বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর; ২ বছর পর জাতীয় ঈদগাহে জামাত
-
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়
দীর্ঘ এক মাস পবিত্র রমজানের রোজা পালনের পর আজ (মঙ্গলবার) বাংলাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। গতকাল ৩০ রোজা পূরণ হয় এবং আজ সকালে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়। করোনা মহামারির কারণে গত দুই বছর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয় নি। এবার সেখানে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা ছিল। সকাল ৭টা থেকে বায়তুল মোকাররম মসজিদে একেক ঘণ্টার ব্যবধানে বেলা পৌনে ১১টা পর্যন্ত পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উপলক্ষে সারা দেশের কারাগার, হাসপাতাল, এতিম খানা ও সরকারি শিশু সদনে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো হয়েছে রঙিন এবং কালেমা-খচিত পতাকা দিয়ে। রেডিও টেলিভিশনগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।#
পাসটুডে/এসআইবি/৩