ফার্সি 'যেন্দেগি' زندگی মানে জীবনযাপন (৬৭তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার এ সপ্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ রোববার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিশরীয় ছাত্র মোহাম্মাদ আজ তার দেশের দূতাবাসে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সে একটি ট্যাক্সিতে বসে আছে এবং রাস্তায় যথারীতি প্রচন্ড জ্যাম।
মোহাম্মাদ দূর থেকে দেখে, একটি ভবন থেকে অনেক মানুষ বের হচ্ছে। মোহাম্মাদ ভালো করে লক্ষ্য করে দেখে ওটি একটি গীর্জা। সে এই রাস্তা দিয়ে এর আগে কখনো আসে নি। ফলে সে জানতো না যে, তেহরানে খ্রীষ্টানও আছে এবং তারা উপাসনার জন্য গীর্জাও নির্মান করেছে। গীর্জা থেকে বের হয়ে আসা অনেক মানুষ রাস্তা পার হচ্ছে বলে ট্যাক্সি চালক গাড়ির গতি কমিয়ে দেয়। এ সময় মোহাম্মাদ ট্যাক্সি চালকের সাথে কথা বলে। তাদের সাথে কী কথা হয়, তা জানার আগে চলুন আজকের কথোপকথনে ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
اینجا - کلیسا - یکشنبه - امروز - آنها می آیند - مسیحی - من فکر می کردم - فقط - مسلمان - مسلمان های ایران - زندگی - زندگی می کنند - در تهران ـ یهودی - یهودی ها - زرتشتی ـ کدام - درست است ؟ البته - تعداد - کم - شیعه - بیشتر - بیشتر آنها - سنی - مختلف - دوست - آنها دوست هستند - مجلس - نماینده - همه - گروه - دین - دینی .
এখানে। গীর্জা। রোববার। আজ। তারা আসে। খ্রীস্টান। আমি ভাবতাম। শুধুমাত্র। মুসলমান। ইরানের মুসলমানেরা। জীবন। জীবনযাপন বা বসবাস করে। তেহরানে। ইহুদী। যরাথ্রুষ্ট। কোনটি। ঠিক আছে? তবে। সংখ্যা। কম। শিয়া। বেশীরভাগ। তাদের বেশীরভাগ। সুন্নী। বিভিন্ন। বন্ধু। তারা পরস্পরের বন্ধু। পার্লামেন্ট। نماینده অর্থ প্রতিনিধি, তবে সংসদ সদস্য অর্থেও ইরানের ব্যবহৃত হয়। সকলে। দল। ধর্ম। ধর্মীয়।শ্রোতাবন্ধুরা, এবারে চলুন ট্যাক্সি চালকের সাথে মোহাম্মাদের কথোপকথন শুনি।
محمد - اینجا کلیسا است ؟ راننده تاکسی - بله . اینجا کلیساست . امروز یکشنبه است . مسیحی های تهران یکشنبه ها به اینجا می آیند . محمد - فکر می کردم در تهران فقط مسلمانها زندگی می کنند. راننده ی تاکسی - نه . در تهران ، علاوه بر مسلمانها ، مسیحی ها ، یهودی ها و زرتشتی ها هم زندگی می کنند . محمد - راستی ، زرتشتی ها در کدام شهرهای ایران زندگی می کنند ؟راننده ی تاکسی - در یزد ، کرمان ، اصفهان و تهران . محمد - مسیحی ها چه طور ؟ آنها در کدام شهرها زندگی می کنند ؟ راننده تاکسی - مسیحی ها در تهران ، اصفهان و ارومیه زندگی می کنند . محمد - یهودی ها هم در تهران هستند ، درست است ؟راننده تاکسی - بله . در تهران و شیراز . البته تعداد انها کم است . محمد - مسلمانهای ایران فقط شیعه هستند ؟راننده تاکسی - نه . بیشتر انها شیعه هستند . اما سنی ها هم در شهرهای مختلف ایران زندگی می کنند . محمد - مسیحی ها ، زرتشتی ها و یهودی ها با مسلمانها دوست هستند ؟راننده تاکسی - بله . همه ما ایرانی و دوست هم هستیم . محمد - آنها در مجلس هم نماینده دارند ؟راننده تاکسی - بله . همه ی گروههای دینی ایران در مجلس نماینده دارند .
মোহাম্মাদ : এটি কি গীর্জা? ট্যাক্সি চালক : হ্যাঁ। এটি গীর্জা। আজ রোববার। তেহরানের খ্রীষ্টানরা প্রতি রোববার এখানে আসে।মোহাম্মাদ : আমি ভাবতাম, তেহরানে বুঝি শুধু মুসলমানরাই বসবাস করে।ট্যাক্সি চালক : না। তেহরানে মুসলমান ছাড়াও খ্রীস্টান, ইহুদী ও জরাথ্রুষ্টরাও বসবাস করে।মোহাম্মাদ : ও হ্যাঁ, জরাথ্রুষ্টরা ইরানের কোন কোন শহরে বাস করে?ট্যাক্সি চালক : ইয়াযদ, কেরমান, ইস্পাহান ও তেহরানে।মোহাম্মাদ : খ্রীষ্টানদের অবস্থা কেমন? তারা কোন কোন শহরে বসবাস করে?ট্যাক্সি চালক : খ্রীস্টানরা তেহরান, ইস্পাহান ও ওরুমিয়েতে বাস করে।মোহাম্মাদ : তেহরানে ইহুদীরাও থাকে, ঠিক বলেছি?ট্যাক্সি চালক : হ্যাঁ। তারা তেহরান ও শিরাযে থাকে। অবশ্য তাদের সংখ্যা খুব কম।মোহাম্মাদ : ইরানের মুসলমানরা কি সবাই শিয়া?ট্যাক্সি চালক : না। তাদের বেশীর ভাগ শিয়া। তবে ইরানের বিভিন্ন এলাকায় সুন্নীরাও বসবাস করে।মোহাম্মাদ : খ্রীস্টান, জরাথ্রুষ্ট ও ইহুদীদের সাথে মুসলমানদের মুসলমানদের সম্পর্ক কি ভালো?ট্যাক্সি চালক : হ্যাঁ। আমরা সবাই ইরানী এবং পরস্পরের বন্ধু।মোহাম্মাদ : পার্লামেন্টে কী তাদের প্রতিনিধি আছে?ট্যাক্সি চালক : হ্যাঁ। ইরানের পার্লামেন্টে সব ধর্মের প্রতিনিধি রয়েছে।
ট্যাক্সি চালক মোহাম্মাদকে জানায় যে, ইরানের পার্লামেন্ট বা মজলিসে শুরায়ে ইসলামীতে সকল ধর্মের প্রতিনিধি বা সংসদ সদস্য রয়েছে এবং সরকারী অফিস আদালতেও সকল ধর্মের মানুষ সহজেই কাজ পেতে ও করতে পারে। অমুসলিমদের ছেলেমেয়েরা স্কুলে নিজেদের ধর্ম শিক্ষা লাভ করতে পারে এবং এসব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করে। ইরানে মুসলমানদের সাথে অন্যান্য ধর্মের অনুসারীরা কোন ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ইরানে কখনো কোনদিন সাম্প্রদায়িক সহিংসতা ঘটে নি। তো পাঠক! আমরা বিশ্বের সব দেশে এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে ফার্সি ভাষা শিক্ষার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/৫