ভয়াবহ বন্যার কবলে সিলেট- সুনামগঞ্জ: পর্যাপ্ত ত্রাণের দাবি বিএনপি’র
(last modified Fri, 20 May 2022 13:44:58 GMT )
মে ২০, ২০২২ ১৯:৪৪ Asia/Dhaka

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত আর সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিলেটের প্রায় ১৩টি উপজেলাই এখন বন্যাকবলিত। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাঁচ উপজেলায় পানি বাড়ছে। ভারতের বরাক নদ থেকে প্রবল বেগে পানি এখন সুরমা ও কুশিয়ারা নদীতে গিয়ে ঢুকছে।

এ অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন  দেশের উত্তর-পুর্বাঞ্চলের কয়েক লক্ষ  পানিবন্দি মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যাদূর্গত এলাকায়। ইতোমধ্যে সিলেট মহনগরের ১২টি ওয়ার্ডের অর্ধেক পানিতে তলিয়ে গেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকাগুলোতে  ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে

প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন। হাজারো পরিবারে গ্যাস নেই। নগরীতেই ঘরে মাচা বেঁধে বসবাস করছেন বন্যার্তরা। বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থাও নেই।

ওদিকে, পানির চাপে ভেঙে গেছে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের রামনগর ব্রীজটি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার সবকটি ছোট বড় নদ-নদীর পানি বিপৎসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎসস্থলে নদী প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ভেঙে গেছে। এতে প্রবল বেগে পানি ঢুকে জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

এদিকে, বন্যা সতর্কীকরণ কেন্দ্র  থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে,  দেশের অধিকাংশ নন-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগামী দু’-এক দিনের মধ্যে  উত্তরের জেলাগুলিতে  স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে।

হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে রাজবাড়ীর পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ৮০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন। এতে ঘাট এলাকায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

 পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ঘাট দুটি বর্তমানে বন্ধ রয়েছে। ৩ ও ৭ নম্বর ঘাট দিয়ে পারাপার করা হচ্ছে। এই নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। তারপরও ঘাট সমস্যার কারণে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

বিশেষ বরাদ্দ দাবি বিএনপি:

 সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় দুর্গত মানুষের পাশে সরকার নেই বলে মন্তব্য করেছে সিলেট জেলা বিএনপি। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এখনো বন্যা দুর্গত প্রত্যন্ত এলাকার মানুষ সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। কেবল লোক দেখানো জন্য  কিছু কিছু জায়গায় সাহায্য করা হচ্ছে। তাই অবিলম্বে বিশেষ বরাদ্দ দিয়ে সিলেটের মানুষের পাশে দাঁড়ানোর জন্য  সরকারের প্রতি  আহ্বান জানিয়েছে বিএনপি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ