছেন, ডলার সঙ্কটের কারণে নানা ধরণের সমস্যায় পড়ছেন বিদেশগামীরা। তা সে যে উদ্দেশ্যেই বিদেশে যাওয়া হোক না কেন।

আর মানবজমিন লিখেছে, চতুর্মুখী সংকটে শিল্পখাত।গত বছরের ডলার সংকট নতুন বছরেও অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন বছরে ডলার সংকট কাটতে শুরু করবে। কিন্তু কোনো সমাধান দেখা যাচ্ছে না।ডলার সংকটে এলসি কমেছে।গ্যাস বিদ্যুতের বাড়তি দামে নতুন চাপ।

রাজনীতির খবর: কালের কণ্ঠসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সরকারের সমালোচনা করে বলেছেন, আপনাদের (সরকার) স্মার্টনেস মানে চাতুরি করা, আপনাদের স্মার্টনেস মানে মানুষের চোখে ধুলো দেওয়া, আপনাদের স্মার্টনেস মানে ভোট চুরি করে ‘ইহাই গণতন্ত্র’ এটা মানুষকে বলা। সর্বশেষ উপ-নির্বাচনই তার প্রমাণ। কাজে উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের স্লোগানে জনগণ আর বিভ্রান্ত হবে না।

বাংলাদেশ প্রতিদিন লিখেছে-বিএনপির দিকে ইঙ্গিত করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘তারা নৈরাজ্য সৃষ্টি করতে ওস্তাদ। তাদের পারদর্শিতা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আরেকটা ব্যাপারে তারা পারদর্শী। মিথ্যাচারের রাজনীতি, প্রোপাগান্ডার রাজনীতি। আমরা দেখে নেবো, তারা কীভাবে রাষ্ট্রক্ষমতায় আসে।’ 

‘ছোঁ মেরে ছিনতাই করতেন তারা’-ডেইলি স্টারের এ খবরে লেখা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকা থেকে মূল্যবান জিনিসসহ গড়ে প্রায় ৩০০ মোবাইল ফোন ছিনতাই হচ্ছে প্রতিদিন।

সংঘবদ্ধ এই ছিনতাই চক্র 'ছোঁ মারা পার্টি'র ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে সংঘবদ্ধ এই ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে বলেন, 'গ্রেপ্তারকৃতরা ডিবিকে জানিয়েছে যে প্রতিদিন তাদের ১০০ জন শহরের রাস্তায় ঘুরে বেড়ায় এবং মহাজন (গ্যাং লিডার) তাদের প্রত্যেককে অন্তত ৩টি মোবাইল ফোন ছিনতাই করার টার্গেট দিয়েছে। সেই হিসাবে প্রতিদিন এই শহরে অন্তত ৩০০ মোবাইল ফোন ছিনতাই করা হচ্ছে।' বাস বা গাড়ির জানালার পাশে মোবাইল ব্যবহারের সময় এই চক্রের সদস্যরা মোবাইল কেড়ে নেয়। তাদের কাছ থেকে খুবই অল্প দামে সেসব মোবাইল কিনে নেয় গ্যাং লিডার। ডিবি প্রধান জানান, পরবর্তীতে এসব ফোনের যন্ত্রাংশ আলাদা ভাবে বিক্রি করা হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ৫০টি মোবাইলসেট, ৪টি চাকু, ২ জোড়া স্বর্ণের দুল এবং নগদ ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আনন্দ বাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, চলতি বছরে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট এবং আগামী বছরের লোকসভা নির্বাচনে (২০২৪) ‘রিমোট ভোটিং’-এর ব্যবস্থা চালু করার কোনও পরিকল্পনা নেই নরেন্দ্র মোদী সরকারের। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু শুক্রবার লোকসভায় এই ঘোষণা করার পরে নির্বাচন কমিশনের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধী শিবিরে। রিমোট ব্যবস্থা চালু হলে, ভোট দেওয়ার জন্য আর বুথে যাওয়ার প্রয়োজন হবে না! দেশের যে কোনও প্রান্তে এমনকি, বিদেশে বসেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন ভারতের ভোটদাতারা। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করতে সম্প্রতি সক্রিয় হয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু রিজিজুর ঘোষণায় সেই উদ্যোগ আপাতত ধামাচাপা পড়ে গেল বলেই মনে করা হচ্ছে।

ফের কি হামলা হতে পারে দেশের বাণিজ‌্যনগরী মুম্বইয়ে (Mumbai)? এবার কি তালিবান হামলা চালাবে? কেন এমন শঙ্কা? কারণ, মুম্বইয়ে তালিবানি হামলা (Taliban Attack) হবে – এই মর্মে একটি হুমকি ইমেল পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বৃহস্পতিবার হুমকি মেলটি এসে পৌঁছেছিল এনআইএ’এর মুম্বইয়ের অফিসে। ওই ই-মেলে হুমকি দিয়ে বলা হয়েছে, তালিবানের সঙ্গে যুক্ত এক ব্যক্তি হামলা চালাবে। এই ইমেলের কথা প্রকাশ্যে আসতেই মুম্বইজুড়ে আগাম সতর্কতামূলক ব‌্যবস্থা হিসাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাণিজ‌্যনগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশবাহিনীর সংখ‌্যা বাড়ানো হয়েছে। খবরটি সংবাদ প্রতিদেনের।

জম্মুতে জোড়া বিস্ফোরণে অভিযুক্ত জঙ্গিকে বাড়ি ভাড়া! কাশ্মীরে গ্রেপ্তার পুলিশকর্মী-সংবাদ প্রতিদিন

ত ২১ জানুয়ারি জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মুর (Jammu) নারওয়াল। ২০ মিনিটের ব্যবধানে ঘটা দুই জোরালো বিস্ফোরণে আহত হয়েছিলেন ৯ জন। ইতিমধ্যে নাশকতায় অভিযুক্ত এক লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যার জেরে কাশ্মীর পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হল এবার। অভিযোগ, ওই পুলিশকর্মীর বাড়িতে ঘরভাড়া নিয়ে থাকছিলেন জঙ্গি। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর (Jammu and  Kashmir) পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছিলেন, এই ঘটনায় ‘পারফিউম বম্ব’ (Perfume Bomb) বা ‘সুগন্ধি বোমা’ ব্যবহার করা হয়েছিল। পুলিশের দাবি, ভারতে এই প্রথম সন্ত্রাসবাদী হামলায় এই ধরনের পারফিউম ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪

ট্যাগ