জুলাই ১০, ২০২৩ ২১:০৩
মানুষ কখনো খুব খুশি হয়, আনন্দে লাফিয়ে ওঠে, কখনো উওেজিত হয়, কখনো বিষণ্ণ, কখনো ক্ষুব্ধ হয় আবার কখনো বিদ্বেষ পোষণ করে। মানুষের এই আনন্দ-বেদনা প্রকাশের যে উপায় এগুলোই হচ্ছে আবেগ। প্রচলিত মনোবিজ্ঞানের সংজ্ঞায়, আবেগ মানুষের মস্তিষ্কের একধরনের সংকেত পদ্ধতি।