এমরান ‘খুন’ হয়েছেন, কিন্তু উদ্ধার হওয়া লাশটি এক নারীর!
টাকা দিয়ে ডিএনএ প্রতিবেদন পরিবর্তন করেছেন আসামিরা; কি সাংঘাতিক!
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৭ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- মতামত মসজিদের ইমামের কি ইউএনওকে চিনতেই হবে-প্রথম আলো
- জনসমাবেশ ঘিরে অপপ্রচার চালাচ্ছে গোয়েন্দা সংস্থা: রিজভী-মানবজমিন
- আল্টিমেটাম দিয়ে লাভ নেই, সংবিধান থেকে সরবো না: কাদের-ইত্তেফাক
- দেশের ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মানুষের মতো: বাণিজ্যমন্ত্রী-যুগান্তর
কোলকাতার শিরোনাম:
- কিছু শিক্ষকপদে নিয়োগের জন্য কাউন্সেলিং শুরুর নির্দেশ দিল হাই কোর্ট, তালিকায় ১৪ হাজার প্রার্থী-আনন্দবাজার পত্রিকা
- শিক্ষা জানে না, সংস্কৃতি জানে না’, রাম মন্দির নিয়ে শাহকে খোঁচা মমতার-সংবাদ প্রতিদিন
- ‘ইন্ডিয়া’-র চিঠির পর গুগল-বৈঠক মোদীর-গণশক্তি
- পাস হল না বেতন সংশোধনী বিল, উত্তপ্ত বিধানসভা-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, একনিমেষেই ‘উৎসব ভবন’ ছেয়ে গেল বিষাদে। এমন একটি শিরোনাম করেছে প্রথম আলো। হত্যাকাণ্ডের পেছনে একটি স্কুলে ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগে ৫০ লাখ টাকার ঘুষ বাণিজ্যের কথা বলা হচ্ছে। খবররটি নিশ্চয় আপনার নজরে পড়েছে। কী বলবেন আপনি?
২. ঘোষণা দিয়েও গাজায় স্থল হামলা শুরু করতে পারেনি ইসরাইল। অন্যদিকে, হামাস বলেছে গাজা হবে ইসরাইলি সেনাদের কবরস্থান। কী বলবেন আপনি বিষয় দুটি নিয়ে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
মতামত-মসজিদের ইমামের কি ইউএনওকে চিনতেই হবে-প্রথম আলো
বর্তমান সরকার তাদের মেয়াদ শেষ হওয়ার আগে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করছে একের পর এক। এর অংশ হিসেবে দিন কয়েক আগে উদ্বোধন করা হলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক মানের তৃতীয় টার্মিনাল নির্মাণ না হয় করা গেল; কিন্তু এর মাধ্যমে বিমানবন্দরে হাজারো অনিয়ম আর দুর্নীতি কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন করার অবশ্য একটা কারণও আছে। নতুন টার্মিনাল উদ্বোধন করার কয়েক দিনের মধ্যেই আমরা কী দেখতে পেলাম?
সিঙ্গাপুর থেকে আসা দুই প্রবাসী বিমানবন্দরের ফ্লোরে লুটিয়ে কাঁদছেন। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, ওই দুই প্রবাসী তাঁদের মাথার ঘাম পায়ে ফেলে, বিদেশে কাজ করে দেশে থাকা আত্মীয়স্বজনের জন্য কিছু স্বর্ণ নিয়ে আসছিলেন। যে পরিমাণ স্বর্ণ বৈধ উপায়ে আনা যায়, তার চেয়ে অনেক কম পরিমাণের স্বর্ণই তাঁরা নিয়ে এসেছিলেন; কিন্তু ঢাকা বিমানবন্দরে নামার পর সেখানকার কর্মীরা তাঁদের কাছ থেকে স্বর্ণের ওই ব্যাগ রেখে দিয়েছেন জোর করে! মানুষের মালামাল কোনোরকম কারণ ছাড়া রেখে দেওয়ার অধিকার কে দিয়েছে ওই কর্মীদের?
বিমানবন্দরে নানা রকম হয়রানির কথা নিয়মিতই সংবাদের শিরোনাম হয়। এর আগে তো এক প্রবাসীকে চড় মেরে আলোচনায় এসেছিলেন আরেক সরকারি কর্মকর্তা। এই যে দেশব্যাপী নানা উন্নয়ন প্রকল্পের কথা বলা হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে নানান প্রকল্প। এসব প্রকল্প যাঁদের অধীনে পরিচালিত হয়। সেই সরকারি কর্মকর্তাদের মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে এসব উন্নয়ন কি আদৌ সাধারণ মানুষের কাছে পৌঁছাবে?
একটি উদাহরণ দেওয়া যাক। গত শুক্রবার কুমিল্লার লালমাইয়ের ঘটনা। সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গেছেন মসজিদে জুমার নামাজ পড়তে। খুতবা শেষে জুমার নামাজ শুরুর আগে ওই ইউএনওকে একটু সরে কাতারে (লাইনে) দাঁড়াতে বলেছিলেন মসজিদের ইমাম। এটি ওই ইউএনওর পছন্দ হয়নি। নামাজ শেষে তিনি ওই ইমামকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘আপনি আমাকে চেনেন?’
উত্তরে ইমাম বলেন, ‘দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি।’ এরপর ওই ইউএনও তাঁর সঙ্গে খুবই বাজে ব্যবহার করেন। এখন প্রশ্ন হচ্ছে, মসজিদের ইমামকে কেন সেখানকার ইউএনওকে চিনতে হবে? কিংবা চিনলেও কেন তিনি তাঁকে কিছু বলতে পারবেন না?
মসজিদ তো এমন একটা জায়গা, সেখানে দেশের সব শ্রেণির মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার অধিকার রাখেন। সেখানে কেন একজন ইউএনওকে আলাদা করে চিনতে হবে? কেন তাকে বলা যাবে না ‘একটু সরে কাতারে (লাইনে) দাঁড়ান?’
এ থেকে পরিষ্কার বোঝা যায়, আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের ‘লাটসাহেব’ মনে করছেন। আর দেশের সাধারণ মানুষ হচ্ছে তাদের অধীন।
এমরান ‘খুন’ হয়েছেন, কিন্তু উদ্ধার হওয়া লাশটি কার-প্রথম আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হারিন্দা এলাকার বাসিন্দা ছিলেন মো. এমরান (২৪)। ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি নিখোঁজ হন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শীতলক্ষ্যায় একটি লাশ ভেসে ওঠে। লাশটি এমরানের বলে শনাক্ত করে পরিবার।
এমরান হত্যা মামলায় গ্রেপ্তার একাধিক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্তু বিপত্তি দেখা দেয় ডিএনএ প্রতিবেদনে। ডিএনএ প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া লাশটি এমরানের নয়, অজ্ঞাত কোনো নারীর।
এমরানের পরিবারের অভিযোগ, টাকা দিয়ে ডিএনএ প্রতিবেদন পরিবর্তন করেছেন আসামিরা। আর তাঁরা এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।
অবশ্য মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হাসিনা বেগম বলেছেন, ডিএনএ প্রতিবেদনে যা-ই আসুক না কেন, এমরান যে খুন হয়েছেন, তা নিশ্চিত। একাধিক আসামি জবানবন্দিতে এমরানকে হত্যার কথা স্বীকার করেছেন।
‘তলেতলে আপস’ কি আওয়ামী লীগের কৌশলের অংশ-প্রথম আলো
‘পিটার হাসের মুরব্বিদের সঙ্গে আওয়ামী লীগের কথাবার্তা শেষ’ এবং ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলেতলে আপস হয়ে গেছে’—সাম্প্রতিক সময়ে এসব বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রতিক তাঁর দেওয়া এ ধরনের বক্তব্য নিজেদের ওপর চাপ সরানোর কৌশল হতে পারে বলে মনে করছেন দলটির নেতাদের কেউ কেউ। তবে অধিকাংশ নেতা, এমনকি মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য তলেতলে সমঝোতা বা কথাবার্তা শেষ হওয়ার তথ্য জানেন না। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে আসলে কী ঘটছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের মত হচ্ছে, দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, দলের নেতা-কর্মী ও সরকারের প্রশাসনকে আশ্বস্ত করা। দ্বিতীয়ত, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান এক দফার আন্দোলনকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগের নীতিনির্ধারকদের ধারণা, বিএনপি আন্দোলন করে সরকার নামাতে পারবে না। তবে ভোটের আগে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। এই চেষ্টা দুর্বল করে দেওয়াই আওয়ামী লীগের লক্ষ্য।
আল্টিমেটাম দিয়ে লাভ নেই, সংবিধান থেকে সরবো না: কাদের-ইত্তেফাক
বিএনপির আন্দোলনরত নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আল্টিমেটাম দিয়ে লাভ নেই। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার।’ এ সময় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ১০০ দিন দেশটাকে পাহারা দিতে হবে: তথ্যমন্ত্রী-যুগান্তর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ও সাংস্কৃতিক কর্মীদের অনুরোধ জানাই, আগামী ১০০ দিন দেশটাকে পাহারা দিতে হবে। কারণ দেশটা বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চাচ্ছে ওরা (বিএনপি)। ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতা পাহারা দিতে হবে না, ক্ষমতার পাহারাদার জনগণ। কিন্তু দেশটাকে পাহারা দিতে হবে। তারা (বিএনপি) ভেবেছে ঢাকা শহরে কয়েকটা সমাবেশ করে মানববন্ধন করে, সারা দেশ থেকে তাদের অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে সরকার হটিয়ে দেবে।
দেশের ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মানুষের মতো: বাণিজ্যমন্ত্রী-যুগান্তর
দেশে প্রায় ৪ কোটি মানুষ আছেন, যাদের ক্রয়ক্ষমতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের মানুষের মতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘আমাদের দেশেও কিন্তু একটা অ্যাভেইল পিপল উচ্চবিত্ত হয়েছে। যেটা বলা হয়, আমাদের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মানুষের সমান।’ বাণিজ্যমন্ত্রী এ সময় যুক্তি দেখান, দেশেই যেহেতু ‘ইউরোপের মানুষের মতো’ বিপুল সংখ্যক নাগরিকের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, সেহেতু তাদের জন্য ইউরোপীয় মানের আসবাবপত্র বানাতে পারেন ব্যবসায়ীরা। তিনি বলেন, ‘এই ৪ কোটি মানুষ কিন্তু দাম দেবে, ভালো জিনিসপত্র কিনতে পারবে।’ টিপু মুনশি বলেন, দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ার যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করেছেন, তা এর আগেই অর্জিত হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক লড়াই-আন্দোলন-সংগ্রাম করে আমাদের এই প্রিয় দেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিভিন্ন উন্নয়ন সূচকে পাকিস্তানসহ পার্শ্ববর্তী অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। বিশ্বের যেকোনো প্রান্তে গেলেই বাংলাদেশের উন্নয়নের গল্প শোনা যায়, যা বাঙালি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
শিক্ষা জানে না, সংস্কৃতি জানে না’, রাম মন্দির নিয়ে শাহকে খোঁচা মমতার-সংবাদ প্রতিদিন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় পুজো উদ্বোধন করতে এসে কার্যত সরাসরি রাজ্য সরকার এবং শাসকদলকে তোপ দেগেছিলেন। সেই সঙ্গে দাবি করে গিয়েছিলেন রাজ্যে নাকি রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। এবার নাম না করে শাহকে পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলে দিলেন, ‘ওরা শিক্ষা জানে না, সংস্কৃতি জানে না।’
যুদ্ধকে ঘিরে বিভাজন ছড়াচ্ছে আরএসএস, বললেন সেলিম-গণশক্তি
ইজরায়েল হামাসের আক্রমণকে ব্যবহার করে গাজার গোটাটাই ধ্বংস করার জন্য আক্রমণ করছে। আর এ দেশে আরএসএস প্যালেস্তাইন বিরোধী, শান্তি বিরোধী, বিভাজন এবং বিদ্বেষ তৈরির প্রচার চালাচ্ছে। হামাসের আক্রমণকে বাহানা করা হচ্ছে। এই প্রচার সম্পর্কে সাবধান থাকতে হবে।
কিছু শিক্ষকপদে নিয়োগের জন্য কাউন্সেলিং শুরুর নির্দেশ দিল হাই কোর্ট, তালিকায় ১৪ হাজার প্রার্থী-আনন্দবাজার পত্রিকা
চাকরিপ্রার্থী শিক্ষকদের একাংশের নিয়োগের কাউন্সেলিং শুরু করতে বলল কলকাতা হাই কোর্ট। তবে একই সঙ্গে আদালত এ-ও জানিয়েছে, কাউন্সেলিং শুরু হলেও নিয়োগ এখনই হচ্ছে না। উচ্চ প্রাথমিকের একটি মেধাতালিকায় নিয়োগের ব্যাপারে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকায় ১৪ হাজারের বেশি প্রার্থী রয়েছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৭