আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং আয়োজিত কুইজের ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i104692-আইআরআইবি_ফ্যান_ক্লাব_ও_ভয়েস_অব_ডি_এক্সিং_আয়োজিত_কুইজের_ফল_প্রকাশ
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ০৩, ২০২২ ১৮:০০ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং আয়োজিত কুইজের ফল প্রকাশ

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় পর্বে বাংলাদেশ ও ভারতে ২০ জন প্রতিযোগী অংশ নিয়ে সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের নারায়ণগঞ্জের আলী সাহারদির উৎস ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ এম তারেকবিজয়ীর ঠিকানায় পুরস্কার হিসেবে একটি রেডিও সেট ও সনদপত্র পাঠিয়ে দেওয়া হবে।

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।