সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৮:১৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!২৬ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • নদী রক্ষায় বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে-প্রথম আলো
  • গণআন্দোলন গড়ে তোলা হবে: মির্জা ফখরুল-যুগান্তর
  • রোহিঙ্গা সন্ত্রাসীদের হাত থেকে ৩ বাংলাদেশি উদ্ধার-ইত্তেফাক
  • বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ পুরোদমে চলতে পারে ২৮ সেপ্টেম্বর থেকে-কালের কণ্ঠ
  • প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী-মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • মোদির নেতৃত্বেই শ্রেষ্ঠত্বের পথে ভারত, আমেরিকা ফেরত প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরালেন নাড্ডা -সংবাদ প্রতিদিন
  • গোয়ায় সংগঠন বৃদ্ধির ভাবনায় লোগো প্রকাশ তৃণমূলের-আনন্দবাজার
  • বাবুলকে ‘রাজনীতির’ বর্ণ পরিচয় পড়ার পরামর্শ দিলীপের-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বিদেশে অবস্থানরত কিছু লোক দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ব্যস্ত- একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার পর্যবেক্ষণ কী?

২. পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নীতি পাল্টাতে হবে- একথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কেন তিনি একথা বললেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী-মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের আওতায় একদিনে ৮০ লাখ মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করেছে সরকার। রোববার এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ পরিকল্পনার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মঙ্গলবার থেকে ফের গণটিকাদান কর্মসূচি শুরু হবে। ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজ করোনার টিকা দেয়া হবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে। এই কার্যক্রমের বাকি দিনগুলোতে দৈনিক ৬ লাখ ডোজ টিকা প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদ, ১ হাজার ৫৪ পৌরসভায় প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেবে।

গণআন্দোলন গড়ে তোলা হবে: মির্জা ফখরুল-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার নির্বাচন না করেই ক্ষমতায় বসে আছে। আমাদের এখন মূল লক্ষ্য হবে— এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে একটি গণআন্দোলন গড়ে তোলা। ইনশাআল্লাহ, আমরা নবগঠিত কৃষক দলের এই কমিটির মাধ্যমে সেটি করতে সফল হব। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে নবগঠিত কৃষক দলের নেতাদের নিয়ে মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সফরে প্রধানমন্ত্রীর অর্জন একটিই— আরও বেশি মিথ্যাচার কীভাবে করা যায়। আপনারা লক্ষ্য করবেন, দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে। দেশে নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 

‘প্রধানমন্ত্রী কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন জাতিসংঘে দেওয়া তার গোটা বক্তব্যের কোথাও তিনি তা উল্লেখ করেননি।’ 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে মিথ্যাচার করেছেন। তার বিরুদ্ধে পত্রপত্রিকায় যেসব লেখালেখি হয়েছে তা খণ্ডানোর জন্য খালেদা জিয়া সম্পর্কে তিনি অনেক নেতিবাচক কথা বলেছেন। আমরা তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

নদী রক্ষায় বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে-প্রথম আলো

দেশের নদীগুলোকে বাঁচিয়ে রাখার মতো একক কোনো মন্ত্রণালয়, কমিশন, অধিদপ্তর নেই। নদী দেখভালে যেসব মন্ত্রণালয় রয়েছে, তাদের মধ্যেও সমন্বয়ের ভীষণ অভাব। নদী সুরক্ষার চেয়েও সর্বনাশ করার মতো অনেক মন্ত্রণালয় আছে। যার যত বেশি দায়িত্ব ছিল, আনুপাতিক হারে তারা তত বেশি সর্বনাশ করছে নদীগুলোর। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নদী সুরক্ষার তাগিদ দিলেও তা বাস্তবায়নে কোনো তৎপরতা কারও মধ্যে দেখা যায় না।

ইউনিয়ন ভূমি কার্যালয় যদি নদীর জমি ব্যক্তির নামে খারিজ না করত কিংবা খাজনা না নিত, তাহলে সেই জমিতে ব্যক্তি কখনোই মালিকানা দাবি করতে পারত না। কিন্তু গোটা দেশে এটিই হয়ে আসছে। এর দায় ভূমি অফিসের সহকারী কমিশনার এড়াতে পারেন না। নদীর জমি যেহেতু শ্রেণি পরিবর্তনযোগ্য নয়, তাই কখনোই ব্যক্তির নামে নদী লিখে দেওয়ার পথ নেই। প্রাথমিক পর্যায়ে ব্যক্তির নামে নদী লিখে দেওয়ার বড় জালিয়াতি সাবরেজিস্ট্রার করলেও তাঁদের নিয়ে কথা হয় না।

নদীর সর্বনাশকারীরা কোনো নদীর সর্বনাশ গোপনে করেন না। প্রকাশ্যে রাষ্ট্রীয় এত বড় সর্বনাশ হওয়ার পরও কোনো অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দেখা যায় না। যদি কোনো সহকারী ভূমি কর্মকর্তা, সাবরেজিস্ট্রার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, প্রকৌশলী, মৎস্য বিভাগের কর্মকর্তা, অবৈধ দখলদারদের শাস্তির বিধান হতো, তাহলে অনেকেই সাবধান হতেন। সেটি না হওয়ায় সবাই এই অপরাধ করেই চলেছেন।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

মোদির নেতৃত্বেই শ্রেষ্ঠত্বের পথে ভারত, আমেরিকা ফেরত প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরালেন নাড্ডা-আনন্দবাজার

সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোদি। আর দেশে ফেরার পরই গেরুয়া শিবিরের তরফে তাঁকে জমকালো অভ্যর্থনা জানানো হল। রীতিমতো ঢোল কাড়ানকাড়া সহযোগে তাঁকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।উচ্ছ্বসিত নাড্ডা বলেন, প্রধানমন্ত্রীর আমেরিকা সফর থেকে প্রমাণ হলো মোদির নেতৃত্বে ভারতকে অন্য চোখে দেখতে শুরু করেছে বিশ্ব।

বাবুলকে ‘রাজনীতির’ বর্ণ পরিচয় পড়ার পরামর্শ দিলীপের-আজকাল

বঙ্গ রাজনীতিতে বাবুল সুপ্রিয়-দিলীপ ঘোষ তরজা অব্যাহত। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বর্ণ পরিচয় নিয়ে বাবুলকে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, বাবুল সুপ্রিয়র  রাজনীতির বর্ণপরিচয়টা পড়া উচিত ভালো করে। যাঁরা বর্ণপরিচয় পড়েননি তারা পড়ুন এবং তাঁদের থেকে কি শুনব!দিলীপ ঘোষ আরও বলেন, শুধুমাত্র বিজেপিকে ঠেকানোর জন্য অধীর চৌধুরী তৃণমূলকে সহযোগিতা করেছিলেন।তাই বাংলায় কংগ্রেসের এই অবস্থা।প্রসঙ্গত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়।তারপরই দিলীপ ঘোষকে কটাক্ষ করে বাবুল বলেন, দিলীপ দার সঠিক বাংলা জানা প্রয়োজন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬

ট্যাগ