গুমের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়-স্বরাষ্ট্রমন্ত্রী,বিএনপি'র নিন্দা
https://parstoday.ir/bn/news/bangladesh-i103612-গুমের_ঘটনার_সঙ্গে_আইনশৃঙ্খলা_বাহিনী_জড়িত_নয়_স্বরাষ্ট্রমন্ত্রী_বিএনপি'র_নিন্দা
গুমের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন, গুমের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয় তাহলে তাকেই জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত? কে বা কারা একের পর এক মানুষ গুম-খুন করছে।’
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১৯:৩৩ Asia/Dhaka

গুমের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন, গুমের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয় তাহলে তাকেই জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত? কে বা কারা একের পর এক মানুষ গুম-খুন করছে।’

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়।

এ কে আব্দুল মোমেন

একইদিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান গুমের তালিকায় যে লোকজনের নাম দিয়েছিল, তাদের অনেকের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে।

রিজভী বলেন, আমাদের দলের ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শত মানুষকে ক্ষমতাসীন অবৈধ সরকার গুম করেছে। তাদের মধ্যে কার কার সলিল সমাধি ভূমধ্যসাগরে হয়েছে তার জবাব পররাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্পষ্ট যে, গুম হওয়া বা তার ভাষায় ভূমধ্যসাগরে সলিল সমাধি হওয়া ব্যক্তিদের তালিকা তার কাছে আছে। অবিলম্বে সেই তালিকা প্রকাশ করা হোক।’

রুহুল কবির রিজভী

রিজভী বলেন, ‘গুম-খুন-অপহরণ করে আন্তর্জাতিক বিশ্বের কাছে ধরা পড়ে কয়েকদিন আগে সরকার ঘোষণা দিয়েছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নাকি মানবাধিকার সেল গঠন করা হবে। গুমের তালিকায় থাকা কোনো কোনো ব্যক্তির ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে এমন কথা বলে আব্দুল মোমেন ইতোমধ্যেই বুঝিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার সেলের রিপোর্ট কী হবে।’

সম্প্রতি রাজধানীর সোনারগাঁ হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্রান্ডিং বাংলাদেশ 'শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২২ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তার ব্যাখ্যা  দিয়ে  বলেছেন, যেহেতু বাংলাদেশ পলিটিক্যালি এবং স্ট্রাটিজিক্যালি খুব ভালো অবস্থানে আছে,বাংলাদেশের আশেপাশে বড় বড় দেশ রয়েছে এবং বাংলাদেশের বিশাল সমুদ্র রয়েছে, তাই অনেকে এতে প্রবেশাধিকারের জন্য (অ্যাকসেস) অনেক বেশি উদ্বিগ্নসেজন্য এখন আমরা সবার চক্ষুশূল। আসল উদ্দেশ্য কিন্তু হিউম্যান রাইটস না। আসল উদ্দেশ্য গুম- খুন না। আসল উদ্দেশ্য এসব বলে চাপ দিয়ে কিছু ফায়দা সংগ্রহ করা যায় কি না#

পার্সটুডে/আবদুর রহমান খান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।