নিউ মার্কেটে সংঘর্ষ: রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা মকবুল হোসেন
https://parstoday.ir/bn/news/bangladesh-i107206-নিউ_মার্কেটে_সংঘর্ষ_রিমান্ড_শেষে_কারাগারে_বিএনপি_নেতা_মকবুল_হোসেন
শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা মকবুল হোসেনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২৭, ২০২২ ১৮:০৫ Asia/Dhaka
  • নিউ মার্কেটে সংঘর্ষ:  রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা মকবুল হোসেন

শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা মকবুল হোসেনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বেগম ইশরাত জাহানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন। 

এর আগে গত ২২ এপ্রিল শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মকবুল হোসেনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৩ এপ্রিল এ মামলায় তাকে  তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিন রিমান্ড শেষে আসামি মকবুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। অন্যদিকে আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করে। আদালত রিমান্ড বা জামীণ মঞ্জুর না করে মকবুল হোসেনের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।

মৃত এবং প্রবাসি ব্যাক্তিও  মামলার আসামি

এর আগ এ ঘটনায় আটক হওয়া বিএনপির ১৪ নেতাকর্মীকে গতকাল মঙ্গলবার আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। দলের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ মামলার ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। আর চার নম্বর আসামি টিপু সাত বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। 

আগাম জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন- আমীর হোসেন আলমগীর, মিজান, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম সন্টু, শহীদুল ইসলাম শহীদ, জাপানি ফারুক, মিজান ব্যাপারী, আসিফ, রহমত, বিল্লাল, মনির, জুলহাস ও বাবুল।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।