ফেব্রুয়ারি ০৯, ২০২০ ১৬:১৮ Asia/Dhaka

পাঠক, ফার্সি ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ সপ্তাহে ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ ও তার বন্ধুদের পরীক্ষা শেষ হবে ।

তাই মোহাম্মাদ পড়ালেখার ক্লান্তি দুর করতে ইরানের কোন একটি স্থানে ভ্রমণে যেতে চায় । শীতকালে তেহরানের আবহাওয়া থাকে প্রচণ্ড ঠাণ্ডা এবং এ সময় এখানে প্রচুর বৃষ্টি হয় । মোহাম্মাদের মতে, এ সময় ইরানের দক্ষিণাঞ্চল ভ্রমনের জন্য খুবই উপযুক্ত, কারণ, এখন সেখানে বসন্তের আবহাওয়া বিরাজ করছে । সে পারস্য উপসাগর ও সেখানকার দ্বীপগুলো সম্পর্কে জানতে চায় । ইরানের দক্ষিণে অবস্থিত পারস্য উপসাগরে ইরানের ছোট-বড় ৩০টি দ্বীপ আছে । এই উপসাগরটি সুদূর অতীত থেকেই পারস্য উপসাগর বা পারস্য সাগর নামে বিখ্যাত ছিল । খ্রিস্টপূর্ব দুই হাজার সাল থেকে এখানে জাহাজ চলাচল করতো । এই উপসাগরকে ঘিরে মধ্যপ্রাচ্যের ইতিহাস আবর্তিত হয়েছে। বিগত শতাব্দি থেকে এখন পর্যন্ত পশ্চিমা ঔপনিবেশবাদী দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে । তারা তাদের অশুভ লক্ষ্য অর্জনের জন্য এ অঞ্চলে যুদ্ধের দাবানল ছড়িয়ে দেয় । পারস্য উপসাগরে ইরানের বৃহত্তম দ্বীপ কেশ্মে মোহাম্মাদ ও তার বন্ধুরা বেড়াতে যায় । এ সম্পর্কে মোহাম্মাদ ও রমিনের মধ্যে কী কথা হয় তা আপনাদের শোনাবো। তবে তার আগে চলুন কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেয়া যাক।

  سفر - امتحان - برنامه - راستش - تعطيل - هوا - سرد - جنوب - خلیج فارس - الان - معتدل - بهاري - جزيره - نظرت - چيست ؟ - پيشنهاد - كدام - مي داني - حدود - مناسب - جاها - ديدني - حتما ً - جالب - تاریخی - مهم - جاذبه - طبيعي - فراوان - درضمن - منطقه آزاد تجاری - امكانات - سالها - اخير - زيبا - متعدد - زمستانی - بهتر - امروز.  

ভ্রমণ / পরীক্ষা / অনুষ্ঠান / সত্যিকার অর্থে / ছুটি / হাওয়া বা বাতাস আবহাওয়া অর্থেও هوا শব্দটি ব্যবহৃত হয় / ঠাণ্ডা / দক্ষিণ / পারস্য উপসাগর / এখন / নাতিশীতোষ্ণ / বসন্তকালীন / দ্বীপ / তোমার মতামত কি? / পরামর্শ / কোনটি / তুমি জান / প্রায় / উপযুক্ত / স্থানগুলো/ দর্শণীয় / অবশ্যই / চমকপ্রদ / ঐতিহাসিক / গুরুত্বপূর্ণ / আকর্ষণ / প্রাকৃতিক / প্রচুর / প্রসঙ্গত / মুক্ত বাণিজ্যিক এলাকা / সুযোগ-সুবিধা / বহু বছর / সাম্প্রতিক / সুন্দর / বিভিন্ন / শীতকালীন / অপেক্ষাকৃত ভাল / আজ ।

পাঠক, আজকের কথোপকথনে ব্যবহৃত কিছু শব্দের অর্থ শুনলেন। এবারে চলুন মোহাম্মাদ ও রমিনের মধ্যকার আলাপচারিতা শোনা যাক। কথোপকথনটি আমরা বাংলায় অনুবাদ করে দিচ্ছি।

محمد - مدتی است به سفر نرفته ام . دوست دارم بعد از امتحانات به سفر بروم . تو برنامه ای نداری ؟رامین - راستش نه ! من هم برنامه ای برای تعطیلات ندارم . در این هوای سرد به کجا برویم ؟محمد - چرا به جنوب ايران و خلیج فارس نرويم ؟رامین - خوب است . الان در جنوب ايران ، هوا معتدل و بهاری است .محمد - پس می توانيم به خلیج فارس و جزایر آن برويم . نظرت چیست ؟رامین - با پيشنهاد تو موافقم .محمد - کدام جزیره را براي سفر پیشنهاد می کنی ؟رامین - می دانی در خلیج فارس ، حدود 30 جزیره متعلق به ایران است . اما قشم و کیش برای سفر از همه مناسب تر هستند .محمد - جزیره قشم چه جاهاي ديدني اي دارد ؟رامین - سفر به جزیره قشم حتما ً برای تو جالب است . چون این جزیره ، هم از نظر تاریخی مهم است و هم جاذبه های طبیعی آن ، فراوان است . درضمن يك منطقه آزاد تجاري در جزيره قشم وجود دارد .محمد - پس حتما ً اين جزيره امكانات مناسبي براي سفر دارد .رامین - بله . در سالهای اخیر ، هتل های بزرگ و زیبا و بازارهای متعددی در قشم ساخته شده است . در این هوای سرد و زمستانی تهران ، هیچ جايي بهتر از سفر به جزایر خلیج فارس نیست .محمد - فکر می کنم سعید هم از این پیشنهاد استقبال کند . امروز به او تلفن می کنم .

মোহাম্মাদ - অনেকদিন হয় কোথাও ভ্রমণে যাইনি । আমি পরীক্ষার পর ভ্রমণে যেতে চাই । (এ সম্পর্কে) তোমার কোন পরিকল্পনা নেই?রমিন - না নেই । আমারও ছুটির দিনগুলো কাটানোর জন্য কোন পরিকল্পনা নেই । এই ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে আবার আমরা কোথায় যাবো?মোহাম্মাদ- আমরা ইরানের দক্ষিণে পারস্য উপসাগরে যাই না কেন ?রমিন- চমৎকার । এখন ইরানের দক্ষিণে বসন্তকালীন নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে।মোহাম্মাদ - তাহলে আমরা পারস্য উপসাগর ও তার দ্বীপগুলোতে যেতে পারি । তোমার কী মত?রমিন - তোমার প্রস্তাবে রাজী আছি। মোহাম্মাদ- তোমার মতে, আমরা কোন দ্বীপ সফরে যেতে পারি?রমিন - তুমি কি জান পারস্য উপসাগরে ইরানের প্রায় ৩০ টি দ্বীপ আছে । তবে এসবের মধ্যে কেশম ও কিশ দ্বীপ ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী।মোহাম্মাদ - কেশম দ্বীপে কি কি দর্শনীয় স্থান আছে?রমিন - কেশম দ্বীপে ভ্রমণ তোমার জন্য অবশ্যই খুবই চমকপ্রদ হবে । কারণ এই দ্বীপ ঐতিহাসিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অনেক প্রাকৃতিক নিদর্শনও সেখানে আছে । সেই সাথে কেশম দ্বীপে একটি মুক্ত বাণিজ্যিক এলাকাও রয়েছে।মোহাম্মাদ - তাহলে তো এই দ্বীপে ভ্রমণ উপযোগী সুযোগ- সুবিধা আছে ।রমিন- হ্যাঁ । সাম্প্রতিক বছরগুলোতে কেশমে অনেক বড় ও সুন্দর হোটেল এবং বিভিন্ন ধরনের বাজার তৈরী করা হয়েছে । তেহরানের এই ঠাণ্ডা ও শীতকালীন আবহাওয়া ছেড়ে ভ্রমনের জন্য পারস্য উপসাগরের চেয়ে ভালো কোন স্থান আর হতে পারে না।মোহাম্মাদ - আমার মনে হয় সাঈদও এই প্রস্তাব সমর্থন করবে। আজ আমি তাকে ফোন করবো।

পাঠক, মোহাম্মাদ যেমনটি আশা করেছিলো, সাঈদও তাদের প্রস্তাবে সম্মত হল এবং সবাই একই সাথে কেশম দ্বীপে গেল । এই দ্বীপটি হরমুয প্রণালীর নিকটে অবস্থিত । এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান সাগরের সাথে সংযুক্ত করেছে। কেশম দ্বীপে খ্রিস্টপূর্ব যুগের মানব বসতির নিদর্শন রয়েছে। অন্যদিকে বিভিন্ন ধরনের সুপেয় পানির ঝর্ণা সমুদ্র উপকুলবর্তী বনভুমি, বিভিন্ন ধরনের জীবজন্তু এ দ্বীপের আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে। মোহাম্মাদ, সাঈদ ও রমিন একসাথে কেশম দ্বীপে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বসন্তের চমৎকার আমেজে কেশমের সমুদ্র সৈকত, সুন্দর সুন্দর হোটেল ও বাজার, নৌভ্রমণ আর বিভিন্ন ধরনের মজাদার সামুদ্রিক খাদ্য এই ভ্রমণকে তাদের কাছে স্মৃতিময় করে রাখবে । তাদের ইচ্ছে জাহাজে করে কেশম দ্বীপে যাবে এবং সেখানকার দর্শনীয় স্থানগুলো দেখবে। তাদের সাথে কেশম দ্বীপে যাওয়ার জন্য আগামী আসরে আমাদের সাথে থাকতে ভুলবেন না।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/০৯

ট্যাগ