জানুয়ারি ৩০, ২০২১ ১৬:১৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ৩০ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ফের বেড়েছে চালের দাম-ইত্তেফাক
  • সন্তানসহ কারাগারে: সেই নিলুফার ঋণ শোধ করল বাংলাদেশ ব্যাংক –যুগান্তর
  • এইচএসসি’র ফল প্রকাশ, সবাই পাস-মানবজমিন 
  • নিবন্ধনে সাড়া কম, চিন্তিত চিকিৎসকরা- মানবজমিন
  • টেকনাফে ১৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২-বাংলাদেশ প্রতিদিন
  • অপরাজনীতির ফল পাপুল বিব্রত রাজনীতিকরা চান ব্যবস্থা-কালের কণ্ঠ
  • এইচএসসির ফল নিয়ে সমালোচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর -সমকাল

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • অহিংস পথে আন্দোলন, গাঁধীর মৃত্যুবার্ষিকীতে দিল্লি সীমানায় অনশনে বসলেন কৃষকরা -আনন্দবাজার পত্রিকা
  • তলোয়ার নিয়ে নিয়ে হামলা!‌ সিঙ্ঘু সীমান্তে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪৪ -আজকাল
  • ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! কর্মসূচি শুভেন্দুর গড়ে -সংবাদ প্রতিদিন

শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. কলারোয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন, সাংবাদিক লাঞ্ছিত। এছাড়া, ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ চেয়ারম্যানসহ ৪ জন আটক। কী বলবেন আপনি?

২. সৌদি ও সংযুকত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ইতালি। এর আগে মার্কিন সরকার দেশ দুটির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে। কীভাবে দেখছেন ঘটনাগুলোকে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

এইচএসসির ফল নিয়ে সমালোচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক সমকাল

নতুন পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) এবং সমমানের ফলাফল নিয়ে যারা সমালোচনা করছেন, তাদেরকে অপ্রয়োজনীয় সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের মূল্যায়নের ফল ঘোষণার সময় তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ফলাফল সম্পর্কিত নেতিবাচক মন্তব্যগুলো শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ তৈরি করবে। যারা এ ধরনের মন্তব্য করছেন আমি তাদেরকে এর থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

কোভিড-১৯ মহামারির কারণে পরীক্ষা না হওয়ায় এবার এইচএসসির ফল মূল্যায়ন করা হয়েছে এসএসসি ও জেএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে। এসএসসি থেকে ৭৫ শতাংশ এবং জেএসসি-জেডিসি থেকে ২৫ শতাংশ সমন্বয়ের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

নিবন্ধনে সাড়া কম, চিন্তিত চিকিৎসকরা-দৈনিক মানবজমিন

করোনাভাইরাসের টিকা নেয়া না নেয়া প্রশ্নে অনেকের মাঝেই এক ধরনের সংশয় দেখা যাচ্ছে। নেতিবাচকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কারণে এক ধরনের আস্থাহীনতা রয়েছে টিকার প্রতি। সংশয় কাটানোর জন্য দায়িত্বশীলদের কিছু উৎসাহমূলক উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ওদিকে করোনা টিকার জন্য গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩৭৩ জন। গত দু’দিনে নিবন্ধন কম হওয়ায় চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিন না নিলে করোনা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এজন্য তারা চিন্তিত।

কেন এত বিশাল একটা অংশ এই মুহূর্তে টিকা নিতে আগ্রহী নয় সে বিষয়ে ওই গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করা হয়। যারা এই মুহূর্তে নিতে চায় না তাদের ৫৪ শতাংশ টিকার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। তাছাড়া ৩৪ শতাংশ পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত এবং ১২ শতাংশ এর মাঝে আমদানি করা টিকার গুণগত মান নিয়ে সন্দেহ আছে বলে জানায়। যারা একেবারেই নিতে চায় না তারা টিকার মান ও কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাছাড়া একটা উল্লেখসংখ্যক লোক টিকা নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না।

টিকার বিষয়ে বিভিন্ন পেশার বা সাধারণ মানুষের অনেকেই এখন নানাভাবে তাদের আস্থার অভাব বা সংশয় প্রকাশ করছেন। বিশেষ করে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। টিকার প্রতি মানুষের সংশয় এবং এটা দূর করার জন্য উপায় কী জানতে চাইলে জাতীয় পরামর্শক কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, গুজবের কারণে মানুষের মধ্যে টিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অহেতুক গুজব ছড়ায় কিছু মানুষ। এটা কেটে যাবে। প্রথমে সম্মুখসারির যারা তারা টিকা পাবেন। বিএসএমএমইউতে কিছু ভিআইপি টিকা নিয়েছেন। এতে মানুষ উৎসাহ পাবেন বলে তিনি মনে করেন। দেশে ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচির) শুরুতে চলচ্চিত্রের অনেক অভিনেতারা বিষয়টিতে এসে উৎসাহ দিয়েছেন। ফলে পরবর্তীতে মানুষ ভালোভাবে নিয়েছেন। দেশের এই ভাইরোলজিস্ট আরো বলেন, টিকা নেয়ার পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হয়। যেমন- জ্বর, ব্যথা, ফুলে যাওয়া ইত্যাদি। এতে ভয় পাওয়ার কিছুই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো দেশে হার্ড ইমিউনিটি তৈরির জন্য নির্দিষ্ট জনগোষ্ঠীর ৬৫ থেকে ৭০ ভাগ মানুষকে টিকা দিতে হবে।

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না’ –দৈনিক ইত্তেফাক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের খারাপ অবস্থান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সরকারি বাসভবনে সম্প্রতি বার্লিনভিত্তিক এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’ এ প্রকাশিত বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্যান্য এনজিও যেভাবে চলে, টিআইও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে। আর এজন্য ফান্ডদাতাদের স্বার্থও টিআইকে সংরক্ষণ করতে হয়। আর তাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না।’প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আগের স্থানেই আছে কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় দুই ধাপ নিচে নেমে গেছে।

এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, না তাদেরপদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটি ভাবার বিষয়। কারণ তাদের নানা পদ্ধতিগত ত্রুটির কথা আমাদের জানা।’

অপরাজনীতির ফল পাপুল-বিব্রত রাজনীতিকরা চান ব্যবস্থা-দৈনিক কালের কণ্ঠ

রায়ের কপি পেলেই তা দেখে ব্যবস্থা নেয়া হবে- জানিয়েছেন আইনমন্ত্রী। আর ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন তার সদস্য পদ থাকতে পারে না। আওয়ামী লীগ বলেছে বিষয়টি স্পিকারের নজরে আনা হবে। বিএনপি বলেছে সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি এটি। টাকা বিলিয়ে উত্থান।

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল কুয়েতে অপরাধী সাব্যস্ত হয়ে চার বছরের সাজা পাওয়ার ঘটনাকে বিব্রতকর ও লজ্জাজনক বলছেন দেশের রাজনীতিকরা। বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে দেখছেন সরকারের নীতিনির্ধারকরা। আওয়ামী লীগ নেতারা মনে করেন, পাপুল বিদেশে বাংলাদেশের সম্মানহানি করেছেন। বিএনপি বলছে, এ ঘটনা ‘বর্তমান সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি’।সংসদ সদস্য পাপুলের সাজা হওয়ার ঘটনায় তাঁর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাঁর উত্থানের পেছনে যাঁদের মদদ রয়েছে তাঁদেরও বিচার হওয়া উচিত।

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) বলছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত অমর্যাদাকর একটি ঘটনা।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

অহিংস পথে আন্দোলন, গাঁধীর মৃত্যুবার্ষিকীতে দিল্লি সীমানায় অনশনে বসলেন কৃষকরা-দৈনিক আনন্দবাজার

মহাত্মা গাঁধীর ৭৩তম মৃত্যুদিবসে দিনভর অনশন রেখে ‘সদভাবনা দিবস’ পালন করবেন দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকরা। হরিয়ানা ও পঞ্জাব থেকে আরও কৃষক আন্দোলনে যোগ দেবেন বলে দাবিও করেছেন তাঁরা। দু’মাস ধরে আন্দোলনের পর লালকেল্লায় হিংসার ঘটনায় কিছুটা দাগ লেগেছিল আন্দোলনের গায়ে। তা ঝেড়ে ফেলে গাঁধীর দেখানো পথে শান্তিপূর্ণ আন্দোলনকে হাতিয়ার করার চেষ্টা করছেন কৃষক নেতারা।

প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিল বেরনোর পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। সরকার শান্তিপূর্ণ আন্দোলনকে নষ্ট করতে চাইছে— এই অভিযোগও করছেন নেতারা। তাই দিল্লির বুকে আরও কৃষক যোগ দিলেই আন্দোলনের শক্তি বাড়বে বলে দাবি করছে কৃষক সংগঠনগুলি।

তলোয়ার নিয়ে হামলা!‌ সিঙ্ঘু সীমান্তে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪৪-দৈনিক আজকাল 

শুক্রবার সিঙ্ঘুতে কৃষকদের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষ চলাকালীন তরোয়াল নিয়ে পুলিশের উপর হামলা চালাতে দেখা গিয়েছিল এক ব্যক্তিকে। ঘটনার পরেই ওই ব্যক্তি সহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার সিঙ্ঘু সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে যখন কৃষকরা নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ ছিলেন, তখন পুলিশও কড়া পদক্ষেপ নেয়। দিল্লি–উত্তরপ্রদেশ সীমান্তের গাজিপুরে কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। এই নির্দেশের প্রতিবাদে দিল্লি–মেরঠ এক্সপ্রেসওয়েতে ধর্না শুরু করেন কৃষকরা। তাই নিয়েই পরিস্থিতি হয়ে উত্তপ্ত।

ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! কর্মসূচি শুভেন্দুর গড়ে-সংবাদ প্রতিদিন

১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার। ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় এক সরকারি কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। তবে, মোদির এবারের সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি এখনও নেই।

বিজেপি সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত পেট্রোলিয়ামের এক সরকারি কর্মসূচিতে ঝটিকা সফরে রাজ্যে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী। কলকাতা হয়ে সরাসরি তিনি চলে যাবেন শুভেন্দুর গড় হলদিয়ায়। সেখানেই সরকারি ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকেই দিল্লি ফিরে যেতে পারেন প্রধানমন্ত্রী। তবে বিজেপি সূত্রের খবর, রাজ্য নেতৃত্ব চেষ্টা করছে, সম্ভব হলে প্রধানমন্ত্রীর রাজ্য সফর দীর্ঘায়িত করে কোনও রাজনৈতিক কর্মসূচি তাতে অন্তর্ভুক্ত করার।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।