নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার দায়ে ৫ তরুণ গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i101088-নিরাপদ_সড়ক_আন্দোলনকে_ভিন্ন_খাতে_প্রবাহিত_করার_অপচেষ্টার_দায়ে_৫_তরুণ_গ্রেফতার
সম্প্রতি রাজধানীজুড়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার দায়ে পাঁচ তরুণকে রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড ব্যাটালিয়ন (র‍্যাব)- এর একটি দল। এ পাঁচ তরুণ সাইবার ফোর্স গঠন করে রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ১০, ২০২১ ১৯:১৩ Asia/Dhaka
  • নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার দায়ে ৫ তরুণ গ্রেফতার

সম্প্রতি রাজধানীজুড়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার দায়ে পাঁচ তরুণকে রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড ব্যাটালিয়ন (র‍্যাব)- এর একটি দল। এ পাঁচ তরুণ সাইবার ফোর্স গঠন করে রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে এদের পরিচয় জানানো হয়। এরা হলেন, তাওহিদুল ইসলাম (২৬), আবদুল্লাহ আল মাহমুদ (২৯), হাবিবুর রহমান (৩১), গাজী সাখাওয়াত হোসেন (৩০) ও মো. ওয়ারেস করুণ (২৮)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন  জানান,  গ্রেপ্তারকৃত  এই পাঁচ তরুণ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বামীবাগের ওই বাসায় জড়ো হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা সক্রিয়, তাদের সঙ্গে এদের যোগাযোগ হয় বিভিন্ন ক্লোজড গ্রুপের মাধ্যমে, নতুবা টেলিগ্রামে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের নীতি ও কৌশলের সঙ্গে তারা জড়িত ছিলেন।

এই পাঁচ তরুণকে গ্রেপ্তারের সময় র‌্যাব সদস্যরা দুই লাখ টাকা জব্দ করেন।র‍্যাব জানায় দেশ-বিদেশের নানা মাধ্যম থেকে তারা এ টাকা পেয়েছিলেন। জনমনে গুজব ছড়িয়ে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন ফেসবুক পেজ অ্যাডমিনদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এই পাঁচ তরুণ বিভিন্ন দেশের ঘটনার ভিডিও ফুটেজ এডিট করে উসকানিমূলক পোস্টও দিতেন বলে জানান মঈন।

র‍্যাব কমান্ডার মঈন বলেন, আব্দুল্লাহ আল মাহমুদ ও তাওহীদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খন্দকার আল মঈন বলেন, গ্রেফতাররা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন। তারা নিয়মিত জায়গা পরিবর্তন করতেন। গ্রেফতারকৃত  আব্দুল্লাহ আল মাহমুদ স্বীকার করেছেন, তিনি আগে ছাত্র শিবির করতেন। বাকিরা রাজনৈতিক মতাদর্শের কথা শিকার করেননি।

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।