জুন ০১, ২০২১ ১৫:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • চমক দিয়ে গঠিত হচ্ছে হেফাজতের নতুন কমিটি–যুগান্তর
  • এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া যৌক্তিক: তথ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
  • সিলেটে ৬ বার ভূকম্পন, ছোট ভূকম্পন- বড় ভূকমন্পনের ইঙ্গিত- প্রথম আলো
  • ঢাকার রাস্তা যেন ইতালির ভেনিস!- ইত্তেফাক
  • টঙ্গিতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১- সমকাল
  • দেশে আলো জ্বালিয়ে অন্ধকারে প্রবাসীরা-কালের কণ্ঠ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা: সভাপতিসহ আহত ২০-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • আলাপনকে শো কজ বিপর্যয় মোকাবিলা আইনে, জবাব দেবেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা-আনন্দবাজার
  • লকডাউনে দিল্লি থেকে বিহারে সাইকেলে চেপে ফিরেছিল, সেই কিশোরীর বাবা প্রয়াত-আজকাল
  • সরকারের সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহিতা নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের -সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

ঢাকা যেন ভেনিস!

ঢাকাসহ সারাদেশে মুষলধারে বৃষ্টি, অফিসগামীদের ভোগান্তি চরমে, জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। ঢাকার প্রায় সব জাতীয় দৈনিকের প্রধান খবর আজ এটি। ইত্তেফাক শিরোনাম করেছে-ঢাকার রাস্তা যেন ইতালির ভেনিস! মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। প্রায় দুই ঘণ্টার এই বৃষ্টিতে নগরবাসী যেমন মুক্তি পেয়েছে তীব্র গরম থেকে, তেমনি এই নগরী পেয়েছে নতুন রূপ। মালিবাগ, বনানী, ধানমন্ডি, পান্থপথ, মিরপুর, গ্রিন রোড, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন এলাকার রাস্তাগুলোকে দেখলেই মনে হচ্ছে হয়তো ইতালির ভেনিসে চলে এসেছি!

সমকাল লিখেছে, তিন ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার অনেক সড়ক। চরম ভোগান্তিতে মানুষ। কালের কণ্ঠের খবর-রাস্তার পানিতে বিদ্যুতের তার, উত্তরায় দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনরা হয়ে উঠেছেন সক্রিয়। অনেকেই পোস্ট করেছেন জলাবদ্ধ রাস্তার ছবি কিংবা ভিডিও। এর সঙ্গে অনেকেই লিখেছেন, বের হবেন না, ভেসে যাবেন, কিংবা সমুদ্র বিলাসের মতো ক্যাপশন। সবাই যেনো এই জলাবদ্ধতায় আবদ্ধ। রাস্তায় কোমরসমান পানি, তীব্র জ্যাম আর যানবাহন সংকটে যে যার মতো বিরক্তি প্রকাশ করছেন।

দেশে আলো জ্বালিয়ে অন্ধকারে প্রবাসীরা-কালের কণ্ঠ

প্রবাসীরা কষ্টে আছেন

প্রবাসী আয়ে পাঁচ বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও রেকর্ড হয়েছে। ১১ মাসেই ভেঙেছে বিগত বছরগুলোর রেকর্ড। প্রবাসী শ্রমিকদের হাড়ভাঙা খাটুনিতে আলোকিত হচ্ছে দেশের অর্থনীতি। কিন্তু সেই প্রবাসীদের অনেকেই ধুঁকছেন অন্ধকারে। স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমানো মানুষগুলো এখন দুঃস্বপ্নের চোরাবালি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতিতে চরম বিপাকে রয়েছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে সরকার এখন অন্য দেশকে ঋণ দেওয়ার মতো সাহস দেখায়। অথচ সেই রেমিট্যান্সযোদ্ধারা থেকে যাচ্ছেন আলো থেকে দূরে। রিজার্ভের বড় দুটি উত্স হলো পোশাক খাত ও প্রবাসীদের পাঠানো অর্থ। পোশাক শিল্পে অনেক রকমের প্রণোদনা দেখা গেলেও তেমন কিছুই নেই প্রবাসীদের জন্য। আসন্ন বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দসহ এককালীন বিভিন্ন সহযোগিতামূলক পরিকল্পনা গ্রহণের তাগিদ দিচ্ছেন তাঁরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (২৭ মে পর্যন্ত) রেমিট্যান্স দুই হাজার ২৬১ কোটি ৭৫ লাখ ডলারের মাইলফলক ছুঁয়েছে। আগের পুরো অর্থবছরে এসেছিল এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলার। ১১ মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার রেমিট্যান্স প্রবৃদ্ধি ৩৮ শতাংশের বেশি। আর পাঁচ বছর আগের তুলনায় এবার এক মাস বাকি থাকতেই রেমিট্যান্স বেড়েছে ৭৭ শতাংশ। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে।

দেশকে আলোকিত করে তোলা সেই রেমিট্যান্সযোদ্ধাদের দিনকাল কেমন কাটছে?—এই প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও মালয়েশিয়ায়। প্রবাসীদের সঙ্গে দীর্ঘ আলাপে জানা গেছে, দুই দিকেই চরম মানবেতর জীবন যাপন করছেন প্রবাসী কর্মীরা। একদিকে কয়েক লাখ কর্মী দেশে ফিরে আটকে আছেন। অন্যদিকে প্রবাসে চাকরি হারিয়েছেন অনেকে। আবার বৈধ উপায়ে গিয়ে অবৈধ হয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। তাঁদের সবারই এখন আয়ের পথ বন্ধ।

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই-মানবজমিন

প্রকাশ্যে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

প্রকাশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণিতে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাড়িতে থাকা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার আইফোন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ ব্রিফিংয়ের সময় এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে পালিয়ে যায়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

বড় আশার বড় বাজেট-কালের কণ্ঠ

বড় বাজেট আসছে

করোনার থাবায় মানুষের আয় কমে গেছে। নতুন করে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্য মতে, করোনায় নতুন করে ১ কোটি ৬৪ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। নতুন দরিদ্রদের বেশির ভাগই করোনার কারণে চাকরিহারা। দেশের অর্থনীতির সূচকগুলোও নড়বড়ে। রাজস্ব আয়েও নেই কোনো সুখবর। এমনই এক কঠিন সময়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। এটি চলতি অর্থবছরের বাজেট থেকে ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।

আগামী বাজেটের ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বর্তমান পরিস্থিতিতে বড় বাজেটের প্রয়োজনীয়তা আছে। অনেক দেশই করোনাকালে বাজেট বড় করেছে। সুতরাং এটি কোনো সমস্যা না। আগামী বাজেটে ঘাটতি বাড়লেও তাতে সমস্যা হবে না। এতে মূল্যস্ফীতিতে খুব একটা প্রভাব পড়বে না। করোনায় মানুষের আয় কমে গেছে। চাহিদা কমে গেছে। এটি বাড়াতে হবে। তাই বড় ঘাটতি সমস্যা না।

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া যৌক্তিক: তথ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক। জাতীয় প্রেস ক্লাবে সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এসময় ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় পরিচয়পত্র একটি নিয়মিত প্রক্রিয়া। ভোটার আইডি আর জাতীয় পরিচয়পত্র এক নয়। সারাবিশ্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। সেই আলোকে বাংলাদেশেও জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই যৌক্তিক।

তবে এর আগে প্রথম আলোর এক খবরে লেখা হয়েছে, সিইসি বলেছেন-এনআইডি সেবা ইসির হাতে থাকা উচিত। বিস্তারিত খবরে লেখা হয়েছে,

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার বিষয়ে ইসির সঙ্গে কোনো আলোচনা হয়নি। সম্প্রতি তাঁরা এ–সংক্রান্ত চিঠি পেয়েছেন। তবে তাঁরা মনে করেন এই সেবা ইসির হাতেই থাকা উচিত। না হলে কিছু অসুবিধা হবে।মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাজেটে সমস্যার জায়গা হলো রাজস্ব আদায়। এই ব্যর্থতা মানা যায় না।

আন্তর্জাতিক নারী পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার-সমকাল

পার্শ্ববর্তী দেশে নারী পাচার এবং সম্প্রতি বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা আশরাফুলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।দীর্ঘদিন ধরে নানা কৌশলে বাংলাদেশ থেকে বিভিন্ন বয়সী নারী পাচার করে আসছিল শক্তিশালী একটি চক্র। এ চক্রের ‘মূল হোতা’ আশরাফুল মণ্ডল ওরফে রাফি। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার সূত্র ধরে তদন্তে তাদের খোঁজ পায় র‌্যাব।

চট্টগ্রাম বন্দরে সরিষার বদলে পপি বীজ আমদানি, ৪২ টন জব্দ-মানবজমিন

মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসা  সরিষা বীজের আড়ালে ৪২ টন আফিম তৈরির উপকরণ পপি বীজ আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ । পুরান ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার মিথ্যা ঘোষণাপত্রে এই পপি বীজ এনেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

মঙ্গলবার (১ জুন) চট্টগ্রাম কাস্টমস হাউস থেমে বিষয়টি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে বলা হয়, তারা নিষিদ্ধ পণ্য আমদানি করায় সংশ্লিষ্টদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

জানা যায়, পুরান ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার সরিষা বীজ ঘোষণায় মালয়েশিয়া থেকে দুই কন্টেইনার পণ্য আমদানি করে।

চমক দিয়ে গঠিত হচ্ছে হেফাজতের নতুন কমিটি-যুগান্তর

রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দিয়ে খুব শিগগিরিই নতুন কমিটি ঘোষণা করছে কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।  আগামী দুই একদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।  নতুন কমিটিতে রাজনৈতিক পদে রয়েছেন এমন নেতাদের বাদ দেওয়া হয়েছে। সংযুক্ত করা হয়েছে সদ্য বিলুপ্ত কমিটি থেকে বাদ পড়া আল্লামা শফীর অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন নেতাকে।

তবে কি বিদায়ঘন্টা বাজছে নেতানিয়াহুর!-মানবজমিন

তবে কি বিদায়ঘন্টা বাজছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর! ইসরাইলের পত্রিকা ডেইলি হারেৎস যে খবর দিচ্ছে, তাতে তেমনই মনে হচ্ছে। কারণ, বুধবারই ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিড ঘোষণা করতে পারেন যে, ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেটের সঙ্গে তিনি নতুন সরকার গঠন করতে চলেছেন। চলমান ঘটনা প্রবাহ এমনই ইঙ্গিত দিচ্ছে। হারেৎস লিখেছে, নতুন সরকার গঠন নিয়ে জোট গঠনের চুক্তি স্বাক্ষর নিয়ে সোমবার রাতভর বৈঠক হয়েছে ইয়ামিনা পার্টি, নিউ হোপ এবং কোল লাভান দলের মধ্যে। ম্যারাথন এসব আলোচনায় দলগুলোর মধ্যে মতবিরোধ কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে এবং তারা একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। রাতের বৈঠকের সূত্র ধরে আজ মঙ্গলবার সকালেও এই আলোচনা অব্যাহতভাবে শুরু হতে পারে। ইয়েশ আতিদ পার্টি পূর্বাভাস দিয়েছে যে, বুধবার বিকেল নাগাদ ইয়াইর লাপিড ঘোষণা দিতে পারেন যে, তিনি সরকার গঠন করতে চলেছেন। শুরুতেই ইয়ামিনা পার্টির সঙ্গে কিছু শর্তে সমস্যা দেখা দিয়েছে সমঝোতায়।

এদিকে,পতাকা ওড়ানোয় ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দিলো ইসরায়েলি পুলিশ-ইত্তেফাকসহ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে,পশ্চিম তীরের পবিত্র নগরী জেরুজালেমে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরায়েলের পুলিশ। এক প্রতিবেদনে এ ততঝ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদুলো এজেন্সি।জানা যায়, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় এই ঘটনা ঘটে। জাওয়াদ আব্বাসি নামে ১২ বছর বয়সী এক শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

জাওয়াদ আব্বাসি তার বাইসাইকেলে নিজ দেশ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো। রাস আলমন্ড নামে এলাকায় আসার পর দখলদার ইসরায়েলি পুলিশ ওই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি নিয়ে ধাওয়া করে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আলাপনকে শো কজ বিপর্যয় মোকাবিলা আইনে, জবাব দেবেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা-আনন্দবাজার পত্রিকা

আলাপনকে শো কজ

রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করল কেন্দ্রীয় সরকার। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় তাঁকে শো কজ করা হয়েছে। সোমবার তাঁর কাছে ওই চিঠি পৌঁছেছে। তিন দিনের মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আলাপনকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আনন্দবাজার ডিজিটালের হেফাজতে ওই চিঠিটি এসেছে। তার ভাষা যথেষ্ট কঠোর। নবান্ন সূত্রের খবর, আলাপন যথাবিহিত চিঠির জবাব দেবেন। তার আগে মঙ্গলবার বিকেলে তিনি নবান্নে গিয়ে তাঁর নতুন দায়িত্ব ভার গ্রহণ করবেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা ছাড়াও আলাপনকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই)-এর ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে।

মমতার ‘ব্যক্তিগত বার্তা’ ধনখড় টুইট করায় ক্ষুব্ধ তৃণমূল, যোগাযোগ ছিন্ন করারও ভাবনা শুরু-আনন্দবাজার পত্রিকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মোবাইলে যে ‘ব্যক্তিগত বার্তা’ পাঠিয়েছিলেন, রাজ্যপাল জগদীপ ধনখড় সেটি প্রকাশ্যে আনায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল। এতটাই যে, ভবিষ্যতে রাজভবনের সঙ্গে এই ধরনের ‘সৌজন্যমূলক যোগাযোগ’ আর রাখা হবে কি না, তা নিয়েও শাসক শিবিরের অন্দরে চিন্তাভাবনা শুরু হয়েছে। সোমবার প্রায় মধ্যরাতে ধনখড় একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে কথা বলতে চেয়ে মমতা তাঁকে একটি বার্তা পাঠিয়েছিলেন। তার পর দু’জনের মধ্যে ফোনে কথা হয়। ধনখড়ের দাবি, সেখানেই মমতা তাঁকে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর ইয়াস পর্যালোচনা বৈঠকে থাকতে পারবেন না। থাকতে পারবেন না রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারেরাও।

রাজ্যপালের ওই টুইটের খবর, সোমবার মধ্যরাতেই দিয়েছিল আনন্দবাজার ডিজিটাল। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। রাতেই ওই বিষয়ে তৃণমূলের অন্দরে প্রবল ক্ষোভ তৈরি হয়। অতঃপর মঙ্গলবার সকাল থেকে তৃণমূলের শীর্ষ নেতানেত্রীদের একাংশ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর কাছে আর্জি জানাতে থাকে, রাজভবনের সঙ্গে এই ধরনের ‘বার্তা বিনিময়’ বন্ধ করে দেওয়া হোক।

সরকারের সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহিতা নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের-সংবাদ প্রতিদিন

সরকারের সমালোচনা করা কখনওই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। তাই সংশ্লিষ্ট দুটি নিউজ চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) পুলিশ। নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

আরও একবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিল শীর্ষ আদালত। দু’টি তেলুগু (Telugu) নিউজ চ্যানেল ‘টিভি ফাইভ’ এবং ‘এবিএন অন্ধ্রজ্যোতি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছিল অন্ধ্রপ্রদেশ পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ পুলিশের বিরুদ্ধেই গেল।ওয়াইএসআর কংগ্রেস নেতা তথা সাংসদ কানুমুরি রঘু রামা কৃষ্ণা রাজুর ‘আপত্তিজনক বক্তৃতা’ সম্প্রচার করার জন্য এই দুই নিউজ চ্যানেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় রাষ্ট্রদ্রোহের অপরাধের অভিযোগে এফআইআর দায়ের করে অন্ধ্র পুলিশ। অভিযুক্ত নিউজ চ্যানেলগুলির পক্ষে আইনজীবী শ্যাম দিবান এবং সিদ্ধার্থ লুথরা আদালতে বলেন, পুলিশের এফআইআর বৈদ্যুতিন মাধ্যমের মুখবন্ধ করা সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করার সামিল। চ্যানেল কর্তৃপক্ষ দাবি করে, একজন সাংসদের বক্তব্যের সম্প্রচার করা কখনও রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না।

লকডাউনে দিল্লি থেকে বিহারে সাইকেলে চেপে ফিরেছিল, সেই কিশোরীর বাবা প্রয়াত-আজকাল

গত বছর জানুয়ারিতে প্রথম ভারতে থাবা বসায় করোনা। নিয়ন্ত্রণে আনতে মার্চে আচমকা লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী মোদি। আর আমচকাই কাজ হারান লাখ লাখ পরিযায়ী শ্রমিক। আধপেটা খেয়ে, ফুটপাতে শুয়ে শুরু হয় তাঁদের দিন গুজরান। অনেকে পরিস্থিতি থেকে বাঁচতে পায়ে হেঁটে গ্রামে ফিরতে শুরু করেন। পথে প্রাণ দেন অনেকে। বিহারের কিশোরী জ্যোতি সাইকেলে চেপে রওনা দেয় গ্রামের পথে। দু’চাকার পিছনে চাপিয়ে নেয় অসুস্থ বাবাকে। সেই যাত্রার ছবি ভাইরাল হয়। এক বছর পর মারা গেলেন সেই কিশোরীর বাবা।

একটু–আধটু পথ নয়। ১২০০ কিলোমিটার। গুরুগ্রাম থেকে বিহারের দ্বারভাঙা। এই দীর্ঘ পথ সাইকেল চালিয়ে ফিরেছিল সে। পিছনে বাবা মোহন পাসোয়ান। দুর্ঘটনায় পা ভেঙে গিয়েছিল তাঁর। খাবার জুটছিল না। কিশোরীর ভয় হয়েছিল, ভাড়া দিতে পারেনি বলে বাড়িওয়ালা তাড়িয়ে দেবেন। ট্রেন বা বাস বন্ধ। অনেক চেষ্টা করেও গাড়ি জোগার করতে পারেনি সে। অগত্যা সাইকেলের পিছনে চাপিয়ে রওনা হয়। 

৭ মে রওনা দেয় তারা। ১৬ মে নিজেদের গ্রামে পৌঁছয়। তীব্র গ্রীষ্মে কিশোরীর প্যাডেল টানার সেই করুণ ছবি দেখে আঁতকে উঠেছিল দেশ। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাও জ্যোতির প্রশংসা করে। সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া তাকে যোগ দিতে ডাকে। যদিও জ্যোতি জানায়, সে এখন পড়াশোনা করতে চায়। গত বছর বাবাকে বাঁচিয়ে বাড়ি ফিরলেও শেষ রক্ষা হল না। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মোহন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১

ট্যাগ