-
নিজের উপনিবেশগুলোকে ক্ষতিপূরণ দিতে রাজি হবে কি ব্রিটেন?
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ০৯:৪২পার্সটুডে- ব্রিটিশ সরকার যদি নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করতে চায় তবে উপনিবেশবাদী শাসক হিসেবে অতীতে নিজের ক্রীতদাস ব্যবসা ও ঔপনিবেশিক অপরাধগুলোর দায় স্বীকার না করে থাকতে পারে না।