দেওয়ানগঞ্জের শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া সেই পৌর মেয়র গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i101582-দেওয়ানগঞ্জের_শিক্ষা_কর্মকর্তাকে_থাপ্পড়_দেওয়া_সেই_পৌর_মেয়র_গ্রেফতার
বাংলাদেশের মহান বিজয় ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জের পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২১ ১১:২৭ Asia/Dhaka
  • মো. শাহনেওয়াজ শাহানশাহ
    মো. শাহনেওয়াজ শাহানশাহ

বাংলাদেশের মহান বিজয় ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জের পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সাময়িক বরখাস্ত হওয়া এই মেয়রকে রাজধানীর উত্তরার 'হোটেল ডি মেরিডিয়ান' থেকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে। 

এর আগে এক বার্তায় বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত পৌর মেয়রকে গ্রেপ্তারে 'হোটেল ডি মেরিডিয়ান' ঘিরে রেখেছে র‍্যাব।

গত ২০ ডিসেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে মেয়র শাহনেওয়াজকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা বলা হয়। একই অভিযোগে ১৯ ডিসেম্বর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

১৬ ডিসেম্বরে ভোরে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও থাপ্পড় মারেন। এ সময় উপজেলা প্রশাসনের  জাতীয় অনুষ্ঠানটির কিছু সময়ের জন বন্ধ থাকে। পরে অপর জনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপ্ত করে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। এর প্রতিবাদে পৌর আওয়ামী লীগ বিক্ষোভ-সমাবেশ করেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।