মার্চ ২২, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২২ মার্চ বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বঙ্গবন্ধুর বাংলাদেশে মানুষ ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন 
  • যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে দেশ লজ্জিত: মির্জা ফখরুল– /ইত্তেফাক 
  • আরাভ-কাণ্ড-জবানবন্দির তথ্য: রবিউল যৌন ব্যবসায় জড়িত ছিলেন-প্রথম আলো

  • রাস্তা দখল করে ফয়সালা হবে: আমীর খসরু -যুগান্তর

  • স্মার্ট বাংলাদেশ বিপজ্জনক শব্দ, কারণ এটি মানবাধিকার লঙ্ঘন'-মানবজমিন
  • কমল হজের খরচ, নিবন্ধনের সময় বাড়ল -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • দেশভাগের পরই হিন্দুরাষ্ট্র হয়ে গিয়েছে ভারত, কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে বিতর্ক-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ক্লাসরুমে ছাত্রদের সামনেই শিক্ষককে জুতোপেটা অভিভাবকের, গ্রেপ্তার দম্পতি -দৈনিক আজকাল
  • সুপ্রিম কোর্টে ফের শোনা হবে বিলকিস বানোর আরজি, নতুন বেঞ্চ গঠনের আশ্বাস প্রধান বিচারপতির-দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বঙ্গবন্ধুর বাংলাদেশে মানুষ ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি-চতুর্থ দফায় দেশের বিভিন্ন উপজেলা ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও ঘর দেওয়ার অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গাজীপুরের শ্রীপুর, বরিশালের বানারীপাড়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত হন। একই অনুষ্ঠান থেকে তিনি সাত জেলার (মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা) সব উপজেলাসহ সারাদেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

ইতিপূর্বে আরও দুই জেলার (পঞ্চগড় ও মাগুরা) সব উপজেলাসহ মোট ৫২ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশে এখন সর্বমোট ৯টি জেলা এবং ২১১টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

আরাভ-কাণ্ড-জবানবন্দির তথ্য: রবিউল যৌন ব্যবসায় জড়িত ছিলেন-প্রথম আলো

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান যৌন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁকে সহযোগিতা করতেন স্ত্রী সুরাইয়া আক্তার ওরফে কেয়া। মামুন রাজধানীর বনানীর যে ফ্ল্যাটে খুন হন, সেখানেই রবিউল তাঁর সহযোগীদের দিয়ে যৌন ব্যবসা চালাতেন।

মামুন খুনের মামলায় ১৬৪ ধারার আদালতে দেওয়া সাত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য রয়েছে। এই সাত আসামির মধ্যে রবিউলের স্ত্রী সুরাইয়াও আছেন। রবিউল শুরু থেকে পলাতক। সুরাইয়া জামিনে গিয়ে সম্প্রতি পালিয়েছেন।

২০১৮ সালের ৮ জুলাই মামুন খুন হন। পরদিন গাজীপুরের জঙ্গল থেকে তাঁর আধা পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে রবিউল, সুরাইয়াসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

কমল হজের খরচ, নিবন্ধনের সময় বাড়ল -কালের কণ্ঠ

অবশেষে পবিত্র হজের খরচ কমেছে। সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। এর পাশাপাশি নিবন্ধনের সময়ও বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত। পরিবর্তিত প্যাকেজে আজ (বুধবার) থেকে নিবন্ধন চলবে।

বুধবার (২২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়া ও হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেকে নতুন করে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো। 

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির তাঁবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ৭২৫ টাকা। যারা ইতোমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তাদের পরবর্তী সময়ে খাবারের টাকার সঙ্গে টাকা ফেরত দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে দেশ লজ্জিত: মির্জা ফখরুল– যুগান্তন্তর/ইত্তেফাক 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ সালে বৈশ্বিক মানবাধিকার বিষয়ে যে প্রতিবেদন দিয়েছে, সেটা পড়লে লজ্জিত হই। তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে দেশ লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতার লেশমাত্র নেই।

বুধবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৬ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সচেতনভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাকশাল প্রতিষ্ঠা করে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ৭১ থেকে আওয়ামী লীগ একক ক্ষমতা একক নেতৃত্বে বিশ্বাস করে। আওয়ামী লীগ সচেতনভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্র সরিয়ে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রাস্তা দখল করে ফয়সালা হবে: আমীর খসরু -যুগান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে বাদ দিয়ে অব্যাহতভাবে ক্ষমতা দখল করে রাখার রাজনীতি সৃষ্টি করেছে আওয়ামী লীগ। সংবিধানকে ব্যবহার করে ক্ষমতা দখল করে রেখেছে তারা। জনগণকে বাইরে রেখে সংবিধানের কথা বলা আওয়ামী লীগের মুখে শোভা পায় না। নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা ভোগ করছে তারা।

বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের ১৬ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ফ্যাসিস্ট সরকারের কাছে জনগণ বলে কোনো শব্দ নেই। দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। আর এ জন্য সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে। কোনো আলাপ-আলোচনার সুযোগ নেই, রাস্তা দখল করে ফয়সালা হবে। ফ্যাসিস্ট সরকারের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথ জনগণ ছাড়বে না।

স্মার্ট বাংলাদেশ বিপজ্জনক শব্দ, কারণ এটি মানবাধিকার লঙ্ঘন'-মানবজমিন

নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির দাবি করেছেন, স্মার্ট বাংলাদেশ একটি বিপজ্জনক শব্দ, কারণ এটি এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। কারণ তাতে একজন নাগরিকের ব্যক্তিগত তথ্যের প্রতিটি দিকের অ্যাক্সেস সমস্ত সরকারী সংস্থার কাছে চলে যেতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যান্য সেক্টরের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় আইনের প্রয়োগ নেই। তিনি মন্তব্য করেন যে, কোন দল ক্ষমতায় আছে তাতে কোনো কিছু যায় আসে না, কারণ সকল দলই ক্রমাগত জনগণকে শাসন করার চেষ্টা করে। তবুও, সাংবাদিক হিসাবে আমাদের পেশাকে সমুন্নত রাখা এবং নিরপেক্ষ থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

বাংলাদেশে বিভ্রান্তিমুলক তথ্য, মিথ্যা খবর ও গুজব সংক্রান্ত বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার লক্ষ্যে গতকাল (২১ মার্চ, ২০২৩) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ঢাকায় “কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ” শীর্ষক একটি সংলাপে নুরুল কবির এমন বক্তব্য রাখেন। ওই সংলাপে দেশের বিভিন্ন গণমাধ্যম এবং পত্রিকাগুলোর সিনিয়র সম্পাদক ও সাংবাদিক, ফ্যাক্ট-চেকার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর বাংলাদেশে মানুষ ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি-চতুর্থ দফায় দেশের বিভিন্ন উপজেলা ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও ঘর দেওয়ার অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী গাজীপুরের শ্রীপুর, বরিশালের বানারীপাড়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত হন। একই অনুষ্ঠান থেকে তিনি সাত জেলার (মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা) সব উপজেলাসহ সারাদেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

ইতিপূর্বে আরও দুই জেলার (পঞ্চগড় ও মাগুরা) সব উপজেলাসহ মোট ৫২ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশে এখন সর্বমোট ৯টি জেলা এবং ২১১টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন। দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। আমি খুবই আনন্দিত চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও গৃহ দিতে পারছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারা অনেক আনন্দের।

দেশভাগের পরই হিন্দুরাষ্ট্র হয়ে গিয়েছে ভারত, কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে বিতর্ক-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারত হিন্দুরাষ্ট্রই। দেশভাগের পরই হিন্দুরাষ্ট্র হয়ে গিয়েছে আমাদের দেশ। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে তুঙ্গে বিতর্ক। বিরোধীরা বলছে, সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাভাগে আঘাত করেছেন কৈলাস।

মঙ্গলবার মধ্যপ্রদেশে এক সাংবাদিক বৈঠকে কৈলাসকে হিন্দুরাষ্ট্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, “স্বাধীনতার সময় দেশভাগই হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশভাগের পর একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই নতুন রাষ্ট্রের নাম হয় পাকিস্তান। আর বাকি অংশ হয়ে গিয়েছে হিন্দুরাষ্ট্র।” অর্থাৎ কৈলাসের বক্তব্য, দেশভাগ যেহেতু ধর্মের ভিত্তিতে হয়েছিল, তাই ভারত হিন্দুরাষ্ট্র।

কৈলাসের দাবি, এদের মুসলিমদের পূর্বসূরিরাও একসময় হিন্দুই ছিলেন। এ প্রসঙ্গে নিজের এক মুসলিম বন্ধুর প্রসঙ্গও টেনে আনেন বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি বলেন, ভোপালে তাঁর এক মুসলমান বন্ধু থাকেন। তিনি রোজ নিয়ম করে হনুমান চালিসা পাঠ করেন। শিব মন্দিরেও যান নিয়মিত। কারণ তিনি মনে করেন, তাঁর পূর্বপুরুষেরা একসময় হিন্দু ছিলেন। শুধু তাই নয়, যুবসমাজ যাতে বিপথে চালিত না হয়, সেটা নিশ্চিত করতে একটি ‘হনুমান চালিশা’ ক্লাব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন কৈলাস। তাঁর বক্তব্য, যে যুবসমাজ মাদকাসক্ত, তাঁদের আসক্তি থেকে দূরে সুস্থ জীবনে ফেরানোর চেষ্টা করবে এই সংগঠন।

ক্লাসরুমে ছাত্রদের সামনেই শিক্ষককে জুতোপেটা অভিভাবকের, গ্রেপ্তার দম্পতি -দৈনিক আজকাল

স্কুল প্রাঙ্গণে শিক্ষককে চরম হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক দম্পতি। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তুতিকোরিন জেলায়। শিক্ষককে তুমুল মারধরের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ দায়ের হতেই অভিভাবক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর এক সরকারি স্কুলে। দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে মারধরের অভিযোগ ওঠে আর ভারত নামের ওই শিক্ষকের বিরুদ্ধে। বাড়িতে গিয়ে পড়ুয়া অভিযোগ জানায় তাঁর দাদুর কাছে। তারপরেই স্কুলে এসে ওই শিক্ষকের উপর চড়াও হন পড়ুয়ার বাবা-মা। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে বলেই দাবি করেছেন শিক্ষক। 

ভাইরাল ভিডিওতে পড়ুয়ার মা'কে বলতে শোনা গেছে, স্কুলে ছাত্রদের মারধর করা একেবারেই বেআইনি। তারপরেও তাঁদের সন্তানের গায়ে কীভাবে হাত তোলেন শিক্ষক? এই অভিযোগে শিক্ষককে জুতো খুলে মারতে এগিয়ে আসেন পড়ুয়ার মা। মারধর করতে শুরু করেন পড়ুয়ার বাবাও। ভারী একটি পাথর শিক্ষকের দিকে ছুড়ে মারতেও দেখা যায়। ঘটনাটি ঘিরে দম্পতি ছাড়াও পড়ুয়ার দাদুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 

সুপ্রিম কোর্টে ফের শোনা হবে বিলকিস বানোর আরজি, নতুন বেঞ্চ গঠনের আশ্বাস প্রধান বিচারপতির-দৈনিক সংবাদ প্রতিদিন

সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের শোনা হবে বিলকিস বানোর মামলা। মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তি দেওয়ার প্রতিবাদে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর আরজি শুনতে বিশেষ বেঞ্চ গড়বে সুপ্রিম কোর্ট। বুধবার আশ্বাস দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

মেয়াদ শেষের আগেই গুজরাটের (Gujarat) বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দিয়েছে প্রশাসন। এর বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এর আগে চারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। বুধবার অবশেষে বিলকিসের (Bilkis Bano) আইনজীবী শোভা গুপ্তার আবেদনে সাড়া দিল আদালত। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরশিমা ও বিচারপতির জেবি পারদিওয়ালার বেঞ্চের দৃষ্টি আর্কষণ করেন তিনি। এরপরই নতুন বেঞ্চ গড়ে বিলকিসের আবেদন শোনার আশ্বাস দেন প্রধান বিচরপতি। তিনি জানিয়েছে, “নতুন বেঞ্চ তৈরি করব আমি। আজ সন্ধেই এ বিষয়টি দেখব।”

পার্সটুডে/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।