ফার্সি ভাষায় হুকুমাত حکومت মানে শাসন ব্যবস্থা (১৪৬তম পর্ব)
পাঠক ! গত আসরে আমরা ইরানের প্রাচীন সড়ক সম্পর্কে আলোচনা করছিলাম । বিগত অনুষ্ঠানের আমাদের আলোচণার বিষয় ছিল রেশম পথ । আজকের অনুষ্ঠানেও মুহাম্মদ ও সাঈদ ইরানের প্রাচীন পথ নিয়ে আলোচনা করবে ।
আজকের অনুষ্ঠানে আলোচনা হবে ইরানের একটি প্রাচীন পথ নিয়ে যা "রাজকীয় পথ" নামে পরিচিত । প্রায় ২৫০০ বছর পূর্বে হাখামানেশিয়োদের শাসন আমলে এই পথ তৈরী করা হয় । হাখামানেশিয়ো রাজা কুরুশ ও রাজা দারিয়ুশ ১ম এর শাসন আমলে তৈরী এ পথটি ছিল খুবই গুরুত্বপূর্ণ । হাখামানেশিয়োদের শাসন আমলে ইরানিরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও শহর নির্মাণে অনেক উন্নতি সাধন করেছিল । প্রাচীন মানচিত্র থেকে সহজে বোঝা যায় ইতিহাসের সেসময়ে ইরানের বিস্তৃতি ছিল সর্বাধিক। সেসময় বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও ডাক ব্যবস্থার সম্প্রসারণে ইরানিদের অবদান ছিল অপরিসীম । রাজধানী থেকে দুরবর্তী স্থানে স্বল্প সময়ে রাষ্ট্রীয় চিঠিপত্র প্রেরণের জন্য ব্যবহৃত হত বার্তাবাহক ও দ্রুতগতি সম্পন্ন ঘোড়া । পথে একটা নির্দিষ্ট দুরত্ব পর পর ছিল বিরতির স্থান যেখানে একজন বার্তাবাহক ঘোড়া নিয়ে সদা প্রস্তুত থাকতো । একটি বিরতিস্থলে বার্তা পৌঁছার সাথে সাথেই সেখানে প্রতীক্ষমান বার্তাবাহক ঘোড়া ছুটিয়ে সে বার্তা নিয়ে যেত পরবর্তী বিরতিস্থলে। এভাবে কম সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে চিঠিপত্র পৌঁছান হত । তাই নিরাপদ ও সুবিধাজনকভাবে ভ্রমণ ও ডাক সামগ্রী পাঠানোর উপযোগী করে তৈরী করা হয়েছিল ইরানের সড়কগুলো । আসুন আজকের আসরের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া যাক ।
درمورد - حکومت - هخامنشیان - وضعيت - آن زمان - تو اطلاع داري - من مي دانم - سال - آنها حکومت می کردند - کوروش - معروف ترين - پادشاه - دوره - زمان - پُست - شیوه - امروزی - رايج بوده است - چگونه - تو مي داني - بزرگتر - امروز - بوده است - ارسال - نامه - بسته - شبكه پستي - آنها ايجاد كرده بودند - مهمتر - اداري - حكومتي - راه - راهها - ايمن - مناسب - آن لازم بود - تازه - من فهمیدم - چه چيزي - تو صحبت مي كني - تو مي خواهي صحبت كني - تو حرف بزني - باستانی - آن نام دارد - جاده - جاده شاهی - مخصوص - پادشاهان - شاید - دلیل - آنها می گفتند - فرمان - آن ساخته شده است - طول -بوده است - چقدر - طولاني - البته - آن تعجب ندارد - بسيار بزرگ - بندر - یونان - سارد - متصل می کرده است .
বিষয়ে / শাসন ব্যবস্থা /প্রায় ২৫০০ বছর পূর্বের ইরানের একটি শাসক গোষ্ঠীর নাম / পরিস্থিতি / সেই কাল / তোমার কাছে তথ্য আছে /আমি জানি / বছর / তারা শাসন করতো / ইরানের একজন রাজার নাম / বিখ্যাত / রাজা / কোন নির্দিষ্ট সময়কালে /সময় বা কাল / ডাক ব্যবস্থা /পদ্ধতি / আধুনিক /সেটি প্রচলিত ছিল /কিভাবে / তুমি জান / অপেক্ষাকৃত বড় / আজ /সেটি ছিল / পাঠানো / চিঠি / প্যাকেট / ডাক ব্যবস্থা / তারা তৈরী করেছিল / অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ সর্বধিক গুরুত্বপূর্ণ / ব্যবস্থাপনা /রাষ্ট্রীয় / পথ / পথ সমুহ /নিরাপদ / উপযোগী / সেটি প্রয়োজন ছিল / নতুন /আমি বুঝতে পারলাম / কোন বস্তু /তুমি কথা বলছো / তুমি বল / প্রত্মতাত্ত্বিক / সেটির নাম হচ্ছে / পথ /ইরানের একটি পথের নাম / বিশেষ /রাজা-বাদশাহরা / হয়তো /কারণ / তারা বলতো / আদেশ /সেটি তৈরী হয়েছে / দৈর্ঘ্য / সড়ক /২৪০০/ কিলোমিটার /সেটি ছিল /কতটুকু /দীর্ঘ / অবশ্য / সেটি অবাক করার মত নয়/ অনেক বড় /বন্দর / গ্রীস /শহর / একটি শহরের নাম /সেটি সংযুক্ত করতো/ /

পাঠক ! নতুন শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল । আসুন মুহাম্মদ ও সাঈদের কথোপকথন শোনা যাক ফার্সীতে শোনার আগে যথারীতি আপনাদের জন্য একবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি ।
سعید - آيا تو درمورد حکومت هخامنشیان و وضعیت ایران در آن زمان ، اطلاعي داری ؟محمد - بله . می دانم که هخامنشیان دو هزار و پانصد سال پیش بر ایران حکومت می کردند .سعید - کوروش ، معروفترین پادشاه آن دوره است . در زمان او ، پُست به شیوه امروزی رايج بوده است .محمد - چگونه ؟سعید - می دانی که ایران در زمان هخامنشیان بسیار بزرگتر از ایران امروز بوده است .محمد - پس برای ارسال نامه ها و بسته ها ، شبكه پستي ايجاد كرده بودند ؟سعید - بله . مهمتر از همه ، نامه های اداری و حکومتی بود . برای ارسال نامه ها ، راههای ايمن و مناسب ، لازم بود .محمد - تازه فهمیدم درباره چه چيزي مي خواهي صحبت كني . می خواهی درباره راههای ایران حرف بزني .سعید - بله . مهمترین و معروفترین راه باستانی ایران ، جاده شاهی نام دارد .محمد - آيا اين جاده مخصوص پادشاهان هخامنشي بوده است ؟سعید - نه . شاید به این دلیل به آن جاده شاهی می گفتند که اين جاده به فرمان کوروش و در زمان حکومت وي ساخته شده است . طول این جاده ২৪০০ کیلومتر بوده است .محمد - اين راه چقدر طولانی بوده ! البته تعجبی ندارد ، چون ایران در آن زمان بسیار بزرگ بوده است .سعید - بله . این راه ، يكي از بندرهاي یونان را به شهر " سارد " در ایران متصل می کرده .
সাঈদ- তুমি কি হাখামানেশিয়ো ও তাদের শাসন আমলে ইরানের পরিস্থিতি সম্পর্কে কিছু জান?মুহাম্মদ- হ্যাঁ । আমি জানি যে হাখামানেশিয়োরা দু'হাজার পাচঁশ বছর পূর্বে ইরানে রাজত্ব করতো ।সাঈদ- করুশ ছিল সে আমলের একজন বিখ্যাত রাজা । তার আমলে আধুনিক পদ্ধতির ডাক ব্যবস্থা প্রচলিত ছিল ।মুহাম্মদ- কিভাবে ?সাঈদ- তুমি কি জান হাখামানেশিয়োদের সময় ইরানের বিস্তৃতি , আজকের ইরানের চেয়েও অনেক বড় ছিল ।মুহাম্মদ- তাহলে কি চিঠি ও ডাক সামগ্রী প্রেরণের জন্য ডাক ব্যবস্থার প্রচলন করা হয়েছিল?সাঈদ- হ্যাঁ । সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল রাষ্ট্রীয় ও প্রশাসনিক চিঠিপত্র । চিঠিপত্র প্রেরণের জন্য নিরাপদ ও সুবিধাজনক পথের প্রয়োজন ছিল ।মুহাম্মদ - সবেমাত্র বুঝতে পারলাম তুমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছ । তুমি ইরানের পথগুলো সম্পর্কে বলতে চাচ্ছ ।সাঈদ- হ্যাঁ । ইরানের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত প্রাচীন পথটির নাম হচেছ "রাজকীয় পথ" ।মুহাম্মদ - এই পথটি কি শুধুমাত্র হাখামানেশিয়ো রাজাদের ব্যবহারের জন্য ছিল ?সাঈদ - না । হয়তো এটিকে এ কারনে রাজকীয় পথ বলা হয়, যেহেতু এটি রাজা কুরুশের আদেশে ও তার শাসন আমলে তৈরী হয়েছিল । এই পথের দৈর্ঘ্য ছিল ২৪০০ কিলোমিটার ।মুহাম্মদ- এই পথ কত দীর্ঘ ছিল ! অবশ্য এটি হতবাক করার মত নয় । কারন সে সময় ইরান অনেক বড় ছিল ।সাঈদ- এই পথ গ্রীসের একটি বন্দরকে ইরানের "সারদ" শহরের সাথে সংযুক্ত করেছিল ।
পাঠক ! মুহাম্মদ ও সাইদের আলোচনায় ঠিক যেমনটি শুনেছেন, সেসময় চিঠিপত্রের আদান-প্রদান ও ভ্রমণের জন্য যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ঘটেছিল ও তৈরী হয়েছিল অনেক পথ । সে সময় রাজা কুরুশ তার রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার জন্য অনেক সড়ক নির্মাণের আদেশ দিয়েছিল । এই পথগুলোতে ছিল বিরতি স্থল, যেখানে ঘোড়া সদা প্রস্তুত থাকতো । তাই বলা যায় সর্বপ্রথম ইরানে ডাক ব্যবস্থার প্রচলন হয়েছিল । সে সময়কার রাজা-বাদশাহরা ইরানকে সমৃদ্ধির শিখরে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে ছিল । প্রখ্যাত গ্রীক ঐতিহাসিক হেরুডুটের ভাষ্যমত ইরানে ভ্রমণকারীদের জন্য নির্মিত পরিপাটি অতিথিশালাগুলোয় ছিল ভ্রমণকারীদের বিশ্রাম নেওয়ার সুব্যবস্থা । হেরুডুট ও বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা থেকে সহজেই বোঝা যায় যে সে সময় ইরানে রাজধানী থেকে বিভিন্ন শহরের মধ্যে এবং ছোট-বড় বিভিন্ন শহরের মধ্যে যাতায়তের জন্য অনেক সড়ক নির্মিত হয়েছিল । "রাজকীয় পথ" বিভিন্ন জনবসতিপূর্ণ শহরকে সংযুক্ত করেছিল রাজধানীর সাথে এবং এর অংশ বিশেষ সংযুক্ত হয়েছিল সমুদ্র বন্দরের সাথে যার মাধ্যমে ভ্রমণকারীরা জাহজে চড়ে দেশ-বিদেশে যেত । স্থলপথের বেশিরভাগই ছিল পাথর বিছানো । অসংখ্য সড়ক ও সম্প্রসারিত ডাক ব্যবস্থা প্রমাণ করে যে ইরানিরা সুদূর অতীত থেকেই উন্নত রাষ্ট্র ব্যবস্থার সাথে পরিচিত ছিল।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।