ফার্সি ভাষায় কেত'ব كتاب মানে বই (১০৬তম পর্ব)
মুহাম্মাদ এবং তার বন্ধু রমিন তেহরান বাজারে গেছে। দুপুরে নামায পড়ার জন্যে তারা বাজারের মসজিদে যায়। এই মসজিদটি তেহরানের প্রাচীন মসজিদগুলোর একটি।
নামায শেষে তারা এক কোণে বসে এবং মুহাম্মাদ তাক থেকে এক জিলদ কোরআন নিয়ে খোলে। কোরআন শরীফের পাতার চারদিক বিচিত্র রঙের নকশায় সজ্জিত। মুহাম্মাদ কোরআনের পাতা উল্টায় আর নকশাগুলো দেখে মুগ্ধ হয়। এ রকম উজ্বল বর্ণালী কাজ মুহাম্মাদ এই প্রথম দেখছে। বইয়ের পাতার চারপাশ ফুলপাখির নকশায় অলংকৃত করাটা ইরানের প্রাচীন একটা হস্তশিল্পের নিদর্শন।
কোরআন যখন থেকে বাঁধাই করা বইয়ের রূপ পেলো তখন থেকেই ইরানীরা কোরআনের পৃষ্ঠাগুলোকে এভাবে সুন্দর কারুকাজের মাধ্যমে অলংকৃত করে। এই শিল্পসহ ইরানের হস্তশিল্প এবং অপরাপর শিল্পের স্বর্ণযুগ ছিল সাফাভি শাসনামল। খ্রিষ্টিয় ১৬ শতকের শুরু থেকে ১৮ শতক পর্যন্ত সাফাভিরা শাসন করেছিল। যাই হোক,আমরা বরং আজকের আসরে ব্যবহৃত নতুন শব্দগুলোর দিকে মনোযোগ দেই।
قرآن - چه قدر - اين است - همينطور - نقش - نقش ها - نقاشی - جالب - حاشیه - چيست - صفحه - هنر - تذهیب - تذهيب كاري - ما می گوییم - تزيین - صفحه - صفحه ها - كتاب - فقط - مخصوص - علمی - تاریخی - مهم - آن انجام می شود - از چه زمانی ؟ - آن آغاز شده است - هیچ کس - او می داند - او نمي داند - دوره ی ساسانیان - يعني - کمی - قبل از - اسلام وجود - آن وجود داشته است - ظريف - رنگارنگ - موزه - موزه ها - جهان - وجود دارد - کشور - کشورها - دیگر - هست - بهترین -
কোরআন, কতো, এটা, ঠিক তাই , নকশা, নকশাগুলো, চিত্র বা চিত্রকর্ম, চমৎকার ,বইয়ের পৃষ্ঠার চারপাশ, কী, পৃষ্ঠা, শিল্প, তাজহিব হলো বইয়ের পৃষ্ঠার চারপাশের বর্ণালী শিল্পকর্ম বা ইলাস্ট্রেশান..... আমরা বলি, সাজসজ্জা, পৃষ্ঠা, পৃষ্ঠাগুলো, বই, কেবল, বিশেষ, বৈজ্ঞানিক, ঐতিহাসিক,গুরুত্বপূর্ণ, সম্পন্ন করা হবে, কখোন থেকে, তা শুরু হয়েছে, কেউ না, সে জানে,সে জানে না , সাসানীয় শাসনামলে, অর্থাৎ, একটু, আগে, ইসলামের অস্তিত্ব,তার অস্তিত্ব ছিল, বুদ্ধিমান অথবা সুদর্শন, রং-বেরং, যাদুঘর, যাদুঘরগুলো, বিশ্ব, আছে (অস্তিত্ব অর্থে), দেশ, দেশগুলো, অন্য, আছে , সর্বোত্তম।
তো এবার চলুন দেখা যাক মুহাম্মাদ এবং রমিন লতাপাতাময় বর্ণালী চিত্রশিল্প নিয়ে কী বলে!
محمد - این قرآن چه قدر زيبا است ! رامین - بله . همينطور است . محمد - این نقش هاي جالب در حاشیه ی قرآن چیست ؟ رامین - به این هنر ، تذهیب می گوییم . تذهیب ، هنر تزيین صفحه های کتاب است . محمد - هنر تذهیب فقط مخصوص قرآن است ؟رامین - نه ، تذهیب روی کتابهای علمی و تاریخی مهم نيز انجام می شود . محمد - این هنر از چه زمانی آغاز شده است ؟ رامین - هیچ کس نمی داند . اما از دوره ی ساسانیان یعنی کمی قبل از اسلام ، هنر تذهیب در کتابها وجود داشته است . محمد - نقش های صفحه های این قرآن ، ظريف و رنگارنگ است . رامین - کتابهای زيادي از ایران با هنر تذهیب در موزه های جهان وجود دارد . محمد - هنر تذهیب در کشورهای دیگر هم هست ؟ رامین - بله . ولی تذهیب ایرانی بهترین تذهیب در جهان است .
মুহাম্মাদঃ এই কোরআনটি কী সুন্দর!রমিনঃ হ্যাঁ,ঠিক তাই!মুহাম্মাদঃ কোরআনের পৃষ্ঠার চারপাশের সুন্দর নকশাগুলো কী!রমিনঃ এই শিল্পটাকে আমরা তাজহিব বা ইলাস্ট্রেশান বলি। এটা বইয়ের পাতা সাজানোর শিল্প।মুহাম্মাদঃ তাজহিব শিল্পটা কি কেবল কোরআনের জন্যেই নির্দিষ্ট ?রমিনঃ না,ইলাস্ট্রেশান বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বইতেও করা হয়।মুহাম্মাদঃ এই শিল্পের সূচনা কবে থেকে ?রমিনঃ কেউ জানে না। তবে সাসানীয় আমলে অর্থাৎ ইসলামের অল্প আগেকার বইতেও এই তাজহিব শিল্পের অস্তিত্ব ছিল।মুহাম্মাদঃ এই কোরআন শরীফের পৃষ্ঠাগুলোর কারুকাজ বেশ সুন্দর এবং রং-বেরঙের।রমিনঃ বিশ্বের যাদুঘরগুলোতে তাজহিব কারুকার্যময় বহু ইরানী বই আছে।মুহাম্মাদঃ অন্যান্য দেশেও কি এই তাজহিব বা ইলাস্ট্রেশান শিল্পটি আছে?রমিনঃ হ্যাঁ! তবে ইরানী তাজহিব শিল্প বিশ্বসেরা।

হ্যাঁ, ঠিক। রমিন যেমনটি বললো, ইরানী তাজহিব শিল্প বিশ্বসেরা। প্রাচীনকাল থেকে বৈজ্ঞানিক,সাংস্কৃতিক গ্রন্থ এবং কোরআন ও কাব্যগ্রন্থ তাজহিব শিল্পের সাহায্যেই অলংকরণ করা হেেতা। অর্থাৎ বইয়ের পৃষ্ঠার চারপাশে রং-বেরঙের অতি সূক্ষ্ম চিত্রকর্মের সাহায্যে কারুকার্য করা হতো। ইরানের এই তাজহিব শিল্প তুরস্কসহ আরব দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলে।
তাজহিব অত্যন্ত সুদর্শন একটি শিল্পকর্ম। চিত্রশিল্পের মতো এরও রয়েছে যুগ ভিত্তিক নির্দিষ্ট আদর্শ। বিভিন্ন রকমের ফুল-পাখি আর পাতার নকশাই এতে বেশি করা হয়। তবে কোরআন বা দোয়ার বইতে জ্যামিতিক এবং আরব্য ডিজাইন বেশি ব্যবহৃত হয়। ইরানী তাজহিবে সাধারণত নীল, হলুদ, সবুজ, লাল, কমলা এবং সোনালী রঙের মতো উজ্জ্বল এবং আনন্দময় রঙগুলোই বেশি ব্যবহৃত হয়। সোনার প্রলেপযুক্ত তাজহিব কেবল কোরআনের মতো গুরুত্বপূর্ণ বইতেই করা হয়। এই ধরনের কোরআন বা বইগুলো প্রাচীনকালে রাজা-বাদশাদেরকে উপহার দেওয়া হতো। বিশ্বের বিখ্যাত যাদুঘরগুলোতে ইরানী তাজহিব কর্মের নিদর্শনবহুল অনেক বই সংরক্ষিত আছে। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো। সে আসরে আমরা মসজিদে ইরানী হস্তশিল্পের আরেকটি নিদর্শনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। খোদা নেগাহদর।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন