সিলেটে ঈদগাহ মাঠে বানভাসিদের কান্নার রোল: পররাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা ভালো আছি
(last modified Sun, 10 Jul 2022 09:09:54 GMT )
জুলাই ১০, ২০২২ ১৫:০৯ Asia/Dhaka
  • সিলেটে ঈদগাহ মাঠে বানভাসিদের কান্নার রোল: পররাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা ভালো আছি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘স্মরণকালের ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি। বন্যায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।’

আজ (রোববার) সকাল আটটার দিকে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বন্যা আমাদের জন্য শিক্ষা। আগে সব সময় বন্যা আসত। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন নেমে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ, এখন নদীনালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভাবতে হবে।’

এ কে আব্দুল মোমেন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যার্তদের জন্য জাতিসংঘ বা অন্যরা আমাদের একটা টাকাও দেয়নি। তবে তারা কিছু সংস্থা বা পার্টনারদের মাধ্যমে দেয়। তারা যা বলে, তা দেয় তা যথাযথ মানুষের কাছে পৌঁছে কি না, আমরা তো মনিটরিং করতে পারি না। এগুলা আপনারা (সাংবাদিক) মনিটরিং করতে পারেন।

বন্যাকবলিত সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে নামাজের আগে বয়ান পেশ ও নামাজের ইমামতি করেন সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা।

নামাজের পর বানভাসি মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় পুরো শাহী ঈদগাহ ময়দানে মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এ ছাড়া দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়। এ সময় বন্যাকবলিত অঞ্চল সিলেটের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আনার জন্য দোয়া করা হয়।

সিলেটে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত সকাল ৮টায় দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। একই সময় হযরত শাহপরান (র.) মাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।এ ছাড়া সরকারি আলিয়া মাদরাসা মাঠে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়।#

 পার্সটুডে/এসআইবি/এআর/১০

 

ট্যাগ