প্রেম ও শুভকামনা নিয়ে এসেছি-মোদি: তাঁর আসার প্রতিবাদে চলছে বিক্ষোভ
প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ মার্চ শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- পৃথিবীতে শান্তি স্থাপনে কাজ করছে ভারত-বাংলাদেশ-মোদি-কালের কণ্ঠ
- মালিবাগ পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন-যুগান্তর
- কোনো হরতাল করতে দেয়া হবে না-স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
- হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতের–প্রথম আলো
- সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে মোদির পূজা-বললেন সৌভাগ্যবান আমি-ইত্তেফাক
- মোদিকে খুশি করতেই হেফাজত কর্মীদের ওপর গুলি– মানবজমিন
- বাংলাদেশ বিশ্বের অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ: বরিস জনসন-সমকাল
- বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজত বিক্ষোভ করেছে-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- মহা উৎসাহে মানুষের রায়দান-আনন্দবাজার পত্রিকা
- ফের ভয়াবহ আকার নিচ্ছে দেশের করোনা পরিস্থিতি, একদিনে আক্রান্ত ৬২ হাজার -সংবাদ প্রতিদিন
- কেশিয়াড়ির ঘটনায় কমিশনে রিপোর্ট রাজ্যের, ভোটের সঙ্গে সম্পর্ক নেই: কমিশন -আজকাল
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দুদিনের ঝটিকা সফরের শেষ দিনে ছিল ব্যস্ত সূচি। তিনি সকালে সাতক্ষীরার শ্যমানগরের যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিয়েছেন। সেখানে পূজা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেছেন।তিনি ঘোষণা দিয়েছেন-শ্যামনগরে কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণ করবেন।সাত্ক্ষীরা থেকে মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাঁকে স্বাগত জানান। গোপালগঞ্জে মোদি বলেছেন, বাংলাদেশের উন্নতিতে ভারত সহযাত্রী। তিনি বলেন, প্রেম ও শুভকামনা নিয়ে আমি বাঙলাদেশে এসেছি। মোদি গোপালগঞ্জের ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর মন্দিরে পূজা দিয়েছেন। সেখানে দুটো স্কুল বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ দুই প্রধানমন্ত্রীর বৈঠক :প্রস্তুত ৪ সমঝোতা উদ্বোধন হবে ৭ প্রকল্প-মানবজমিন
৫০ বছরের দ্বিপক্ষীয় সম্পর্কের মূল্যায়ন এবং আগামীর অন্তত ২৫ বছরে একসঙ্গে পথচলার নকশা ঠিক করতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই আভাস দিয়েছেন ঢাকা এবং দিল্লির কূটনীতিকরা। জানিয়েছেন- ওই বৈঠকের পর কমপক্ষে ৪টি সমঝোতা স্মারক সই হওয়া ছাড়াও সাতটি প্রকল্প উদ্বোধন করবেন দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী। শনিবার দিনের শুরুতে ঢাকার বাইরে কাটালেও দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রথমে একান্তে এবং পরবর্তীতে সফরসঙ্গী গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন মোদি। সইয়ের জন্য প্রস্তুত সমঝোতা স্মারকগুলো হচ্ছে দুর্যোগ দমনে সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূরেরপদক্ষেপ, তথ্য-যোগাযোগ এবং রাজশাহীতে খেলার মাঠ বিষয়ে দুই প্রকল্প বাস্তবায়ন। তবে শেষ মুহূর্তে এই সংখ্যা বাড়তে পারে বলে সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন। কূটনীতিক সূত্রগুলো বলছে, গত এক দশকে ভারতের দীর্ঘদিনের নিরাপত্তাজনিত উদ্বেগ দূর করার ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সহযোগিতা করেছে। যা দুই দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বড় অনুঘটক হিসেবে কাজ করছে।তাই সম্পর্কের ভবিষ্যতের স্বার্থে বাংলাদেশ এখন ব্যবসা-বাণিজ্যের মধ্য দিয়ে অর্থনৈতিক সহযোগিতায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর বাণিজ্য বাড়াতে হলে সংযুক্তি অপরিহার্য। আর সংযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ সহযোগিতাটা শুধু দুই দেশের মধ্যে সীমিত না রেখে নেপাল ও ভুটানকেও যুক্ত করতে চায়। কারণ, একসঙ্গে চার দেশের উন্নতি একটি নতুন দক্ষিণ এশিয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশেষ ভূমিকা রাখবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভাষ্য মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রেসিডেন্ট ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় সংযুক্তিতে বিশেষ জোর দিয়েছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনাতেও প্রসঙ্গটি তুলবেন। উল্লেখ্য, হাসিনা-মোদি বৈঠক বিষয়ক একটি যৌথ ঘোষণাওসই হবে। এদিকে যে সাত প্রকল্প উদ্বোধন হবে, তা হলো- শিলাইদহের সংস্কারকৃত কুঠিবাড়ী, মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসমাধি, বাংলাদেশের কাছে ভারতের ১০৯টি অ্যাম্বুলেন্স হস্তান্তর, চিলাহাটি-হলদিবাড়ী রুটে যাত্রীবাহী ট্রেন, দু’টি সীমান্তহাট এবং স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পশ্চিমবঙ্গ নির্বাচনের কারণে এখনই স্বাধীনতা সড়কে চলাচল এবং চিলাহাটি-হলদিবাড়ী রুটে যাত্রীবাহী ট্রেনে যাতায়াত শুরু হচ্ছে না বলে জানা গেছে।
দৈনিক ইত্তেফাক, মানবজমিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আজ শনিবার (২৭ মার্চ) সারা দেশে বিক্ষোভ এবং পরদিন রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। নেতাকর্মী নিহতের প্রতিবাদে ডাকা বিক্ষোভ ও হরতাল সর্বাত্মক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি আজ এক বিবৃতিতে গতকালের ঘটনার প্রতি ফোটা রক্তের বদলা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে যুবলীগও আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো হরতাল করতে দেওয়া হবে না। অন্যদিকে হেফাজত হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। প্রথম আলোতে খবরটি পরিবেশিত হয়েছে। তাছাড়া আজ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজত বিক্ষোভ করেছে। মালিবাগে পুলিশ বক্সের কাছে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার খবরটি যুগান্তরের। সিলেটে আজ মোদিবিরোধী বিক্ষোভ, জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে হাটহাজারি থমথমে বলে খবর দিয়েছে মানবজমিন। হাটাজারি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে মাদ্রাসা ছাত্ররা।
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে প্রভুত্ব নয়: মির্জা ফখরুল-ইত্তেফাক
ঢাকায় অঘোষিত কারফিউ জারি করে সরকার জনগণকে বাদ দিয়েই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এ দিনে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের যে অবস্থা, এটা আমাদের কারো কাছে প্রত্যাশিত নয়।’তিনি বলেন, ‘প্রতিবেশীসহ সব দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেওয়া যায় না।’
স্বাধীনতার ৫০ বছরে অগ্রযাত্রা-ইত্তেফাক
নারীর কর্মসংস্থান বেড়েছে ২৬ ভাগ-ইত্তেফাকের অর্থনীতি বিষয়ক এ প্রতিবেদনে লেখা হয়েছে,ভোর হলেই লাখো নারীর পদভারে মুখরিত হয় নগরী। এ যেন নারীর অগ্রযাত্রার এক উজ্জ্বল উদাহরণ। শীত-বর্ষা কিংবা প্রাকৃতিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে কারখানার চাকা সচল রেখে চলেছেন নারীরা। পোশাকশিল্পসহ বিভিন্ন খাত থেকে রফতানি আয় ঘরে আনার পাশাপাশি কৃষিপণ্য উৎপাদনেও সমানভাবে অবদান রেখে চলেছেন।
১৯৭১ সালে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ছিল যেখানে মাত্র ১০ ভাগ, স্বাধীনতার ৫০ বছর পর তা হয়েছে ৩৬ ভাগ। অর্থাত্ বেড়েছে ২৬ শতাংশ। কৃষি, তৈরি পোশাক, ব্যাংক, অফিস-আদালতসহ কর্মক্ষেত্রে রয়েছেন প্রায় ৩৬ ভাগ নারী।
অর্থনীতিবিদরা বলছেন, যে তিনটি খাত বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে, তার সবগুলোতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। যদিও কুসংস্কার, সামাজিক বিধিনিষেধ আর নিরাপত্তাহীনতা নারীর অগ্রযাত্রায় পাহাড়সমান বাধা হিসেবে কাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাকি ৬৪ ভাগ নারী কিন্তু শ্রমবাজারে নেই। তারা কোনোভাবেই কোনো কাজের সঙ্গে যুক্ত নন। তারা কাজও খুঁজছেন না। নারীদের একটা বড় অংশ শ্রমবাজারে আসতে পারছেন না। হয়তো তার শিক্ষা নেই, কিংবা পুঁজি নেই। কারণ এ সমাজে একটা অবিবাহিত ছেলে তার পরিবার থেকে পুঁজি পায়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে একটা অবিবাহিত মেয়েকে তার অভিভাবক ব্যবসা করার জন্য পুঁজি দেন না। ফলে মেয়েটির কর্মসংস্থান হয় না। কর্মক্ষেত্রে অংশগ্রহণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নারীর প্রতি সহিংসতা ও অনিরাপত্তা।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
বহু প্রতীক্ষিত ভোট শুরু হয় সকাল ৮ টায় শেষ হয় সন্ধ্যা ৬ টায়,পশ্চিমবঙ্গের ৩০ টি আসনের ভাগ্য নির্ধারণ আজ। এখানে ৮ দফা বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ করা হলো।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার ৩০ টি আসনের জন্য আজ ভোট নেয়া হয়েছে।
দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে,মহা উৎসাহে ভোটের রায়দান হয়েছে।বিপুল মানুষের অংশগ্রহণ ছিল। বেলা ১১টা পর্যন্ত সারা রাজ্যে ভোট পড়েছে ৩৬.০৯ শতাংশ। একই দিনে ভোট হচ্ছে অসমে, সেখানে একই সময়ে ভোট পড়েছে ২৬.৩৭ শতাংশ। ভোটদানের হিসাব ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।তবে ভোট শুরুর দিনে মোদি ও মতা টুইট করে বলেছেন,গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই ভোট দিন। এদিকে দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে,ভোটের দিনে বিজেপি রক্তাক্ত দেহ কেশিয়াড়িতে, পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।
কেশিয়াড়ির ঘটনায় কমিশনে রিপোর্ট রাজ্যের, ভোটের সঙ্গে সম্পর্ক নেই: কমিশন-আজকাল
কেশিয়াড়ির বেগমপুরে বিজেপি সমর্থকের মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে এল প্রাথমিক রিপোর্ট। প্রাথমিক রিপোর্টে স্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে সেই রিপোর্ট। আজ সকালে কেশিয়াড়ির বেগমপুরে নিজের বাড়ির উঠোনেই এক বিজেপি সমর্থকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নিহত বিজেপি সমর্থকের নাম মঙ্গল সোরেন। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। অন্য জায়গায় খুন করে তারপর বাড়ির উঠোনে দেহ ফেলে যাওয়া হয়েছে বলে অভিযোগ আনে বিজেপি সমর্থকের মা।
আনন্দবাজার পত্রিকার খবরে আজকের ভোট নিয়ে লেখা হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট শেষ হয়েছে। দক্ষিণ কাথিঁতে উত্তেজনা-জোড়াফুলের বোতামা টিপলেও ভোট যাচ্ছে পদ্মে।ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ করেছে তৃণমূল।তৃণমূলের আরও অভিযোগ বিজেপির হয়ে ভোট করাচ্ছে সিআরপিএফ। আজকাল লিখেছে, ৫ জেলায় বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।