বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
মানুষের অজান্তে বাংলাদেশ শ্রীলংকা হয়ে গেছে: জিএম কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১০ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী: দৈনিক নয়াদিগন্ত
- মানুষের অজান্তে বাংলাদেশ শ্রীলংকা হয়ে গেছে: জিএম কাদের-মানবজমিন
-
সরকারের ফাঁদে তৃতীয়বার পা দেবে না বিএনপি : ফখরুল-কালের কণ্ঠ
- শাহবাগ অবরোধ করে সার্টিফিকেট ছিঁড়লেন চাকরিপ্রত্যাশীরা-ইত্তেফাক
- রাজনীতি প্রসঙ্গে বিশিষ্টজনদের অভিমত-সংকট নিরসনে সংলাপ জরুরি-যুগান্তর
কোলকাতার শিরোনাম:
- BJP তোষণে অমর্ত্যকে হেনস্তা’, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি বিশিষ্টদের-‘সংবাদ প্রতিদিন
- কোনো রকম সংঘাত বরদাস্ত করবে না দল, কড়া নির্দেশ কুণাল ঘোষের-দৈনিক আজকাল
- আমার ২০০ কোটি টাকা তো আপনার কী?’ আদানি, অম্বানীর প্রসঙ্গ টেনে প্রশ্ন ছুড়লেন ‘কালীঘাটের কাকু’-দৈনিক আনন্দবাজার পত্রিকা
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
রাজনীতি প্রসঙ্গে বিশিষ্টজনদের অভিমত-সংকট নিরসনে সংলাপ জরুরি-দৈনিক যুগান্তর
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে দেশের রাজনীতি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে কেউ কাউকে বিশ্বাস করছে না। ক্ষমতাসীনরা বলছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। অন্যদিকে বিরোধীদের দাবি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। সবমিলিয়ে এই মুহূর্তে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে।
আর এ পরিস্থিতিকে পুঁজি করে ভূ-রাজনৈতিক কারণে বিদেশি পরাশক্তিগুলো যে যার স্বার্থে বিভিন্ন ফর্মুলা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই সুষ্ঠু নির্বাচনের শর্ত জুড়ে দিয়ে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার প্রভাব পড়েছে সর্বত্র। নিজেদের ভুলের কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এর সমাধান নিজেদেরই করতে হবে। বিদেশিদের দ্বারস্থ হয়ে অতীতে কোনো দেশেই জনগণের স্বার্থ সুরক্ষায় সফল হতে পারেনি।
এ কারণেই আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন (ইসি), নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজ, পেশাজীবীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা জরুরি। এর মাধ্যমে সর্বজন গ্রহণযোগ্য পন্থা বের করা এখন সময়ের দাবি। আর সংকট উত্তরণে নিজেরা ব্যর্থ হলে এই মুহূর্তে বোঝা না গেলেও ভবিষ্যতে দেশ ও জাতির জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে-এমন আশঙ্কা বিশ্লেষকদের।
সরকারের ফাঁদে তৃতীয়বার পা দেবে না বিএনপি : ফখরুল-কালের কণ্ঠ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সংলাপ একটা ফাঁদ। আগে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। পরে সংলাপ হবে। সংলাপের কথা বলে দুইবার পাতানো নির্বাচন হয়েছে।
তৃতীয়বারের মতো আর এই ফাঁদে পা দেবে না বিএনপি। আজ শনিবার (১০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। বিএনপি মহাসচিব বলেন, ‘গত বছরও তারা ডেকেছে সংলাপের জন্য।
ভেবেছিলাম ভালো কিছু একটা হবে। দুইবার প্রতারণার শিকার হয়েছি। তৃতীয়বারের মতো আর ফাঁদে পা দেবে না বিএনপি। তাদের কথা আর কেউ শুনবে না। কারণ অতীতে কথা দিয়ে তারা রাখেনি। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে ১০ ভাগ আসনও পাবে না।’ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার দুর্নীতি করছে আর উন্নয়নের কথা বলছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা বলেছি গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। আজকে আন্তর্জাতিকভাবেও সেটা বলা হচ্ছে।
মানুষের অজান্তে বাংলাদেশ শ্রীলংকা হয়ে গেছে: জিএম কাদের-মানবজমিন
মানুষের অজান্তে দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে অসহনীয় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। সরকার দেশটাকে ঋণনির্ভর করে ফেলেছে। আগামী ৫০ বছর দেশের মানুষকে এই ঋণের বোঝা বইতে হবে। আমরা দেশটাকে শ্রীলংকা হতে দিতে পারি না। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় যুব সংহতির কাউন্সিলে এসব কথা বলেন জি এম কাদের। সরকারের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে লোন নিয়েছেন লুটপাটের জন্য। জনগণের মাথায় এই ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন। আপনাদের কাছে যদি অর্থ থাকে, ডলার থাকে; তাহলে কেন কয়লা কিনেননি, কেন কাঁচামাল আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা? ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায় না কেন? তিনি বলেন, সরকার উন্নয়নের নামে লোনের বোঝা চাপিয়ে দিয়েছে জনগণের মাথায়। ব্যাংক, মেগা প্রজেক্ট সবকিছুতে লুটপাট করেন। অর্থ পাচার করেন। জিএম কাদের বলেন, শ্রীলংকার মানুষ রাস্তায় নেমেছিল, বাংলাদেশে এখনও নামেনি। মূলত শ্রীলংকার পুলিশ গুলি করে না, গুম করে না, শ্রীলংকার পুলিশ মানুষের পক্ষে।
বাংলাদেশের পুলিশ মানুষের পক্ষে না। তিনি বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকা দেশের মানুষের উপকার করছে।
নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী: দৈনিক নয়াদিগন্ত
আমরা সব সময় দেখে এসেছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলেই এক হয়ে যায় আরেকটা নতুন ষড়যন্ত্রের জন্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, দেশে নির্বাচন এলেই অনেক স্রোত কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা নির্বাচন যাতে না হয় এ জন্য অরাজকতা করতে থাকে। এ ধরনের কার্যকলাপ আমরা এখনো দেখছি। সবসময় দেখে আসছি। দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।
শনিবার (১০ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ের বন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার সময় একদম শেষ মুহূর্তে আমাদের বাধাগ্রস্ত করার জন্য প্রচেষ্টা হয়েছিল। সেদিন যে বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছিল তারা হলো আমাদের প্রকৃত বন্ধু। আমাদের শুরুতে যারা রক্ত চক্ষু দেখিয়েছিলেন, তারা আজ নানা ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির প্রচেষ্টায় রয়েছেন।
শাহবাগ অবরোধ করে সার্টিফিকেট ছিঁড়লেন চাকরিপ্রত্যাশীরা-ইত্তেফাক
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছে চাকরিপ্রত্যাশীরা। এ সময় আন্দোলনকারীরা প্রতিবাদ হিসেবে প্রতীকী সনদ (সার্টিফিকেট) ছিঁড়েছেন।
শনিবার (১০ জুন) রাজধানীর শাহবাগে শিক্ষার্থী সমাবেশে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শরিফুল হাসান শুভ।
চাকরিপ্রত্যাশীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করতে হবে। একইসঙ্গে সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১৫০ টাকা, তৃতীয় শ্রেণিতে ১০০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৫০ টাকা করার দাবিও জানান তারা।
BJP তোষণে অমর্ত্যকে হেনস্তা’, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি বিশিষ্টদের-‘সংবাদ প্রতিদিন
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন বিশ্বের বিশিষ্ট শিক্ষাবিদরা। সেই তালিকায় রয়েছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জর্জ আকেরলফ। বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। পদাধিকারবলে রাষ্ট্রপতিই সেখানকার ভিজিটর। তাই তাঁকেই চিঠি লিখেছেন অন্তত ৩০২ জন অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক ও নামীদামী প্রতিষ্ঠানের পড়ুয়ারা।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ‘জমি কবজাকারী’, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সর্বত্র নিন্দার শিকার হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ এমনকী ‘ভারতরত্ন’ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র জমি খালি করার নোটিস লাগিয়ে দিতেও দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিভাগের আধিকারিকদের৷ এক সময় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও দেখা গিয়েছিল শান্তিনিকেতনে। এবার বিদেশ থেকে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর বার্তা এল।
ভারতীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়াতে দেখা গেল মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ আকেরলফ৷ ভারতের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জমি সংক্রান্ত বিষয়ে অমর্ত্য সেনকে হেনস্তা ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অসহিষ্ণু মনোভাবের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে সাক্ষর করেছেন ৩০২ জন।
কোনো রকম সংঘাত বরদাস্ত করবে না দল, কড়া নির্দেশ কুণাল ঘোষের-দৈনিক আজকাল
পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন জমা নিয়ে অশান্ত রাজ্য।
এবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এদিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কড়া নির্দেশ রয়েছে অশান্তি না করার। সেই নির্দেশ যেন মানা হয়। কোনোরকম স্থানীয় সংঘাত বরদাস্ত করবে না দলের শীর্ষ নেতৃত্ব। তবে এই নিয়ে বিরোধীদেরও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
বলেন, ‘বিরোধীরা নাকি সব আসনে প্রার্থী দেবে। তাদের তো প্রার্থীই নেই। ফলে দু-একটা জায়গায় অশান্তি করে গল্পটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে’। তৃণমূল যে মানুষের সমর্থনটাকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে তা আরও একবার এদিন স্পষ্ট করে দেন কুণাল। বলেন, ‘মানুষের সমর্থনের বাইরে কোনোরকম গা জোয়ারি চলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মূল নীতি ঘোষণা করেছেন তাই মেনে চলতে হবে। দল বিরোধী কাজ করলে দল তাকে বহিষ্কার করবে’।
আমার ২০০ কোটি টাকা তো আপনার কী?’ আদানি, অম্বানীর প্রসঙ্গ টেনে প্রশ্ন ছুড়লেন ‘কালীঘাটের কাকু’-দৈনিক আনন্দবাজার পত্রিকা
প্রশ্নকর্তার প্রশ্ন শুনেই মেজাজ হারালেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হওয়া ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ অম্বানীর প্রসঙ্গ টেনে প্রশ্ন ছুড়লেন, কেন তাঁর বেলাতেই টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?
শনিবার রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুজয়কৃষ্ণকে। সেখানেই সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ৬টি সংস্থায় যে ২০ থেকে ২২ কোটি টাকা বিনিয়োগের খবর পাওয়া যাচ্ছে, তা কি সত্যি? প্রশ্ন শুনেই মেজাজ হারান সুজয়কৃষ্ণ। চোখে-মুখে বিরক্তি নিয়েই তিনি বলেন, “আমার বিনিয়োগ তো আপনার কী?” তার পরই তাঁর সংযোজন, “আমার ২০০ কোটি (টাকা) থাকতে পারে। তাতে ইডির কী? লোকের কি টাকা নেই? অম্বানী-আদানির কি টাকা নেই?” ৬টি সংস্থায় বিনিয়োগ করা অর্থে শিক্ষক নিয়োগের টাকা আছে কি না, সেই প্রশ্নের উত্তরে সুজয়কৃষ্ণ বলেন, “কোনও নেই। কোনও নেই।” তার পর তিনি বলেন, “২০০৮ সাল থেকে কাজ করছি। সব ডকুমেন্টস (তথ্য) দিয়েছি।#”