ধর্ষণ: ইনজেকশন দিয়ে ধর্ষকের পুরুষত্ব কেড়ে নেয়ার আইন পাস-পাকিস্তানে
শ্রোতা/পাঠক!২৫ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- কর্মকর্তার সংখ্যা কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর-যুগান্তর
- ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে-শিক্ষামন্ত্রী -প্রথম আলো
- গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে-বাংলাদেশ প্রতিদিন
- মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া করল রাশিয়া, জাপান সাগরে উত্তেজনা-ইত্তেফাক
- বিএনপির মুখে গণতন্ত্র ভূতের মুখে রাম ধ্বনির মতো-সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
- কোভ্যাক্স সুবিধায় ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ-সমকাল
- পররাষ্ট্রমন্ত্রী ও সচিব করোনা ভাইরাসে আক্রান্ত-মানবজমিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- সিপিএম, বিজেপি লোভী আর ভোগী, তৃণমূল ত্যাগী, বাঁকুড়া থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মমতার-সংবাদ প্রতিদিন
- ফের উদ্বেগ বাড়ল ভারতের করোনা গ্রাফ-আনন্দবাজার পত্রিকা
- বিহারে স্পিকার পদ দখলে নিয়ে ‘চক্রব্যূহ’ দৃঢ় করল বিজেপি-আনন্দবাজার পত্রিকা
- আরও ভয়ঙ্কর ‘নিভার’ আজ রাতেই আছড়ে পড়ছে তামিলনাড়ু ও পুদুচেরিতে-আজকাল
শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. যুবলীগের সাবেক নেতা কাজী আনিছুর রহমানের শতকোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন -দুদক। কী বলবেন আপনি?
২. ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করল কাতার। এই নিয়োগের বিশেষ গুরুত্ব কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
খাঁটি দুধের নামে কী খাই আমরা!-দৈনিক যুগান্তর
গাভীর খাঁটি দুধের নামে কী খাচ্ছি আমরা। উচ্চমূল্য আর বাজারে দুধের ব্যাপক চাহিদা মাথায় রেখে সাটুরিয়ায় তৈরি হচ্ছে ভেজাল বা নকল দুধ। দেখতে উন্নতমানের দুধ মনে হলেও আসলে তা কেমিক্যাল মিশ্রিত পানি।এক মণ পানির সঙ্গে পাঁচ কেজি ইকোজেট পাউডার আর ১শ' গ্রাম এরারুট পাউডার দিলেই দেখতে উন্নতমানের দুধ তৈরি করা যায়- এমনি চমকপ্রদ তথ্য দিলেন রাজ্জাক নামে সাটুরিয়ার ভেজাল দুধ ব্যবসায়ী।
সাটুরিয়ায় ভেজাল দুধ তৈরি করে বাজারে সরবরাহের দায়ে আবদুর রাজ্জাক (৬০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুকুরহাটি গ্রামে অভিযান চালিয়ে ২৭০ কেজি নকল দুধসহ তাকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি গ্যালনে নকল দুধ, দুই কেজি এরারুট পাউডার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাজ্জাককে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
ফুকুরহাটি গ্রামের মৃত বিশুরুদ্দিনের পুত্র ভেজাল দুধ ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, এক মণ পানির মধ্যে পাঁচ কেজি ইকোজেড ও ১০০ গ্রাম এরারুট পাউডার দিলেই দেখতে উন্নতমানের দুধ তৈরি হয়ে যায়। প্রতিদিন ঢাকার মহাজনদের চাহিদা মতো ৮-৯ মণ দুধ সরবরাহ করতে হয়। ওই বাড়তি চাহিদা পূরণে অতি লোভের আশায় এটা করি। এ ব্যবসা শুধু আমি একাই করি না, যারা দুধ ঢাকায় সরবরাহ করে তারা সবাই এ কাজ করে।
এ ঘটনা থেকে এমন প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক নয় যে দুধ নিয়ে দেশের অন্যান্য স্থানের চিত্রটি আসলে কী? তাছাড়া ভেজাল নিয়ে প্রায়শ পত্রিকার পাতায় নানা খবর বের হচ্ছে। খাবারে, প্রসাধনীসহ বিভিন্ন ক্ষেত্রে ভেজাল যেন সমাজ জীবনের সংঙ্গী। তবে অভিযানও চলছে ভেজালের বিরুদ্ধে। কিন্তু তা কতটা ফলপ্রসূ হচ্ছে জনজীবনে! সরকার এবং দেশের মানুষ অবশ্যই ভেজাল মুক্ত হতে চায়। কিন্তু অসৎ একটি শ্রেণি এবং বলা চলে একটি সিন্ডিকেট ভেজাল কার্যক্রম থেকে বিরত হচ্ছে না। এটি দুঃখজনক।
পাকিস্তানে ইনজেকশন দিয়ে ধর্ষকের পুরুষত্ব কেড়ে নেয়ার আইন পাস-দৈনিক মানবজমিন

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলেই ধর্ষককে রাসায়নিক ইনজেকশন দিয়ে তার পুরুষত্ব হরণ করা হবে, পাকিস্তানের সংসদ এই মর্মে আইন পাস করেছে। এতে প্রধানমন্ত্রী ইমরান খানেরও অনুমোদন মিলেছে। খবরটি দিয়ে পাকিস্তানের অন্যতম প্রধান টিভি নিউজ চ্যানেল জিও টিভি জানিয়েছে, দেশে ক্রমবর্ধমান যৌন নিগ্রহ ও ধর্ষণের ঘটনা রুখতে সরকার বাধ্য হচ্ছে এই ব্যবস্থা নিতে। এ ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানের যে প্রথার সাহায্য নেয়া হচ্ছে তার নাম ক্যাস্টাসইজেশন। এই প্রথায় রাসায়নিক ইনজেকশন প্রয়োগ করে চিরতরে পুরুষত্ব বিলোপ করা যায়। বহু দেশে নাবালিকা ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বহাল থাকলেও পাকিস্তানের নেয়া এই সাজা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, পাকিস্তানে তেহরিক ই ইনসাফ সরকারের আমলে ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনা বেড়ে গেছে। পাকিস্তানের আইনসভায় দীর্ঘ বিতর্কের পর সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে জানিয়েছে জিও টিভি। ২০১৮ সালের একটি ধর্ষণের ঘটনা থেকেই আজকের এই সিদ্ধান্ত।
বাংলাদেশেও ধর্ষণের খবর প্রতিদিনের খবরের পাতায় দেখা যায়। সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে নতুন কঠোর আইনও পাস করা হয়েছে। তারপরও ধর্ষণ থামছে না।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
অযোধ্যা বিমানবন্দর এ বার রামের নামে,পরিবর্তনে সায় দিল যোগী সরকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে আগেই। কিন্তু অযোধ্যাকে খাতায়কলমে ‘রামনগরী’-তে রূপান্তরিত করার প্রচেষ্টা থেকে এখনই বিরত হচ্ছে না যোগী সরকার। বরং তাতে একধাপ এগিয়ে এ বার অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট’ করার প্রস্তাবে সায় দিল তারা। সিলমোহরের জন্য খুব শীঘ্র সেটি অসামরিক বিমানমন্ত্রকে পাঠানো হবে।
কে কার সঙ্গে যোগাযোগ রাখছে সব জানি,দলকে কড়া বার্তা মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকা
বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাঁকুড়ার সভা থেকে বিজেপি, বাম, কংগ্রেসকে এক সারিতে বসিয়ে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে হারাতে তিন দল এক হয়েছে বলে অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘জগাই,-মাধাই-এক হয়েছে।’’ বিজেপির বিরুদ্ধে ভোটে টাকা ছড়ানোর অভিযোগও তুলেছেন তৃণমূল নেত্রী। বলেন, টাকা নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন না। বিজেপির বিরুদ্ধে ভয়-ভীতির রাজনীতির অভিযোগ তুলে মমতা চ্যালেঞ্জ ছুড়ে বলেন,‘‘আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। বাংলায় একটাও আসন পাবে না বিজেপি। আমি জেলে থাকলেও তৃণমূলকে জেতাব।’’
দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকেই বলছেন, এই জেলায় পর্যবেক্ষক কে, ওই জেলায় পর্যবেক্ষক কে। আমি বলছি সারা বাংলায় আমিই পর্যবেক্ষক। কোথায় কী হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, আমি সব জানি। সব বুঝেও তাঁদের ছেড়ে রেখেছি।
এদিকে আনন্দবাজার পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে, বিহারে ‘চক্রব্যূহ’ আরও আঁটোসাঁটো করল বিজেপি। বুধবার রাজ্য বিধানসভা স্পিকার নির্বাচনে জিতেছেন বিজেপি বিধায়ক বিজয়কুমার সিনহা। এর ফলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তাঁর দল জেডি(ইউ)-র উপর চাপ আরও বাড়ল বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ।
শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।