গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i100628-গণপরিবহনে_অর্ধেক_ভাড়া_ও_নিরাপদ_সড়কের_দাবিতে_আজও_শিক্ষার্থীদের_বিক্ষোভ
শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া (হাফ পাস) ও দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন রাজধানীর ঢাকার বাইরেও ছড়িয়ে পরছে। আজ সোমবার দুপুরের দিকে রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগরের সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই দাবীতে চট্টগ্রাম মহানগীর কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে চট্টগ্রামে্র ওয়াসার মোড়ে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২৯, ২০২১ ২০:৫২ Asia/Dhaka
  • গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া (হাফ পাস) ও দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন রাজধানীর ঢাকার বাইরেও ছড়িয়ে পরছে। আজ সোমবার দুপুরের দিকে রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগরের সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই দাবীতে চট্টগ্রাম মহানগীর কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে চট্টগ্রামে্র ওয়াসার মোড়ে।

শাহবাগে পুলিশের বাধা

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া (হাফ পাস) নিশ্চিত করা, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং বর্ধিত বাস ও লঞ্চভাড়া প্রত্যাহারের দাবিতে আটটি বামপন্থী ছাত্রসংগঠনের ডাকা শাহবাগ অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের (পাবলিক লাইব্রেরি) সামনে পুলিশ শিক্ষার্থীদের মিছিল থামিয়ে দেয়। আজ নীলক্ষেতে ঘন্টাখানেকের অবস্থান শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করলেও সেটি পুলিশের অনুরোধে বেশিদূর এগোয়নি। বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা আন্দোলন আজকের মত সমাপ্ত ঘোষণা করে। পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়ার স্মারকলিপি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এর উদ্দেশ্যে রওনা দেয়।। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

শান্তিনগর মোড় অবরোধ করে  বিক্ষোভ

এ ছাড়া, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড় অবরোধ করে  বিক্ষোভ দেখান। প্রথমে পরে তাঁরা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে আবার শান্তিনগর এসে অবস্থান নেন। বেলা পৌনে দুইটার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়।  এর পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর থেকে ছাত্রদের জন্য গণপরবহনে অর্ধেক ভাড়া মওকুফের দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা পরিবহন করা গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। সেদিন থেকে নিরাপদ সড়কের দাবি জানিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রামে সমাবেশ বিক্ষোভ

নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের ওয়াসা মোড় সড়কের এক পাশে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাঁদের। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন দাবির প্ল্যাকার্ড প্রদর্শন করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁরা কখনো কখনো সড়ক অবরোধের চেষ্টা করলেও তাঁদের বুঝিয়ে সড়কের এক পাশে সরিয়ে দেওয়া হয়।

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।