ডিসেম্বর ২৭, ২০২০ ১৬:৩৬ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় গাড়ি থেকে লাফ -দৈনিক ইত্তেফাককরোনা সহনশীল দেশের র‌্যাংকিং শীর্ষ ২০-এ বাংলাদেশ-দৈনিক সমকাল
  • আ. লীগ বিদ্রোহী বহিষ্কার করবে ভোটের পরে -কালের কণ্ঠ
  • দলে দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই-কাদের -মানবজমিন
  • বাবুল চিশতী পরিবারের অবৈধ সম্পদের পাহাড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ -যুগান্তর
  • ২ টাকার মাস্ক ৬৫ টাকা বালিশ-কভার ৩৪৫০!-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • সংশোধন নয়, ৩ কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারই আলোচ্য, দাবি -আনন্দবাজার পত্রিকা
  • আন্দোলন দমন করার চেষ্টা! এবার খুনের হুমকি দিল্লিতে বিক্ষোভরত কৃষক নেতাকে -সংবাদ প্রতিদিন
  • এনডিএ জোটে বড় ধাক্কা!‌ কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি-দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বাবুল চিশতী পরিবারের অবৈধ সম্পদের পাহাড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ-দৈনিক যুগান্তর

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী পরিবারের প্রায় হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ওই পদে থাকাকালীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয়টি মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে স্থাবর-অস্থাবর সম্পদগুলো সম্প্রতি ক্রোক ও ফ্রিজ করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির একাধিক মামলাও রয়েছে।

দৈনিকটির অন্য একটি খবর-মাঠ প্রশাসনে অদক্ষতা-দুর্নীতি-জনপ্রশাসন সচিবের খোলামেলা বক্তব্যে প্রশাসনে তোলপাড়

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের সাহসী বক্তব্যে প্রশাসনজুড়ে তোলপাড় চলছে। বিশেষ করে তিনি এক শ্রেণির এসি ল্যান্ড ও ইউএনওদের দুর্নীতি, অদক্ষতা, ক্ষমতা অপব্যবহার এবং নেতাগিরি নিয়ে যে সত্যভাষণ দিয়েছেন তা সব মহলে প্রশংসিত হয়েছে। প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা সাধুবাদ জানিয়ে বলেছেন, অতীতে কোনো জনপ্রশাসন সচিব এ রকম বক্তব্য দেননি। প্রশাসনের ইতিহাসে এটি মাইলফলক হয়ে থাকবে।

আলোচনার শীর্ষে স্বাস্থ্য খাত-দৈনিক ইত্তেফাক

চলতি ২০২০ সাল জুড়ে দেশে আলোচনার শীর্ষে ছিল স্বাস্থ্য খাত। করোনা মহামারির সময় দেশের স্বাস্থ্য সেবা খাতের দুরবস্থার চিত্রও স্পষ্ট হয়ে উঠেছে। পদে পদে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতির ঘটনা একে একে প্রকাশ্যে এসেছে। করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতি, মাস্ক কেলেঙ্কারি, চিকিৎসা খাতে অবকাঠামো নির্মাণ ও ক্রয়ে অনিয়ম, দুর্নীতি, রোগী ভোগান্তি, আইসিইউ সংকটসহ চিকিৎসার নামে মানসিক হাসপাতালে ধস্তাধস্তি করে রোগী হত্যার ঘটনাও ঘটেছে।কোভিড-১৯ অজুহাতে অন্য জটিল রোগে আক্রান্তরাও সুচিকিৎসা পাননি। দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম সঠিকভাবে মনিটরিং করা হয়নি। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে স্বাস্থ্য খাতে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে।

ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম- এরকম যে, করোনার বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন নতুন ধরনটি যুক্তরাজ্যে প্রথম দেখা দেওয়ার পর এখন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের পাশাপাশি কানাডা ও জাপানেও করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে।

রাজনীতির খবর: দলে দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই-কাদের-মানবজমিন

বিস্তারত খবরে লেখা হয়েছে, দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে। দুনীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই।

দৈনিকটির অন্য একটি খবরে এসেছে, হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, প্রয়োজনে আবার জেলে যাবো, ফাঁসির কাষ্ঠে ঝুলবো তবুও হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হবো না। বাবুনগরী তার এবং হেফাজতের অন্য নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের তীব্র সমালোচনা করেনে। তিনি বলেন, মাদরাসা শিক্ষার প্রসার আল্লাহর নির্দেশ ও রাসুল (সা.) এর আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দেবে।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে অভিনব টেন্ডার জালিয়াতি-২ টাকার মাস্ক ৬৫ টাকা বালিশ-কভার ৩৪৫০!-বাংলাদেশ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,

দামের একটা সার্জিক্যাল মাস্কের দাম ৬৫ টাকা, ১৬ টাকা দামের এক জোড়া জুতার কভারের দাম ধরা হয়েছে ১১০ টাকা। আবার হ্যালেথেন ওষুধের দাম ১ হাজার ৩২৩ টাকা হলেও ঠিকাদার টেন্ডারে দাম ধরেছেন ১৮৯ টাকা। বেশি ব্যবহৃত পণ্য-ওষুধের কয়েকগুণ বেশি দাম আর কম প্রয়োজন হয় এমন ওষুধের অবিশ্বাস্য রকম দাম কমিয়ে চলছে টেন্ডার জালিয়াতি। তিন বছর ধরে এই জালিয়াতি পন্থায় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে টেন্ডার বাগিয়ে নিচ্ছে মিস রোকেয়া ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান।

মানব পাচার মামলা: ৯৮% আসামিই খালাস-সমকাল

মানব পাচার সংক্রান্ত মামলার প্রায় ৯৮ ভাগ আসামি খালাস পেয়ে যাচ্ছেন। সাজা হচ্ছে মাত্র দুই ভাগের। চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে নিষ্পত্তি হওয়া ১৪টি মামলার তথ্য বিশ্নেষণ করে মিলেছে এমন চিত্র। দেখা যায়, নিষ্পত্তি হওয়া মাত্র একটি মামলায় একজনের দণ্ড হয়েছে। বাকি ১৩ মামলার ৪৩ আসামি খালাস পেয়েছেন। এ জন্য তদন্তের দুর্বলতা, সাক্ষী হাজির করতে না পারা ও আদালতের বাইরে বাদী-বিবাদীর সমঝোতাকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে পুলিশ বলছে, পারিপার্শ্বিক নানা বাস্তবতায় তদন্ত শেষ করতে বেগ পেতে হয়।

ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সংশোধন নয়, ৩ কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারই আলোচ্য, দাবি-আনন্দবাজার পত্রিকা

সরকারের প্রস্তাব বিবেচনা করে মঙ্গলবার অর্থাৎ ২৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে বসতে রাজি হল  ৪০ টি কৃষক সংগঠন। কিন্তু সরকারকে লেখা চিঠিতে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সংশোধন নয়, আলোচ্য বিষয় হিসাবে রাখতে হবে ৩টি কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারের কথাই। যা থেকে অনুমান, ২৯ তারিখের বৈঠকেও বরফ গলার সম্ভাবনা ক্ষীণ।চিঠিতে তীব্র ভাষায় কৃষকেরা লিখেছেন, গোটা আন্দোলনকে বদনাম করার জন্য সরকারি প্রচারযন্ত্র যে ভাবে নেমেছে, তা অবিলম্বে বন্ধ করা হোক।  এই পরিস্থিতিতে আজ সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। রাহুল আজ সকালেই টুইট করে বলেন, ‘মাটির ভিতর থেকে ধ্বনি উঠছে, সরকারকে শুনতেই হবে।

দৈনিক আজকালের এ সম্পর্কিত খবরের শিরোনাম-আন্দোলন দমন করার চেষ্টা! এবার খুনের হুমকি দিল্লিতে বিক্ষোভরত কৃষক নেতাকে। খবরটিতে লেখা হয়েছে, 

এবার আন্দোলনকারী ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবারই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আজকালের অন্য একটি খবরের শিরোনাম- এরকম এনডিএ জোটে বড় ধাক্কা!‌ কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি।

করোনা মোকাবিলায় বিশেষ বিলে সই করলেন না ট্রাম্প, বিপাকে প্রায় দেড় কোটি মার্কিনি-সংবাদ প্রতিদিন

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই প্রেসিডেন্ট পদে মেয়াদ ফুরিয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। হোয়াইট হাউস ছাড়তে হবে তাঁকে। কিন্তু তার আগে এমন একটি সিদ্ধান্ত নিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট, যে যার জেরে বিপাকে পড়লেন প্রায় দেড় কোটি মার্কিনি।

করোনা আবহে কাজ হারিয়েছেন বা আর্থিক সংকটে ভুগছেন সেদেশের প্রচুর যুবক–যুবতী। তাঁদের জন্যই প্রথমে সম্মতি দিয়েও পরবর্তীতে ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের অতিমারী মোকাবিলা তহবিলে সই করলেন না মার্কিন প্রেসিডেন্ট। যা নিয়ে এবার রীতিমতো হইচই পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। হতাশ অনেকেই।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭ 

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।